Mobile Recharge – পুজোর মাসে রিচার্জ করলেই 5 মাসের ভ্যালিডিটি। এই অফার আর পাবেন না।
দেশের সকল টেলিকম কোম্পানি গুলো নতুন নতুন Mobile Recharge আনার মাধ্যমে নিজেদের গ্রাহকদের এবং অন্য কোম্পানির গ্রাহকদের নিজেদের দিকে টানতে চেষ্টা করে। শুধুমাত্র আজকে যে এই দড়ি টানাটানি শুরু হয়েছে সেটা নয়। আগামী অনেক বছর ধরে এই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যবে থেকে JIO মার্কেটে এসেছে, তখন থেকে এই রেষারেষি আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সকল কিছু মধ্যে শেষমেশ গ্রাহকদেরই ফায়দা হতে চলেছে।
Mobile Recharge Plan With Awesome Benefits.
JIO, Airtel, VI এরা সবাই একে অপরকে জোর টক্কর দিয়ে যাচ্চে। BSNL ও তাদের মধ্যে পিছিয়ে নেই। BSNL এবার তাদের গ্রাহকদের জন্যে নিয়ে এসেছে একটি দারুন প্ল্যান (Mobile Recharge). জিও কে জোরদার টেক্কা দিতে BSNL এই প্ল্যান নিয়ে এসেছে বলে মনে করেছে অনেকে। কী সেই প্ল্যান? কত টাকা খরচ করতে হবে সেই প্ল্যান নিতে? চলুন দেখে নিন।
BSNL এর এই প্ল্যান এ কী কী আছে? গ্রাহকদের কত টাকা খরচ করতে হবে এই প্ল্যানে? BSNL এর নতুন প্রিপেড প্ল্যানটির (Prepaid Mobile Recharge) দাম 397 টাকা। প্ল্যানে ব্যবহারকারীরা এমন অনেক সুবিধা পাচ্ছেন, যা বাকি ব্যবহারকারীদের টেনশন থেকে যায়। অনেকেই আছে যারা সিম অ্যাকটিভ রাখার জন্য রিচার্জ করেন। তারা দীর্ঘ মেয়াদের স্কিম কম টাকায় কিনতে চান।
তাই এবার ঠিক এই রকমই এক প্ল্যান এনেছে BSNL. এই প্ল্যানে 5 মাস অর্থাৎ 150 দিনের বৈধতা থাকবে। এতে ইন্টারনেট ডাটা পাওয়া যাবে না। কিন্তু 5 মাসের জন্য আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। আর সেই সাথে প্রতিদিন 100 টি SMS পাওয়া যাবে। BSNL এর এই প্ল্যানটি (Mobile Recharge Plan) মানুষের মন জয় করে নিয়েছে।
তবে ,আপনি যদি ইন্টারনেট ডেটা চান, তাহলে 2 টাকা অতিরিক্ত দিয়ে পাবেন জিও এর প্ল্যান (JIO Mobile Recharge). এতে 399 টাকায় আপনি 28 দিনের বৈধতা পাবেন। এতে আপনি প্রতিদিন 3 GB ডাটা পাবেন। সাথে পাবেন 6 GB অতিরিক্ত হাইস্পিড ডাটা। এছাড়াও আনলিমিটেড কল এবং প্রতিদিন 100 টি করে SMS এর সুবিধা পাবেন।
Leave Rules – পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটির নিয়ম পরিবর্তন, না মানলে বেতন অর্ধেক।
তবে BSNL এর এই প্ল্যান যারা এখনো নেননি তারা ঝটপট গিয়ে রিচার্জ করে ফেলুন। এছাড়াও রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি হওয়ার জন্য BSNL (Bharat Sanchar Nigam Limited) এর তরফে গরীব ও মধ্যবিত্তের জন্য অনেক সাশ্রয়ী Mobile Recharge Plan নিয়ে আসা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে বলে মনে করছেন অনেকে,
রাজ্যের মহিলাদের মোবাইল কিনতে 8000 করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। পুজোর আগে কিভাবে পাবেন