ছুটি

Govt Employees: সরকারি কর্মীদের CL-র নিয়ম নিয়ে কড়াকড়ি! না মানলে সমস্যা বৃদ্ধি

ফের একবার রাজ্য সরকারি কর্মচারীদের (West Bengal Govt Employees Benefits) জন্য এসে গেলো দুঃসংবাদ। এবার CL-এর নিয়মে বড়ো বদল আনতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal). আর সেই নিয়ম না মানে মানলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাটা হবে বলেও জানা গিয়েছে। সরকারি কর্মচারীদের সিএল অর্থাৎ Casual Leave একটি চাকরি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছুটি (Holiday). হঠাৎ করে শারীরিক অসুস্থতা অথবা অন্য কোনো কারণে সিএল নিয়ে ছুটি নিয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Govt Employees Certain Leave Rules Change.

তবে এবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে এই সিএল-এর নিয়মে বদল এনেছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সিএল-এর নিয়মে বিভিন্ন সময় বদল আনা হয়। তবে বদলানোর আগে তাদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয় (Govt Employees). মূলত এমন ধরনের বদল তখনই আনা হয় যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে অস্থির পরিস্থিতি অথবা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের তরফ থেকে বনধ ডাকা হয়। ঠিক সেই রকমই শুক্রবারে জন্য সিএল-এর নিয়মে বদল আনার ঘোষণা করেছে রাজ্য সরকার।

সরকারি কর্মীদের ছুটি নিয়ে নিয়ম

রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার সমস্ত সরকারি কর্মচারীদের (Govt Employees) অফিসে উপস্থিত থাকতে হবে। এমনকি এই দিনটিতে সিএল নিয়ে বাড়িতে থেকে ছুটি কাটানো যাবে না। যদি কেউ উপস্থিত না হন তাহলে তার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। উপস্থিত না থাকলে তার উপযুক্ত কারণও দেখাতে হবে।

Dearness Allowance (মহার্ঘ ভাতা বৃদ্ধি)

CL নিলে বেতন কাটা যাবে?

উপযুক্ত কারণ না দেখাতে পারলে শোকজ আর শোকজের জবাব যদি না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের নোটিশ জারি করা হবে। এমন কড়া বিজ্ঞপ্তি জারি করা হলেও অবশ্য রাজ্য সরকার কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে। যেমন হাসপাতালে ভর্তি থাকা থেকে শুরু করে কোন সরকারি কর্মচারীর (Govt Employees) পরিবারের শোকের বাতাবরণ হলে তিনি ছাড় পাবেন।

বিদ্যুতের বিল নিয়ে গরীব মধ্যবিত্তের চিন্তা শেষ! বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার

এছাড়াও যে সকল সরকারি কর্মচারীরা (Govt Employees) ১৪ আগস্টের আগে শুক্রবার ছুটির জন্য আবেদন করে রেখেছেন তারা এই নিয়মের আওতার বাইরে পড়বেন। মনে রাখতে হবে, সিএল এর নিয়মে এমন বদল কেবল মাত্র শুক্রবারের জন্যই বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অন্যান্য দিন গুলিতে সিএল এর নিয়মে বদলের কথা এখনো জানানো হয়নি কিছু।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *