Electricity Bill: ইলেকট্রিক বিল বাড়তে চলেছে! সাধারণ মানুষের সমস্যার শেষ নেই
এবার এসে গিয়েছে বিদ্যুতের বিল সংক্রান্ত নয়া নিয়ম (Electricity Bill New Rules). আর এই নিয়মের জেরে ফের একবার বিপাকে পড়তে চলেছেন সাধারণ মানুষ। বাড়তে চলেছে ইলেকট্রিক বিল (Electric Bill). বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন প্রায় অচল বলা যায়। ফ্যান, লাইট, ফ্রিজ থেকে শুরু করে টিভি—সবই চলে বিদ্যুৎ দিয়ে। কিন্তু এবার বিদ্যুৎ বণ্টন নিয়ে সরকারের নতুন আইন সাধারণ মানুষের জীবনে আঘাত হানতে চলেছে (Current Bill).
Electricity Bill Hike Very Soon in This State
বিদ্যুতের ব্যবহার বাড়ার সাথে সাথে ইলেকট্রিক বিলও বেড়ে চলেছে আর এবার নতুন নিয়মে সেই বিল আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। খবর অনুযায়ী, বিদ্যুৎ বণ্টনের জন্য সরকার একটি নতুন আইন আনতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই আইন আসলে বিদ্যুতের দাম (Electricity Bill) বাড়ানোর এক সুপরিকল্পিত উদ্যোগ। আইনটি কার্যকর হলে, ইলেকট্রিক বিল বাড়তে পারে এবং অনেকের কাছে বিদ্যুৎ ব্যবহার কঠিন হয়ে উঠতে পারে।
ইলেকট্রিক বিল বাড়তে চলেছে!
এই নতুন নিয়ম ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং তীব্র বিরোধিতার মুখে পড়েছে সরকার। তবে, এটি পশ্চিমবঙ্গের সরকারের উদ্যোগ নয়। এটি ঘটতে চলেছে উত্তরপ্রদেশে (Government of Uttar Pradesh) উত্তরপ্রদেশ রাজ্য বিদ্যুৎ গ্রাহক পরিষদ প্রস্তাবিত আইনের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। তাদের মতে, এই নতুন নিয়মের মাধ্যমে বিদ্যুতের দাম (Electricity Bill) বাড়ানোর ষড়যন্ত্র করছে সরকার।
জনসাধারণের চিন্তা বেড়ে গেল
ইতিমধ্যেই গণ শুনানিতে তুমুল বিরোধিতা দেখা গিয়েছে, যেখানে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনও হাজির ছিল। এই আইন কার্যকর হলে বিদ্যুতের দাম (Electricity Bill) আকাশ ছোঁয়া হতে পারে বলে আশঙ্কা। বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৪.৪১ লক্ষ মেগাওয়াট, কিন্তু চাহিদা মাত্র ২.২৭ লক্ষ মেগাওয়াট। এই পরিস্থিতিতে, সরকার একটি নতুন পরিকল্পনা করছে যা মূলত বেসরকারি সংস্থা গুলিকে সুবিধা প্রদান করবে।
কিন্তু প্রশ্ন উঠছে, এই আইনের মাধ্যমে কি সত্যিই বিদ্যুতের ব্যবস্থাপনা হবে, নাকি এটি সাধারণ মানুষের পকেটে বোঝা হয়ে দাঁড়াবে? মূলত নতুন আইনের অধীনে গ্রাহকদের বিদ্যুৎ চাহিদা মূল্যায়ন করতে হবে কমপক্ষে ১ বছর আগে, এবং বিদ্যুৎ কেনার জন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গুলির সঙ্গে চুক্তি করতে হবে। যদি চাহিদা পূর্বাভাস অনুযায়ী না বাড়ে, তাহলে পূর্ব নির্ধারিত হারে বিদ্যুৎ কিনতে হবে, যার ফলে গ্রাহকদের বিদ্যুৎ বিল (Electricity Bill) আরও বাড়বে।
LPG গ্যাস থেকে আধার ও ব্যাঙ্ক, ১লা সেপ্টেম্বর থেকে চিরতরে বদলে যাবে এই নিয়ম
এই নতুন নিয়মের ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ বহু গুণে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে, উত্তরপ্রদেশ সরকারের নতুন নিয়ম নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত, কারণ এটি তাদের দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলতে পারে। এখন দেখার বিষয়, এই নতুন নিয়মের প্রভাব ইলেকট্রিক বিলের (Electricity Bill) কতটা পড়ে এবং সরকার এই ব্যাপারে কী পদক্ষেপ নেয়। নাকি সাধারণ মানুষের আপত্তির কথা ভেবে এই নতুন নিয়ম কার্যকর করা হয় না, সেটিই দেখার।
Written by Sampriti Bose.