প্রতিমাসে ৫০,০০০ টাকা! এই Micro ATM ফ্রাঞ্ছাইজি ব্যবসা নিজের বাড়িতে শুরু করুন
প্রতিমাসে বিনা পরিশ্রমে ৫০,০০০ টাকা রোজগার করতে চাইলে তাদের এই প্রতিবেদনে Micro ATMs বা মাইক্রো ATM ব্যবসা সম্পর্কে জানিয়ে দিতে চলেছি। এখন অনেকেই আছে যারা চাকরি না পেয়ে ব্যবসা (Business Idea) করতে পছন্দ করে। এছাড়াও কাজের সঙ্গে সঙ্গে সকলে ব্যবসা করার মাধ্যমে বেশি টাকা রোজগার করতে পছন্দ করে থাকে (Automated Teller Machine).
How to Start Micro ATM Business Idea 2024.
বর্তমানে টাকা তোলার জন্য ডিজিটাল পেমেন্ট (Digital Payment) অনেকে ব্যবহার করলেও অনেকেই এই জিনিসের সাথে অভ্যস্থ হয়ে ওঠেনি। তাই বেশিরভাগ মানুষ এখনো টাকা তোলার জন্যে ভরসা করে ATM কিম্বা ব্যাংককে। অনেক সময় রাস্তাঘাটে বেরিয়ে কিম্বা কেনাকাটা করতে গিয়ে টাকার দরকার হলে টাকা তোলার (Micro ATM Cash Withdrawal) জন্য ATM এ যায়। কিন্তু অনেক সময় ধারে কাছে ATM পাওয়া যায় না।
POS Micro ATM Cash Withdrawal Business
তখন অনেকেই টাকা তুলতে পারে না আর সমস্যায় সম্মুখীন হন। এই সমস্যার সমাধান করতেই এখনকার দিনে অনেকেই ভরসা করেন Micro ATM Machine এর উপরে। এটি ধীরে ধীরে অনেক জায়গায় দেখা যাচ্ছে। আর কোন জনবসতি পূর্ণ এলাকায় আপনার বাড়ি হলে আপনি নিজের বাড়িতেই এই ব্যবসা শুরু করে কমিশনের মাধ্যমে ভালো টাকা রোজগার করতে পারবেন।
মাইক্রো এটিএম কি?
Micro ATMs হল ATM এর একটি ছোট সংস্করণ। মাইক্রো ATM হল একটি পোর্টেবল হ্যান্ডহেল্ড কার্ড সোয়াইপ টার্মিনাল যা ব্যাংক ও ATM যেখানে পৌছোতে পারে না। সেখানে এটি নগদ টাকা তোলার কাজ করে। এটি একটি ‘ব্যাংক ইন এ বাক্স’ হিসেবে কাজ করে যা গ্রাহকদের নগদ টাকা তুলতে ও ব্যালেন্স চেক করতে সাহায্য করে। এই মেশিনে কার্ড সোয়াইপ করার সুবিধাও আছে। এমনকি বর্তমানে টাকা জমা করার সুবিধাও মিলছে SBI Micro ATM এর মাধ্যমে।
How to Start Micro ATM Startup Franchise New Business Idea 2024.
আপনি এই Micro ATM এর মাধ্যমে ব্যবসা শুরু করলে মোটা টাকা রোজগার করতে পারবেন। এই ব্যবসা শুরু করতে গেলে মাইক্রো ATM এর জন্যে Pay Nearby, Spice Money এবং Fino Payments Bank কোম্পানি সহ বিশ্বস্ত ব্যাংকের সাথে কথা বলতে হবে। সেই ব্যাংকে নিজের কারেন্ট একাউন্ট খুলতে হবে। আর মাইক্রো এটিএম মেশিন কিনতে হবে। তাহলেই ব্যবসা শুরু করতে পারবেন।
মাইক্রো এটিএম মেশিনের দাম/mATM ডিভাইজ অনলাইন
এই মেশিন থেকে প্রতি মাসে কম করে 15000 টাকা থেকে 50000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। বাড়িতে বসে যদি এক সাথে 10 টা মেশিন কিনতে পারেন আর 10 জন ছেলে নিয়ে টিম বানিয়ে Micro ATM এর ব্যবসা শুরু করতে পারেন তাহলে ভালো ইনকাম হবে। এই কাজের ক্ষেত্রে নিজের টিমের প্রত্যেক সদস্যদের এমন জায়গায় থাকতে বলতে হবে যেখানে লোকজনের ভিড় বেশি।
আয়কর রিটার্ন দাখিল করলেই এই ৫ সুবিধা পাবেন! না জানলে লস আপনারই
Mini ATM Income Comparison Per Day
রেল স্টেশন, বাস স্ট্যান্ডের মত জায়গা। এদের টার্গেট রাখতে হবে অন্তত পক্ষে 100 টি লেনদেন করান। টাকার পরিমান 5 হোক বা 500 তাতে কোনো অসুবিধা নেই শুধু লেনদেনের সংখ্যা বাড়াতে হবে। প্রত্যেক লেনদেনের উপরে 8 টাকা করে কমিশন দেওয়া হয়। এভাবে যে কেউ যদি কম পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারবেন। এভাবে যদি প্রতিদিন 250 টি লেনদেন করা যায় তাহলে 250×8 = 2000 টাকা ইনকাম করতে পারবেন।
Written by Ananya Chakraborty.