RBI Scheme – বেকার ছেলেমেয়েদের সুখবর। চাকরি না করলেও প্রতিমাসে পাবেন 5000 টাকা।
কোন চাকরি (RBI Scheme) না করেই হতে 5000 টাকা! অবিশ্বাস্য হলেও সত্যি। এইবার মোদি সরকার সেই সব মানুষদের জন্যে প্রকল্প এনেছে যারা সরকরি বেসরকারি কোন চাকরি করেন না। যে সব মানুষ মুদিখানার দোকান চালিয়ে, কৃষিকাজ করে, দিনমজুরি খেটে সংসার চালান তাদের জন্যে এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের নাম হলো অটল পেনশন যোজনা (APY). এই যোজনাতে 60 বছর বয়স হলে আপনি 5000 টাকা করে পেনশন পাবেন।
RBI Scheme Atal Pension Yojana For All Indian People.
কাদের জন্য এই প্রকল্প? এই প্রকল্প (RBI Scheme) মূলত ছোট ব্যবসায়ী, শিল্পী, দিন আনি দিন খাওয়া মানুষ তাঁদের চিন্তা করে 2015 সালে চালু করা হয়। 60 বছর বয়স হয়ে গেলে কী করে সংসার চালাবেন তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় ভোগেন তারা। এই সমস্ত মানুষদের জন্যই কেন্দ্রীয় সরকার এই অটল পেনশন যোজনা চালু করেছে। ফলে ছোট ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, শিল্পী, সাধারণ মানুষের বয়স কালে আয়ের চিন্তা অনেকটাই দূর হয়েছে।
তবে 60 বছর বয়সের পর 5000 টাকা পেতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। এগুলো না মানলে পেনশন পাবেন না। এই প্রকল্পে (RBI Scheme) প্রতিমাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। যত কম বয়সে অর্থ বিনিয়োগ করবেন তত আপনার প্রিমিয়ামের পরিমান কম হবে। এক্ষেত্রে বয়স যত বাড়বে তত প্রিমিয়াম বাড়বে।
ধরুন 35 বছর বয়সে আপনি অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana RBI Scheme) নাম নথিভুক্ত করলেন। সে ক্ষেত্রে পরবর্তী 25 বছর অর্থাৎ নিজের 60 বছর বয়স পর্যন্ত প্রতি 6 মাস অন্তর যদি 5320 টাকা করে বিনিয়োগ করেন তবে 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে 5000 টাকা করে সরকারের থেকে পেনশন পাবেন। আবার ঠিক 18 বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে প্রতি ছয় মাস অন্তর আপনাকে দিতে হবে মাত্র 1239 টাকা।
আপনি যদি 18 বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করেন তবে আপনার মাসিক বিনিয়োগ বা প্রিমিয়ামের পরিমাণ অনেকটাই কম হবে এবং 60 বছর বয়স শেষে মাসে মাসে সর্বোচ্চ 5000 টাকা করে পেতে থাকবেন। তবে চাইলে কম প্রিমিয়াম (RBI Scheme) দিয়ে 60 বছরের পর মাসে 1000, 2000, 3000 বা 4000 টাকা পেনশনের অপশন বেছে নিতে পারেন।
অটল পেনশন যোজনাতে আপনি নমিনি রাখতে পারবেন । তাই কোনও গ্রাহক যদি আকস্মিকভাবে মাঝপথে মারা যান সে ক্ষেত্রে তার নমিনি বিনিয়োগ করা পুরো অর্থ ফেরত পেয়ে যাবেন। এই যোজনায় বিনিয়োগ করা অর্থের উপর আয়কর আইনের 80 C ধারায় কর ছাড় পাওয়া যায়। এই যোজনার প্রিমিয়াম (RBI Scheme) আপনারা প্রতিমাসে বা চাইলে প্রতি 6 মাস অন্তর দিতে পারেন।
টানা 6 মাস প্রিমিয়াম জমা না দিলে আপনার অটল পেনশন যোজনার (RBI Scheme) অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে। আর টানা এক বছর প্রিমিয়াম না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। পেনশন কী করে জমা দেবেন? অটল পেনশন যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে ECS করে প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হবে।
PVC Aadhaar Card – চালু হলো নতুন ধরনের আধার কার্ড। সরকারি নিয়ম মেনে সবাই কিভাবে পাবেন?
আপনি চাইলে 60 বছর বয়স হওয়ার আগে এই প্রকল্প (RBI Scheme) বন্ধ করে দিতে পারেন। তবে সে ক্ষেত্রে শুধুমাত্র বিনিয়োগ করা অর্থ অর্থাৎ প্রিমিয়াম বাবদ যত টাকা জমা দিয়েছেন শুধু সেটুকুই ফেরত পাবেন। অতিরিক্ত কোনও অর্থ পাবেন না সরকার থেকে। অতএব যারা এই প্রকল্পে নাম নথি ভুক্ত করতে চাইছেন তারা কোরে ফেলুন।
JIO Unlimited plan – পুজো উপলক্ষ্যে কম দামে আনলিমিটেড ডেটা ও কলিং ফ্রি। আজই জিও রিচার্জ