চাকরি

ইন্টারভিউয়ের মাধ্যমে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ।

সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতির কারণে সরকারি এবং বেসরকারি উভয়ক্ষেত্রের চাকরিতেও প্রভাব পড়েছে। আর এমতাবস্থায় চাকরিপ্রার্থীদের জন্য রীতিমতো খুশির খবর নিয়ে হাজির হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্য সরকারের অধীনস্থ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-এর মাধ্যমে আনন্দধারা প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরই বিজ্ঞপ্তিটি ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে নানাবিধ প্রশ্ন উঠেছে। ফলত আজকের এই পোস্টে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।

চলুন তবে এই শূন্যপদগুলি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
(ক) পদের নাম:- ট্রেনিং রিসোর্সেস পার্সন।
আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা:-
১. উপরোক্ত শূন্যপদগুলির অধীনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে।

২. এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের বাংলা এবং ইংরেজি পড়ার ও লেখার দক্ষতা থাকা আবশ্যক।

৩. আবেদনকারী চাকরিপ্রার্থীদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং ইন্টারনেট সাফলিং সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

৪. রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ট্রেনিং এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

৫. আনন্দধারার অধীনে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে রিসোর্সেস পার্সন বা রিটায়ার্ড কর্মকর্তারাও আবেদন জানাতে পারবেন।

ডাউনলোড করুন নিজের ডিজিটাল ভোটার কার্ড! জানুন পদ্ধতি

• এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাবেন কিভাবে?
উপরোক্ত শূন্যপদগুলির অধীনে আবেদন জানানোর ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আলাদা করে কোনোরকম আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। এক্ষেত্রে ইচ্ছুক ব্যক্তিদের প্রয়োজনীয় নথি সহকারে সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নির্বাচন করে নেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য চাকরিপ্রার্থীদের ১লা ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে দুপুর ৩ টের মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

• ইন্টারভিউয়ের স্থান:-
Chamber of the ADMD & PD DRDC, DMMU, Civil
Defence Building,2nd floor, Asansol, Paschim,
Bardhaman

• ইন্টারভিউ এর ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট এবং সার্টিফিকেটগুলি প্রতিলিপি।
২. পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৩. আবেদনকারী চাকরিপ্রার্থীর একটি পাসপোর্ট সাইজের ছবি। এক্ষেত্রে ছবির উপর চাকরিপ্রার্থীকে স্বাক্ষর করতে হবে।
৪. চাকরিপ্রার্থী কেন উক্ত পদে কাজ করতে ইচ্ছুক তা জানিয়ে লেখা একটি চিঠি।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *