Public Provident Fund – আপনার PPF একাউন্ট বড়োসড় ক্ষতির মুখে কিনা, কিভাবে বুঝবেন?
Public Provident Fund আছে আপনার? যেকোনো জরুরি পরিষেবা নিতে বা চাহিদা মেটাতে হলে অর্থের প্রয়োজন হয়। তাই কষ্ট করে হলেও সংসারের খরচ বাদ দিয়ে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করেন সাধারণ মানুষ। এই সুবিধার্থে অবশ্য সরকারের তরফে একাধিক স্কিম চালু করা হয়েছে। যেগুলি স্বল্প সঞ্চয় স্কিম নামেও পরিচিত। এর মধ্যে অন্যতম হল পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund). এই স্কিমে দেশের অধিকাংশ মানুষই একাউন্ট খুলে থাকেন। আপনারও কী একাউন্ট রয়েছে? আপনার একাউন্ট কোন বড়োসড় ক্ষতির সম্মুখীন তা জানেন কী? এই কাজ না করলে জমানো টাকাই আর পাবেন না।
Public Provident Fund
Public Provident Fund একাউন্টহোল্ডারদের বিশেষ কিছু সুবিধা প্রদান করা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের এই পিপিএফ স্কিমে ১৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়। অর্থাৎ ১৫ বছর পর মেয়াদপূর্তি হয়। এই স্কিমে সুদের হার কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত হয়। প্রতি ৩ মাস অন্তর অন্তর সুদের হার পর্যালোচনা করা হয়। সেই অনুযায়ী সুদের হার পরিবর্তন করা উচিত বলে মনে করা হলে পদক্ষেপ নেওয়া হয়।
বিনিয়োগকারীদের জন্য সুখবর সেনসেক্স লাখের গন্ডি ছুঁয়ে ফেলবে, সুখবর দিলেন ব্রোকারেজ ফার্মের প্রধান।
বর্তমানে পিপিএফ একাউন্টের বার্ষিক সুদের হার ৭.১%। তবে কোন কাজটি না করলে পিপিএফ একাউন্ট বড়োসড় ক্ষতির সম্মুখীন হবে? এই স্কিমে আর্থিক বছরে সর্বাধিক ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। আর সবথেকে বড় বিষয় হল এক্ষেত্রে কর ছাড়ের সুবিধাও পাওয়া যাবে। যেখানে বিনিয়োগকারী মাত্র ১০০ টাকা দিয়ে একাউন্ট ওপেন করতে পারবেন।
প্রতি আর্থিক বছরে কমপক্ষে ৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। এই পরিমান টাকা বিনিয়োগ না করা হলে একাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। কিভাবে PPF একাউন্ট ওপেন করতে হবে?
PPF অ্যাকাউন্ট ওপেন করতে হলে ফর্ম-১ জমা দিতে হবে। এই স্কিমে ১৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়। তবে মেয়াদপূর্তির পর আবারও বিনিয়োগ করতে হলে ফর্ম-৪ এর মাধ্যমে আবেদন জানাতে হবে।
কোটি কোটি স্টেট ব্যাংক গ্রাহকদের জরুরী নির্দেশ দিলো ব্যাংক কতৃপক্ষ, না মানলে বিপদে পড়বেন।
আরো একটি সুবিধা হল, এই স্কিমে বিনিয়োগ করলে ঋণের সুবিধা পাওয়া যায়। PPF একাউন্টে বিনিয়োগের তৃতীয় বছর থেকে ঋণ পাবেন বিনিয়োগকারী। বেতনভোগী কর্মচারী, স্ব-কর্মসংস্থানকারী, পেনশন গ্রহণকারী ইত্যাদি যে কোনও ব্যক্তি ভারতীয় পোস্ট অফিসে পিপিএফ একাউন্ট ওপেন করতে পারবেন। তবে যৌথ একাউন্ট খোলা যাবে না এবং একাউন্টের জন্য আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।