School Reopen – গরমের ছুটি আবার বাড়ল! স্কুল শিক্ষা দফতরের নোটিশ, শিক্ষকদের জন্য কি নির্দেশ?
অবশেষে পশ্চিমবঙ্গে গরমের ছুটি শেষ হয়ে পুনরায় স্কুল খোলা (School Reopen) নিয়ে নির্দেশিকা জারি করা হল স্কুল শিক্ষা দফতরের (West Bengal School Education Department) তরফে। এই বছর যে পরিমানে গরম দিন দিন বেড়ে চলছে তার ফলে মানুষদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। ছোট থেকে বড় সবাই গরমে নাজেহাল। এই অতিরিক্ত গরমের জেড়ে পশ্চিমবঙ্গের স্কুল গুলোতে গরমের ছুটি (Summer Vacation 2024) বাড়িয়ে দেওয়া হয়েছিল।
West Bengal School Reopen After Summer Vacation 2024.
অ্যাকাডেমিক ক্যালেন্ডার (Academic Calendar 2024) অনুসারে মে মাসের ৬ তারিখ থেকে পশ্চিমবঙ্গের সকল সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র দাবদাহের ফলে এবং লোকসভা ভোটের কথা মাথায় রেখে এই ছুটি এগিয়ে এনে এপ্রিল মাসের শেষের দিকে শুরু করে দেওয়া হয়। কিন্তু School Reopen বা আবার কবে স্কুল খুলবে সেই সম্পর্কে কিছু এতদিন জানানো হচ্ছিলো না।
গরমের ছুটি শেষে কবে খুলবে স্কুল?
তবে 2 রা জুন এই গরমের ছুটি শেষ হবে। কিন্তু এবার এই গরমের ছুটির মেয়াদ আরো বাড়িয়ে দেওয়া হল। ছাত্র ছাত্রীদের জন্যে খুশির খবর। কত দিন বাড়ান হল গরমের ছুটি চলুন দেখে নিন বিস্তারিত। এর আগে গরমের ছুটির সময় সীমা বাড়ানো হয়েছিল 2রা জুন পর্যন্ত। 3রা জুন ছুটি কাটিয়ে স্কুল গুলো খুলত (School Reopen). কিন্তু 27 শে মে সোমবার পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে আবারও গরমের ছুটি বাড়ানো হল!
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের নোটিসে কি বলা হয়েছে?
স্কুল শিক্ষা দফতরের নোটিসে বলা হয়েছে, 3রা জুন তারিখ থেকে স্কুল খুললেও (School Reopen) ছাত্র ছাত্রীদের ওই দিন থেকে স্কুলে যেতে হবে না। 3 রা জুন থেকে স্কুল খুলবে শুধুমাত্র শিক্ষক ও অশিক্ষা কর্মীদের জন্যে। পড়ুয়াদের জন্য ছুটি বাড়ান হয়ে 9ই জুন পর্যন্ত। 10ই জুন থেকে তাদের ছুটি কাটিয়ে স্কুলে আসতে হবে অর্থাৎ তাদের 1সপ্তাহ আরো বাড়ানো হল।
এই ছুটি বাড়ান নিয়ে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের সুবিধার্থে স্কুল শিক্ষা দফতরের সাথে মধ্য শিক্ষা দফতরের তরফ থেকে অফিসিয়াল নোটিস জারি করা হয়েছে (School Reopen). আর তাহলে কোন ধরণের প্রশ্ন এবং ধোঁয়াশা আর রইল না কিন্তু শিক্ষকদের কেন যেতে হবে? এই নোটিশে বলা হয়েছে ভোটের পরবর্তী সময়ে স্কুলে পঠন পাঠনের পরিবেশ তৈরি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে কিভাবে WBCS Exam অনুষ্ঠিত হবে এবারে? প্রার্থীরা খুঁটিনাটি জেনে নাও
Extra Class will Happen After School Reopen?
এতদিনের ছুটির জন্য পড়াশোনায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্যে অতিরিক্ত ক্লাস এর উপযুক্ত ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে নির্বাচনের পরে স্কুল গুলোকে পড়াশোনার উপযোগী পরিকাঠামোর জন্যে তৈরি করতে হবে। যাতে 1 সপ্তাহ পর স্কুল গুলো খুললে পড়ুয়ারা স্বাভাবিক ভাবেই ক্লাস করতে পারে। আর এক্সট্রা ক্লাস নিয়ে এখনো কোন ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Written by Ananya Chakraborty.