টেট

Primary TET: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নোটিশ প্রকাশ করলো পর্ষদ! উত্তীর্ণরা আজই জানুন

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary TET Recruitment) নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল সপ্তাহের শুরুতেই। ইতিমধ্যেই আমরা জানি যে এই শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে শুরু করে সুপ্রিম কোর্ট (Supreme Court of India) পর্যন্ত মামলা চলছে। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোন ধরণের সুরাহা মেলেনি এবং হাজার হাজার শিক্ষকের চাকরি ঝুলে রয়েছে (WBBPE).

West Bengal Primary TET Counselling Update.

প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education). তৃতীয় পর্যায়ের কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছে চাকরিপ্রার্থীদের। আর কয়েক দিন পরই তৃতীয় পর্যায়ের কাউন্সিলিং হবে (Primary TET). সেই সময় কি কি নথি নিয়ে যেতে হবে, কোথায় যেতে হবে সেই সব নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হবু শিক্ষকদের ওই দিন নির্দিষ্ট সময়ে প্রার্থীদের কাউন্সিলিং হলে পৌছোতে হবে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিশে কি বলা হয়েছে?

প্রাথমিক শিক্ষক পর্ষদ নোটিশে (Primary TET Notice) জানিয়েছেন, এতোদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে যে তৃতীয় পর্বের রাজ্য ব্যাপী মেধা তালিকার অধিনে প্রার্থীদের রাজ্য স্তরের কাউন্সিলিং বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এই প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং অনুসারে প্রস্তুত প্রাসঙ্গিক জেলা ভিত্তিক প্যানেলে (TET Panel) তালিকা ভুক্ত করা হয়নি।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 21শে অগাস্ট 2024 এবং 22শে অগাস্ট 2024 দুপুর 12 টা থেকে বোর্ডের অফিসে প্রাথমিক শিক্ষা, “আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন” DK-7/1, Sector -।।, কলকাতা 700091 বিধাননগরে এই প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করবে। যে সকল প্রার্থীদের কাউন্সিলিং এর এই পর্যায়ে ডাকা হয়নি তাদের পরের বিজ্ঞপ্তির (Primary TET Notification) জন্য অপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে।

Documents for Attend Primary TET Counselling

1) Primary TET Admit Card.
2) TET যোগ্যতার ডাউনলোড করা নথি।
3) বয়সের প্রমান হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট।
4) বোর্ড কতৃক জারি করা মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কসীট বা সার্টিফিকেট।

DA Hike News (বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা)

5) উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষার মার্কসীট বা সার্টিফিকেট।
6) D.El.Ed দুই বছরের মার্কসীট এবং সার্টিফিকেট।
7) স্নাতকের সার্টিফিকেট এবং মার্কসীট।
8) জাতিগত শংসাপত্র (Caste Certificate).

SBI-PNB ব্যাঙ্কে সব লেনদেন বন্ধ! এখন গ্রাহকরা কি করবে?

9) PH সার্টিফিকেট, সরকার অনুযায়ি নিয়ম যেখানে প্রযোজ্য।
10) ভোটার কার্ড বা আধার কার্ড। এই পর্বে কাউন্সিলিং এর জন্যে ডাকা প্রার্থীদের তালিকা তাদের নিজ নিজ সময়সূচি অনুযায়ি হাজিরা হতে হবে। আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য জেনে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *