আবেদন করুন বিদ্যাসারথি স্কলারশিপে এবং পেয়ে যান সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের পরীক্ষা সম্পন্ন হয়েছে, এমনকী ফলাফল পর্যন্ত প্রকাশ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের ফলাফল প্রকাশের পাশাপাশি বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়াও কার্যকরী করা হয়েছে। আর এই স্কলারশিপগুলির মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কার্যকরী স্কলারশিপগুলির পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের জন্য তরফে রাজ্যের তথা দেশের পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তার জন্য কার্যকরী স্কলারশিপগুলিও। আর আজ আমরা এমন একটি স্কলারশিপ সম্পর্কিত তথ্য নিয়ে হাজির হয়েছি যাতে আপনারা পেয়ে যেতে পারবেন ৪০,০০০ টাকা পর্যন্ত।
এই স্কলারশিপটি বিদ্যাসারথি স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপটির অধীনে পঞ্চম শ্রেণি থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত আর্থিকভাবে দুর্বল এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদান করা হয়ে থাকে। ছাত্র-ছাত্রীরা যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে এবং নিজের ভবিষ্যৎ গঠন করতে পারে তার জন্য এই স্কলারশিপটি চালু করা হয়েছে। বর্তমানে স্কলারশিপের অধীনে অনুদান পাওয়ার জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে। তবে অধিকাংশ ছাত্র-ছাত্রীই এখনও পর্যন্ত জানেন না এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা কি কি, কিভাবে আবেদন করতে হয় অথবা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি কি কি। আর আজ আমরা ছাত্রছাত্রীদের এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি।
চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক বিদ্যাসারথি স্কলারশিপের অধীনে ছাত্র-ছাত্রীদের কতো টাকা করে অনুদান প্রদান করা হয়ে থাকে?
১. পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ৫০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়ে থাকে।
২. নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে।
৩. উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা চলাকালীন ছাত্র-ছাত্রীদের ১৫ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে।
৪. এই স্কলারশিপের অধীনে স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের ৩০ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে।
৫. বিদ্যাসারথি স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের ৪০ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে।
এই স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা কি কি?
১. পঞ্চম শ্রেণি থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের অধীনে অনুদানের জন্য আবেদনের যোগ্য। এমনকী ITI, ডিপ্লোমা, পলিটেকনিক, BE, B.Tech সহ যেকোন কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের অধীনে অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
২. ছাত্র অথবা ছাত্রীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
৩. আবেদনকারী ছাত্র-ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ৩ লক্ষ টাকা কিংবা তার চেয়ে কম হতে হবে।
৪. যেকোনো আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের ক্ষেত্রে যেসকল ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেয়েছেন তারা এই স্কলারশিপে আবেদনের যোগ্য। এর পাশাপাশি BE, B.Tech এবং ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রছাত্রীরা ৫০ শতাংশ নম্বর পেলে তবেই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তবে ITI এ পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মাত্র ৩৫ শতাংশ নম্বর হলেই তারা এই স্কলারশিপের অধীনে আবেদন করতে পারবেন।
৫. যেসমস্ত ব্যক্তিরা ACC তে কর্মরত তাদের সন্তানরা এই স্কলারশিপের অধীনে আবেদন করতে পারবেন না।
আবেদনের প্রক্রিয়া:-
এখন ছাত্র-ছাত্রীরা চাইলে বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকে এই স্কলারশিপের অধীনে অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এমনকী এই স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্য সম্পন্ন করতে পারেন।
১. এর জন্য প্রথমেই একজন ছাত্র অথবা ছাত্রীকে বিদ্যাসারথি স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/ -এ যেতে হবে।
২. এরপর হোমপেজে থাকা মেনু বারে ক্লিক করলে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন, যার মধ্যে থেকে আপনাকে Sign up অপশনটি বেছে নিতে হবে এবং নিজের আধান নম্বর, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এর মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৩. এরপর সঠিক আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৪. লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় আবেদন পত্রটি আসবে আপনাকে সঠিকভাবেই আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং প্রয়োজন সমস্ত নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
৫. এরপর Submit অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের যেসমস্ত নথি প্রয়োজন হতে চলেছে সেগুলি হলো:-
১. ছাত্র অথবা ছাত্রীর বিগত পরীক্ষার মার্কশিট।
২. বর্তমানে যে শ্রেণীতে বা করছে পাঠরত তাতে ভর্তির রশিদ।
৩. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর আধার কার্ড অথবা প্যান কার্ড।
৪. আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৫. আবেদনকারী শিক্ষার্থীর ব্যাংকের ডিটেইলস।
৬. আবেদনকারী শিক্ষার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আবেদনের সময়সীমা:-
বর্তমানে স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া চলছে। স্কলারশিপটির অধীনে আবেদনের জন্য শেষ তারিখ কবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি।
Please help me