গুরুত্বপূর্ণ খবর

APAAR ID – আপার কার্ড বাধ্যতামূলক হল আধার কার্ডের বদলে, নইলে একাধিক সরকারি ও বেসরকারি সুবিধা পাবেন না।

আধার কার্ড সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু এবারে APAAR ID বা আপার কার্ড নামে এক নতুন পরিচয়পত্র সরকারের তরফে জারি করা হল। এবারে এই নতুন সরকারি নথিপত্র আমাদের কি কি কাজে লাগবে বা যদি এই নথি আমাদের কাছে না থাকে তাহলেই বা আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সেই সম্পর্কে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল। ভারত সরকার এর “এক দেশ এক পরিচিতির” অধিনে প্রধান কার্ড হলো আধার কার্ড।

APAAR ID Benefits Details In India.

এই কার্ড করা বাধ্যতামুলক করে দিয়েছে ভারত সরকার। এবার এই আধার কার্ড এর মতই আর একটি কার্ড চালু করল মোদি সরকার। তা হলো আপার কার্ড (APAAR ID). এই কার্ড সবাইকে করতে হবে নাহলে অনেক সুবিধা পাবেন না। যে কোনো জায়গাতেই আপনি যাবেন সেখানেই আধার কার্ড লাগে। শিক্ষা, চাকরি, স্কীম সব জায়গায়। এবার আধার কার্ড (Aadhaar Card) এর মতই আর একটি নতুন কার্ড “আপার কার্ড” এনেছে কেন্দ্র সরকার।

সরকার সূত্রে জানা গেছে, আগামী দিনে এই আপার কার্ডও (APAAR ID) বাধ্যতামুলক করবে সরকার। এই আপার কার্ড করলে পাবেন অনেক সুবিধা। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কেন কেন্দ্র সরকার এই কার্ড চালু করল? কী কী সুবিধা পাওয়া যাবে? আর এই কার্ড কাদের জন্য? এইসব আপনারা আগের থেকেই জেনে নিন সময় থাকতে থাকতে।

ভারত সরকারের “এক দেশ এক পরিচিতির অধিনে ” আধার কার্ড রয়েছে তার ফলে আপনি দেশের যেই প্রান্তেই থাকুন না কেনো আপনি আধার কার্ড এর মাধ্যমে সুবিধা নিতে পারবেন। এবার রেশন কার্ডও “এক দেশ এক পরিচিতির” অধিনে আনা হয়েছে। এতে অল্নি দেশের যেখানেই থাকুন না কেনো সেখান থেকেই আপনার প্রাপ্য রেশন আপনি তুলতে পারবেন। ঠিক এইভাবেই এক দেশ এক পরিচিতি এর অধীনে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিল আরো একটি কার্ড তৈরি করার, এই কার্ডের নাম APAAR ID.

এই কার্ড এর পুরো নাম Automated Permanent Academic Account Registration. কেন্দ্র জানিয়েছে সবাই কে এই কার্ড করতে হবে না বিশেষ কিছু মানুষকে এই কার্ড করতে হবে। শিক্ষার্থী দের এই কার্ড করতে হবে। এই কার্ডটি তাদের জন্যে। আধার কার্ড যেমন আমাদেরকে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় তেমনভাবেই এই আপার কার্ড (APAAR ID) শিক্ষার্থীদের পড়ুয়া হিসেবে স্বীকৃতি দেবে।

আধার কার্ডের মতোই এখানে একটি ইউনিক আইডেন্টিটি নম্বর দেওয়া হবে প্রত্যেক কার্ডধারী শিক্ষার্থীকে। ছাত্র-ছাত্রীরা স্কুল শিক্ষা শুরু করার সময় থেকেই এই কার্ড চালু করা হবে। তারা যতদিন পর্যন্ত পড়াশোনা করবে ততদিন এই কার্ডই (APAAR ID) তার পড়াশোনার প্রমাণ হিসেবে কাজ করবে। উচ্চ থেকে উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও আবশ্যিক করা হবে এই কার্ড।

প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুল গুলোতে ইতিমধ্যেই আপার কার্ড (APAAR ID) নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে অতি দ্রুত শিক্ষার্থীদের জন্য চালু করা হবে নতুন এই কার্ড এবং তারপর থেকে সকলকে নাম নথিভুক্ত করাতে হবে এর অধীনে। আপার কার্ড (APAAR ID) এর সুবিধা, এই কার্ডের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক কোয়ালিফিকেশন এবং পড়াশোনা সম্পর্কিত অন্যান্য সমস্ত তথ্যের সংগ্রহ থাকবে সরকারের কাছে।

Holiday List (পশ্চিমবঙ্গে ছুটির তালিকা)

ভবিষ্যতে চাকরি হোক বা কোনো রকম সরকারি সুবিধা সবেতেই এই তথ্য কাজে আসবে। ছাত্র ছাত্রীদের সব ধরনের বিভিন্ন ব্যক্তিগত তথ্য যেমন বয়স, ওজন, উচ্চতা, রক্তের গ্রুপ ইত্যাদি যাবতীয় জিনিসের রেকর্ড রাখা হবে এই কার্ডে (APAAR ID). আধার কার্ড থেকে সরাসরি ভাবে ট্রান্সফার করে নেওয়া হবে এই সমস্ত ডাটা। যা ভবিষ্যতে অনেক কাজে সাহায্য করবে।

Old Coin Sell – 2 টাকার এই কয়েন থাকলে আপনি হবেন লাখপতি, এই জায়গায় বিক্রি করুন।

এই কার্ডের (APAAR ID) ফলে বিশেষত পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সরকারি সুবিধা পাওয়া যাবে। কোন শিক্ষার্থী কোন স্কিমের সুবিধা পাচ্ছে অথবা কারা বঞ্চিত হচ্ছে সেই সমস্ত রেকর্ড থাকবে কেন্দ্রীয় সরকারের কাছে। ফলে পড়ুয়াদের জন্য সরকার চালু করা বিভিন্ন স্কিম এবং স্কলারশিপ গুলির সুবিধা পাওয়া আরো সহজ হবে।
Written by Ananya Chakraborty.

Government Jobs – শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগ। দ্রুত চাকরি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *