Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন নিয়ম। SBI, PNB, HDFC গ্রাহকরা কি সুবিধা পাবেন?
ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) বলুন বা সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) প্রত্যেক মানুষের ক্ষেত্রে এই জিনিসটি খুবই জরুরি হয়ে উঠেছে। সকল প্রকারের আর্থিক লেনদেন করার জন্য একটি অ্যাকাউন্ট আবশ্যক সকলের জন্য। এক পরিসংখ্যান অনুসারে সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে ১০০ কোটিরও বেশি মানুষ এই সুবিধা ভোগ করছেন।
New Rule for Bank Account and Fixed Deposit
কিন্তু সময়ে সময়ে দেখতে পাওয়া যায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Savings Bank Account) গ্রাহকদের সুবিধার জন্য অনেক ধরণের নিয়মে পরিবর্তন করা হয়ে থাকে। আর এই নিয়ে নতুন নিয়ম শুরু হতে চলেছে শীঘ্রই। লোকসভায় পাস হল ব্যাংকিং বিল (Banking Laws Amendment Bill 2024). ব্যাংকিং ক্ষেত্রে কোন কোন নিয়মে অদল বদল আসলো এবং এর ফলে কি কি সুবিধা হতে চলেছে জেনে নেওয়া যাক।
সেভিংস অ্যাকাউন্টে নতুন নিয়ম
লোকসভায় ব্যাংকিং সংশোধনী বিল ২০২৪ পাস করা হয়েছে। এই বিলটি থেকে আমরা জানতে পারবো নতুন বছর শুরুতে ব্যাংকিং ক্ষেত্রে কোন কোন নিয়মে পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে কি EMI এর ক্ষেত্রে কোন ধরণের সুবিধা হতে চলেছে গ্রাহকদের? নাকি কোন সুবিধা হবে না সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
Open Saving Bank Account Online in India
নতুন বিল পাস হওয়ার পরে এক্ষেত্রে একটি সুবিধা পাওয়া যাবে, আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) জন্য চার জনকে নমিনি করতে পারবেন। অনেক সময় দেখা যায় নমিনি করার জন্য আমাদের কাছে একের বেশি অপশন থাকে কিন্তু যেহেতু নিয়ম হয়েছিল একজন অ্যাকাউন্টধারী নমিনি করার ক্ষেত্রে অনেক অপশন থাকা সত্ত্বেও একজনকেই নমিনি হোল্ডার করতে পারবেন।
এইবার থেকে বিল পাস হওয়ার ফলে এই নিয়মটি নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে, অ্যাকাউন্টের (Bank Account) ক্ষেত্রে আপনার পছন্দ মতন চারজন ব্যক্তিকে আপনি নমিনি মনোনীত করতে পারবেন। এটাতে একটা সুবিধা রয়েছে, কোন অ্যাকাউন্ট ধারীর মৃত্যু হলে তার যাবতীয় অর্থ যাতে সমানভাবে ভাগ করা যায় এবং সেই কাজটা যাতে সহজতর হয়, তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লোকসভায় RBI আইন, 1934 ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন, 1949, SBI আইন, ব্যাঙ্কিং কোম্পানি আইন, 1955, 1970-1980 এই সময়ের ব্যাংকিং বিলে যে নিয়ম গুলো রয়েছে সেই গুলো অনেক পরিবর্তন করা হয়েছে, কিছু নিয়ম সংশোধন করা হয়েছে। রাজ্যে যে সমস্ত সমবায় ব্যাঙ্ক গুলো রয়েছে, সেই সমস্ত ব্যাংকিং ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের জন্য মেয়াদ ছিল ৮ বছর, সেটাকে বাড়ির ১০ বছর করা হয়েছে।
একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, সেটা হল ব্যাঙ্ক পরিচালকদের পদে। ব্যাঙ্ক পরিচালকদের ‘প্রদয় পরিমান’ সংশোধন করা হয়েছে আগে প্রদেয় পরিমাণে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা খরচ করার সীমা নির্ধারণ করা ছিল, সেটা বাড়ানো হয়েছে ২ কোটি টাকা পর্যন্ত। নগদ রিজার্ভ গণনার সময় পরিবর্তন করা হয়েছে। এতদিন পর্যন্ত রাজ্যের ব্যাঙ্ক গুলোতে ক্যাশ ডিজার্ভের হিসাব নেওয়া হত দ্বিতীয় সপ্তাহের শনিবার।
এখন থেকে ক্যাশ রিজার্ভ সংশোধন করার পরে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিমাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ এবং ১৬ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত ক্যাশ রিজার্ভের হিসাব দিতে পারবেন ব্যাঙ্ক আধিকারিকরা (Bank Account). যে হারে ব্যাংকিং ক্ষেত্রে জালিয়াতি ঘটছে, সেই জালিয়াতি আটকানোর জন্যই এমন পরিবর্তন আনা হয়েছে ব্যাংকিং সংশোধনী বিলে।
পোস্ট অফিসে টাকা জমা রাখার নিয়ম কি? জেনে নিয়ে বিনিয়োগ করুন
এই সমস্ত নতুন পরিবর্তন গুলি নতুন বছর শুরু হওয়ার সময় থেকেই শুরু হয়ে যাবে, যেই গুলো দ্বারা গ্রাহকরা আরও বেশি পরিষেবা পাবেন ব্যাংকিং ক্ষেত্রে। Bank Account গ্রাহকদের জন্য এই নিয়মের ফলে অনেকটাই সুবিধা হতে চলেছে তাদের যাদের বিশেষ করা ২ বা ৩ জন ছেলে মেয়ে আছে।
Written by Shampa debnath