অর্থনীতি

Fixed Deposit Interest Rate: FD-তে সুদ একধাক্কায় বাড়লো! নতুন সুদের তালিকা দেখুন

দেশের যেই সকল মানুষরা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit Interest Rate) স্কিমে বিনিয়োগ করেছেন তাদের জন্য এক দারুণ খবর। ভারতে প্রচলিত সরকারি ব্যাঙ্ক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যাংক হলো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (United Bank of India). সম্প্রতি অনেক গুলি ব্যাঙ্কই তাদের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে। তবে, এবার পিছিয়ে নেই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও।

United Bank of India Fixed Deposit Interest Rate Hike.

সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করল এই ব্যাঙ্ক। চলতি বছরের ৫ ই জুলাই থেকে ব্যাঙ্কের বিভিন্ন প্রকল্পে কার্যকরী হয়েছে নতুন সুদের হার (Fixed Deposit Interest Rate). এবার গ্রাহকদের জন্য বিশেষ লাভের লাভের সুযোগ করে দিল ইউনিয়ন ব্যাঙ্ক। এই মুহূর্তে সবথেকে বেশি পরিমাণ সুদ পাওয়া যায় ইউনিয়ন ব্যাঙ্কের সিনিয়র সিটিজেনদের (Senior Citizen FD) জন্য নির্ধারিত প্রকল্প গুলি থেকে।

ফিক্সড ডিপোজিটে সুদ বৃদ্ধি

৮% সুদ ধার্য করেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেনদের জন্য। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০ বেসিস পয়েন্টে সুদের হার ধার্য করে থাকে অর্থাৎ সাধারণের জন্য যে সুদের পরিমাণ হবে ৭.৫০ শতাংশ সেই একই প্রকল্পের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের (Fixed Deposit Interest Rate) জন্য সুদের পরিমাণ ধার্য হবে ৮ শতাংশ।

Union Bank Fixed Deposit Interest Rate

1) ইউনিয়ন ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা সম্ভব।
2) ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদ যুক্ত যে কোনো প্রকল্পের ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয়েছে ৩.৫০ শতাংশ।
3) ৪৬ দিন থেকে ৯০ দিন অর্থাৎ তিন মাসের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit Interest Rate) ক্ষেত্রে ৪.৫০ শতাংশ সুদ ধার্য করা হয়েছে।

4) ৯১ দিন থেকে ১২০ দিনের মেয়াদের জন্য নির্ধারণ করা হয়েছে ৪.৮০ শতাংশ সুদ।
5) ১২১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের জন্য ধার্য করা হয়েছে ৫% সুদ।
6) ১৮১ দিন থেকে এক বছরের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের জন্য নির্ধারিত সুদের পরিমাণ ৬.৩৫ শতাংশ।
7) এক বছর অথবা ৩৯৮ দিনের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ধার্য করা হয়েছে ৬.৮০ শতাংশ সুদ।

Fixed Deposit (ফিক্সড ডিপোজিটে সুদের হার)

8) ৩৯৯ দিনের প্রকল্পের ক্ষেত্রে ধার্য করা হচ্ছে ৭.২৫ শতাংশ সুদ। উল্লেখ্য, সাধারণের জন্য নির্ধারিত ফিক্সড ডিপোজিট প্রকল্প গুলির মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় ৩৯৯ দিনের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
9) ৪০০ দিন থেকে ৯৯৬ দিনের মধ্যবর্তী প্রতিটি ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit Interest Rate) জন্য ধার্য করা হয়েছে ৬.৬০% সুদ।
10) ৯৯৭ দিন থেকে ৩ বছরের মেয়াদ যুক্ত প্রকল্পের জন্য নির্ধারিত হয়েছে ৬.৭০% সুদ।

বিক্রি হয়ে যাচ্ছে এই সরকারি ব্যাঙ্ক! গ্রাহকদের কনফার্ম খবর জানালো RBI

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রচলিত ফিক্সড ডিপোজিট গুলির মধ্যে সবথেকে লম্বা মেয়াদ যুক্ত প্রকল্পটি হল ৩ বছর থেকে ১০ বছরের মেয়াদ যুক্ত প্রকল্প। এই প্রকল্পটির জন্য সুদের হার ধার্য করা হয়েছে ৬.৫০ শতাংশ। এভাবেই উক্ত মেয়াদ গুলির মধ্যে ইচ্ছুক বিনিয়োগকারীরা তাদের পছন্দ সই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। তবে, বিনিয়োগ করার পূর্বে বিনিয়োগটি বিনিয়োগকারীর জন্য ঝুঁকিপূর্ণ কিনা সে বিষয়টি অবশ্যই তার বিবেচনা করার প্রয়োজন।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *