মাধ্যমিক পাশ যোগ্যতায় কল্যাণী এইমস-এ বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর। কল্যাণী এইমসের তরফে গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং সোশ্যাল ওয়ার্কার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যেকোনো চাকরিপ্রার্থীই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আর সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা শূন্য পদগুলিতে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে কোনো অফিসে যেতে হবে না কিংবা আবেদনপত্র জমা দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়ানোর কোনোরকম প্রয়োজন হবে না, আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজের মোবাইলের মারফত আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে কোন কোন ক্ষেত্রে শূন্যপদ রয়েছে অথবা কতোগুলি শূন্যপদ রয়েছে, আবেদনের প্রক্রিয়া কি, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি সহ অন্যান্য তথ্যগুলি।
(ক) পদের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদের সংখ্যা:- ১ টি
আবশ্যিক যোগ্যতা:-
(১) এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(২) আবেদনকারীর প্রতি ঘন্টায় ৪ হাজার শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে।
(৩) এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর থেকে শুরু করে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও রাজ্য সরকারের নিয়ম অনুসারে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবে। ওবিসি সম্প্রদায়ভূক্ত প্রার্থীরা বয়েসের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবে।
বেতন:- এক্ষেত্রে কর্মরত কর্মীকে ২৪ হাজার ৮০০ টাকা বেতন দেওয়া হবে।
(খ) পদের নাম:- সোশ্যাল ওয়ার্কার
শূন্যপদের সংখ্যা:- ১ টি
আবশ্যিক যোগ্যতা:-
(১) এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(২) আবেদনকারী প্রার্থীর সোশ্যাল ওয়ার্কার হিসেবে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(৩) এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে শুরু করে ৩৫ বছর পর্যন্ত হতে হবে। রাজ্য সরকারের নিয়ম অনুসারে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবে। এর পাশাপাশি ওবিসি জাতিভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবে।
বেতন:- এই পদে কর্মরত কর্মীকে ২৪ হাজার ৮০০ টাকা করে বেতন দেওয়া হবে।
১২ই ডিসেম্বরের মধ্যে এই কাজটি না করলে বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
(গ) পদের নাম:- জুনিয়র ওয়ার্ডেন
শূন্যপদের সংখ্যা:- ৬ টি
আবশ্যিক যোগ্যতা:-
(১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তরে বা সমতুল্য যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(২) আবেদনের ক্ষেত্রে জুনিয়র ওয়ার্ডেন হিসেবে আবেদনকারীর ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(৩) এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩০ বছর থেকে শুরু করে ৪৫ বছরের মধ্যে হতে হবে। রাজ্য সরকারের নিয়ম অনুসারে এই শূন্যপদগুলোতে আবেদনের ক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা তিন বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন:- এই পদে কর্মরত কর্মীকে ২৩,১০০ টাকা করে বেতন দেওয়া হবে।
(ঘ) পদের নাম:- প্রজেকশনিস্ট জুনিয়ার
আবশ্যিক যোগ্যতা:-
(১) পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্বীকৃত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(২) যেকোনো প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিনেমাটোগ্রাফির সার্টিফিকেট থাকতে হবে।
(৩) সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(৪) আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে স্বীকৃত নিয়ম অনুসারে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবেন এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন।
বেতন:- এই পদে কর্মরত প্রার্থীকে ২৬ হাজার ১০০ টাকা বেতন প্রদান করা হবে।
(ঙ) পদের নাম:- আইটি টেকনিশিয়ান
আবশ্যিক যোগ্যতা:-
(১) আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে বি.ই কিংবা বি. টেক অথবা বি. এসসি বা বি. সি. এ তে উত্তীর্ণ হতে হবে। এছাড়া আইটি-তে ডিপ্লোমা কিংবা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ উত্তীর্ণ হতে হবে।
(২) উক্ত ক্ষেত্রে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(৩) আমি সরকারি প্রার্থীর বয়স ১৮ থেকে শুরু করে ৩০ এর মধ্যে হতে হবে। এক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীরা বয়সে রাজ্য সরকার অনুমোদিত ৫ বছরের ছাড় পাবে। ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে।
বেতন:- উক্ত পদে কর্মরত কর্মী ২৬ হাজার ১০০ টাকা বেতন পাবেন।
(চ) পদের নাম:- আইটি প্রোগ্রামার
আবশ্যিক যোগ্যতা:-
(১) এই শূন্য পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এর ক্ষেত্রে বি.ই কিংবা বি. টেক অথবা এম. সি. এ-তে উত্তীর্ণ হতে হবে কিংবা ফিজিক্স, অঙ্ক, স্ট্যাটিসটিকস, অপারেশন রিসার্চ অথবা ইলেকট্রনিক্সে গ্রাজুয়েশন সম্পন্ন করতে হবে। এছাড়াও যেসমস্ত প্রার্থীরা কম্পিউটার সায়েন্সে অথবা আইটি ক্ষেত্রে এম. এসসি সম্পন্ন করেছেন তারাও এই পদগুলিতে আবেদনের যোগ্য।
(২) আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার সায়েন্সে পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে অথবা সফটওয়্যার ডেভেলপমেন্টে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(৩) এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীরা পাঁচ বছরের এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত প্রার্থীরা তিন বছরের ছাড় পাবে।
• আবেদনের প্রক্রিয়া:-
(১) উপরোক্ত শূন্য পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.becil.com/ -এর মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
(২) এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে Career লেখা অপশনটিতে ক্লিক করতে হবে এবং বিজ্ঞপ্তি নম্বর সিলেক্ট করতে হবে।
(৩) তারপর আপনাকে প্রার্থীর বেসিক ডিটেইলস পূরণ করতে হবে। এরপর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য এবং কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতা সংক্রান্ত সমস্ত তথ্য পূরণ করতে হবে।
(৪) এরপর আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপনাকে আপলোড করতে হবে।
(৫) সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা সম্পন্ন হলে এবং আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করা হলে আপনার সামনে প্রিভিউ অপশন আসবে যার মাধ্যমে আপনি ফর্মটি দেখতে পারবেন।
(৬) এরপর নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআই-এর মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে।
(৭) সবশেষে আপনার সমস্ত ডকুমেন্টসগুলি স্ক্যান করে আবেদনপত্রের শেষে থাকা ইমেইল অ্যাড্রেসে ইমেইল করতে হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর ফটো।
২. আবেদনকারীর সাক্ষর।
৩. বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস টেনের সার্টিফিকেট।
৪. জাতিগত শংসাপত্র।
অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি:-
১. জেনারেল প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ৮৮৫ টাকা দিতে হবে। যেকোনো অ্যাডিশনাল পোষ্টে আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ৫৯০ টাকা করে দিতে হবে। একইভাবে ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ৮৮৫ টাকা দিতে হবে। যেকোনো অ্যাডিশনাল পোষ্টে আবেদনের জন্য অতিরিক্ত ৫৯০ টাকা করে দিতে হবে। এক্স সার্ভিস ম্যান এবং মহিলাদের ক্ষেত্রেও এই একইভাবে ৮৮৫ টাকা ফি জমা দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
২. তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের খবর রেখেছে ৫৩১ টাকা করে দিতে হবে। যেকোনো অ্যাডিশনাল পোস্টে আবেদনের ক্ষেত্রে ৩৫৪ টাকা করে চার্জ করা হবে। শারীরিকভাবে প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য।
আবেদনের শেষ তারিখ:-
বর্তমানে এই শূন্যপদগুলিতে আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে। চলতি মাসের শেষে অর্থাৎ ৩০শে নভেম্বর তারিখ পর্যন্ত এই শূন্যপদগুলিতে আবেদনের প্রক্রিয়া বহাল থাকবে।
অফিসিয়াল নোটিফিকেশন:- Link