ট্রেন্ডিং

Local Train – রাজ্যের লোকাল ট্রেনে চালু হচ্ছে AC কামরা। আর গরমে ভিজবেন না, ভিড় হবেও না।

লোকাল ট্রেন (Local Train) হল সকল গরিব ও মধ্যবিত্ত নাগরিকদের লাইফলাইন। মানে আসান শব্দে এর অর্থ হল এই ট্রেন যদি এক মিনিটের জন্য না চলে তাহলে রাজ্যের বা দেশের সকল মানুষের কামকাজ একেবারে থমকে যাবে। এই বিষয়টা আমরা সকলে করোনার সময় খুবই ভালোভাবে বুঝতে পেরেছিলাম, আর এবারে এই লোকাল ট্রেন নিয়ে এক ভালো খবর জানতে পাওয়া যাচ্ছে ভারতীয় রেলের (Indian Railway) তরফে। গরমের দাপটে নাজেহাল মানুষ জন। দিন দিন যেন গরম বেড়েই যাচ্চে।

AC Local Train Started In Sealdah.

বাসে, ট্রামে,ট্রেনে চরে অফিস স্কুল, কলেজে যেতে গেলে গরমে ঘামে ভিজে ওঠার জোগার হয় পারলে। তাই এবার সাধারন মানুষদের সুবিধার কথা মাথায় রেখেই রেল কর্তৃপক্ষ এবার মুম্বাই এর ট্রেনের আদলে পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশন (Sealdah Divison) লোকাল ট্রেন প্রস্তুত করতে চলেছে। লোকাল ট্রেনে (Local Train) প্রথম শ্রেণির কামরা চালু করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।

এতে প্রথম ধাপ হিসেবে মহিলা যাত্রীদের ট্রেন মাতৃভূমি লোকাকে বেছে নেওয়া হয়েছে। ওই ট্রেনে এই বিশেষ ব্যবস্থার পরীক্ষামূলক ট্রায়াল হবে। পুজোর আগেই মাতৃভূমি লোকাল (Matribhumi Local Train) এর 2 তো কামড়াকে প্রথম শ্রেণীর কামড়ায় পরিণত করা হবে বলে সূত্রের থেকে জানা যাচ্চে। রেল সূত্রে আরও জানা গেছে যে, প্রথম শ্রেণির কামরায় সাধারণ আসনের পরিবর্তে নরম আসন থাকবে।

Gold Rate Today (আজকে পশ্চিমবঙ্গে সোনার দাম)

বর্তমানে, শিয়ালদহ শাখায় ছ’জোড়া মাতৃভূমি লোকাল (Local Train) আছে। তার মধ্যে যে কোনও একটি রুট বেছে নিয়ে ওই পরিষেবা ট্রায়াল করা হবে। রেলের তরফ থেকে জানা যাচ্চে যে, কিছুটা বাড়তি ভাড়ায় যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতেই এই নতুন প্রচেষ্টা। ট্রায়ালে সাফল্য পেলে ধীরে ধীরে অন্য রুটগুলিতেও এই কাজ শুরু করা হবে।

Holiday List – ফের ছুটি ঘোষণা। শিক্ষক, ছাত্র, সরকারি কর্মী সকলে ছুটি পাবে, পুরো তালিকা দেখুন।

আগের বছর, যাত্রী সুবিধার কথা ভেবে শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে রেল বোর্ডের কাছে AC ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল । রেল এখনও সেই প্রস্তাব বিবেচনায় রেখেছে। তবে এই AC ট্রেন চালু (AC Local Train) হলে সাধারণ মানুষদের অনেকটা সুবিধা হয়। গরমে ঘামে প্যাচ্প্যাচে হয়ে আর অফিস, স্কুল কলেজ যেতে হবে না সাধারণ মানুষদের। আর পুজোর আগেই যদি ট্রায়ালের কাজ শুরু হয় তাহলে পুজোতে একটু আরাম করেই ঘুরতে পারবে সাধারন মানুষ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মাথায় হাত। পুজোর আগে কড়া নির্দেশ রাজ্য সরকারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *