ট্রেন্ডিং

LPG Gas – রান্নার গ্যাসের দাম থেকে ট্রাফিক জরিমানা, 1লা জুন থেকে সব বেড়ে যাবে!

প্রতিটি মাসের প্রথম দিন শুরু হওয়ার সাথে সাথে নতুন নতুন অনেক নিয়ম চালু হয়। আগামী মাসে LPG Gas বা রান্নার গ্যাস থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স (Driving License) এবং দেশে ট্রাফিক ফাইন সকল কিছুর নিয়ম একধাক্কায় পাল্টে যেতে চলেছে। আর আগের থেকে এই সকল নিয়ম সম্পর্কে আপনারা জেনে নিতে পারলে পরে আর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।

LPG Gas Bank Driving License Traffic Rule Change from 1st June 2024.

তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক যে আগামী ১লা জুন ২০২৪ থেকে কি কি গুরুত্বপূর্ণ নিয়ম বদলে যেতে চলেছে। আমাদের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের LPG Gas বা রান্নার গ্যাসের দাম নিয়ে ভারি চিন্তা থাকে। আর এই দাম বৃদ্ধি পেলে তো আর কথাই নেই। তাই অনেকেই মনে করছেন যে লোকসভা ভোটের পরবর্তী মাস হওয়ার জন্য এই মাসে দাম বাড়তে পারে রান্নার গ্যাসের (LPG Gas Price).

১লা জুন থেকে Driving License নিয়ম বদল

গাড়ি চালাতে গেলে সে যেই দুই চাকার গাড়ি হোক আর চার চাকার গাড়ি হোক সব ক্ষেত্রেই নিয়ম মেনে গাড়ি চালাতে হয়। আর এই নিয়ম গুলো যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাকে ভারী জরিমানা দিতে হয়। নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি বেশি গতিতে গাড়ি চালান তাহলে সেই ব্যক্তিকে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে একই ভাবে লাইসেন্স (Driving License Fine) ছাড়া গাড়ি চালালে 500 টাকা জরিমানা দিতে হবে। রান্নার গ্যাসের (LPG Gas) মত এইটিও একটি গুরুত্বপূর্ণ নিয়ম।

হেলমেট না পড়লে 100 টাকা, সিট বেল্ট না পড়লে 100 টাকা জরিমানা হবে। সব সময় বলা হয় গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ। অপ্রাপ্ত বয়স্করা অর্থাৎ যাদের বয়স 18 বছরের কম তারা গাড়ি চালালে 25 হাজার টাকা পর্যন্ত জরিমানা (Traffic Fine) দিতে হবে। এছাড়া গাড়ির মালিকের ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হতে পারে।

Aadhaar Card (আধার কার্ড)

LPG Gas Price & Banking Rule Change

প্রতি মাসের প্রথম দিকে রান্নার গ্যাসের দামেও পরিবর্তন আসে। এই মাসেও তার অন্যথা হবে না। 1লা জুন তেল কোম্পানির বিপনন সংস্থা গুলো গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Cylinder) নির্ধারণ করবে। মে মাসে বানিজ্যিক সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম কমিয়েছিল সংস্থা গুলো। এখন মনে করা হচ্ছে জুন মাসেও কোম্পানি গুলো আবার সিলিন্ডারের দাম কমাতে পারে।

মাধ্যমিক রেজাল্ট নিয়ে হাইকোর্টের বড় রায়! চাপে মধ্যশিক্ষা পর্ষদ

জুন মাসে ব্যাংক গুলো কতদিন ছুটি (Bank Holiday) থাকবে? এই জুন মাসে 10 দিন ছুটি থাকবে ব্যাংক। রবি, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ৬ দিন বন্ধ থাকবে ব্যাংক। উৎসবের কারণেও বন্ধ থাকবে ব্যাংক। আর এই কারণের জন্য আপনারা এই সকল নিয়ম সম্পর্কে জেনে নিতে পারবেন। আর এই জন্য এবারে দেখার অপেক্ষা যে আগামী ১লা জুন এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *