টেক নিউজ

এক চার্জারেই চার্জ হবে সমস্ত ফোন, কেন্দ্রীয় সরকারের বড়ো আপডেট

দীর্ঘযাত্রার ক্ষেত্রে হোক কিংবা নিত্যদিনের কাজের ক্ষেত্রে অধিকাংশ মানুষই ফোন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আর এই সমস্যাগুলির মধ্যে অন্যতম সমস্যা হলো চার্জার সংকট। কখনও যদি আপনি যেকোনো জায়গায় ফোনের চার্জার নিয়ে যেতে ভুলে যান তাহলে তো দুর্গতির অন্ত নেই। কারণ যেকোনো ব্যক্তির কাছে চেয়ে স্বল্প সময়ের জন্য চার্জার পাওয়া গেলেও অধিকাংশ ক্ষেত্রেই চার্জারের টাইপ ম্যাচ না করার জন্য চার্জ করা সম্ভব হয়না। আর তাই এবারে জনসাধারণকে এই বিপদ থেকে উদ্ধার করতে কেন্দ্রীয় সরকারের তরফে এক নতুন নিয়ম কার্যকরী করা হতে চলেছে। এবার থেকে আলাদা আলাদা ডিভাইসের আলাদা আলাদা চার্জার নয়, একই চার্জারের মাধ্যমে প্রত্যেকটি ডিভাইস চার্জ করা সম্ভব হবে; এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

বিগত বুধবার কেন্দ্রীয় উপভোক্তা সচিব রোহিত কুমার সিং এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের একটি আন্তঃমন্ত্রক টাস্ক ফোর্সের বৈঠকে ভারতের সমস্ত স্মার্ট ডিভাইসে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি এও জানানো হয়েছে যে, বিশেষজ্ঞরা আপাতত দুটি জাতীয় চার্জার নির্ধারণ করার বিষয়ে আলোচনা করছেন। আগামীদিনে বিশেষজ্ঞরা দুটি জাতীয় চার্জার নিয়ে নিয়ম লাগু করতে উদ্যোগী। বিশেষজ্ঞদের তরফে ভারতের সমস্ত কমপ্যাটিবল ডিভাইসের জন্য টাইপ সি চার্জার এবং স্বল্প মূল্যের কমদামী ফিচার ফোনের জন্য একটি ‘স্ট্যান্ডার্ড’ চার্জার রাখার নিয়ম কার্যকরী করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামীদিনে সমগ্র ভারতজুড়ে নাগরিকদের সুবিধার্থে ইউনিভার্সাল কমন চার্জারের নিয়ম কার্যকরী করতে উদ্যোগী ভারতের কেন্দ্রীয় সরকার।

এদিন কেন্দ্রীয় উপভোক্তা সচিব সংবাদমাধ্যমগুলিকে আরও জানিয়েছেন যে, ইতিমধ্যেই স্মার্টফোন, ট্যাব এবং ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলির জন্য টাইপ সি চার্জার পোর্ট ব্যবহারের সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এর পাশাপাশি, এদিনের বৈঠকে ফিচার ফোনের জন্য একটি আলাদা চার্জিং পোর্ট কার্যকরী করার জন্য নিয়ম লাগু করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, স্মার্ট ঘড়ির মতো ডিভাইসগুলোর ক্ষেত্রে একটি কমন চার্জার কার্যকরী করা যায় কিনা তা নিয়েও কেন্দ্রের তরফে ভাবনা চিন্তা করা হচ্ছে। বিভিন্ন দিকগুলি নজরে রেখে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সাব-গ্রুপ গঠন করা হয়েছে।

বুধবারের এই বৈঠকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরের প্রতিনিধি সহ মহারাজা অগ্রসেন ইনস্টিটিউট অফ টেকনোলজি, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অজয় গর্গ এবিষয়ে জানিয়েছেন যে, বিশ্বের বিভিন্ন উন্নত অর্থনীতির দেশগুলিতে এরূপ কমন চার্জারের নিয়ম কার্যকরী করা হয়েছে। আর বিশ্বের এই সমস্ত দেশগুলিতে ইউএসবি টাইপ সি চার্জার গৃহীত হওয়ায় ভারতের তরফেও এই চার্জারটিকেই কমন চার্জার হিসেবে ঘোষণা করা হবে। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, বর্তমানে ভারত টেকনিক্যাল দিক থেকে খুব দ্রুত গতিতে এগোচ্ছে, যার কারণে কোনো জিনিসই বেশিদিন ট্রেন্ডিং এ থাকছে না। আর তাই কেন্দ্রীয় সরকারের তরফে দুই ধরনের চার্জার কার্যকরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী এবিষয়ে পরামর্শ নেওয়ার জন্য মোবাইল নির্মাতা কোম্পানিগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন দেশের নাগরিকদের লাভ হবে, অন্যদিকে তেমনই ফোন কোম্পানিগুলোকে আর আলাদাভাবে চার্জার প্রদান করতে হবেনা, ফলে আগামীদিনে ফোনের দামও কমবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ নাগরিকরা পুরনো চার্জারগুলি ব্যবহারের সুযোগ পাবেন, ফলত ভারতের আবর্জনার পরিমাণও কমবে। কেন্দ্রীয় সরকারের এই পরিবেশবান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের সমস্ত স্তরের নাগরিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *