ব্যাবসা

মার্কেটে এলো নতুন ব্যবসা, ব্লাক গোল্ড এর Business একবার দাড়িয়ে গেলে টাকা ঢুকবে হুড়মুড়িয়ে।

নতুন ব্যবসা করে মুনাফা অর্জন করতে চান? তাহলে অবশ্যই সম্পূর্ণ পড়ুন এই প্রতিবেদনটি। তবেই অনেকেই জানেন না কোন ব্যবসা করলে সহজেই বিজনেসে ব্যাপক আয় লাভ করা যায়। আজকে সেই সম্পর্কেই জানানো হচ্ছে। আর এই নতুন ব্যবসায় পুঁজিও খুব বেশি নয়। তাছাড়া বর্তমানে সরকারি বহু প্রকল্প বা যোজনা চালু করা হয়েছে। যার মাধ্যমে সহজেই ঋণ বা লোন পাওয়া সম্ভব। তাহলে আর চিন্তা কিসের! কিন্তু কিসের নতুন ব্যবসা?

এই নতুন ব্যবসার নাম হলো মুররাহ মহিষ (Murrah Buffalo) পালন।

এটি হল একটি বিশেষ প্রজাতির মহিষ। যাদের ‘কালো সোনা’ বলা হয়। কারণ এই জাতের মহিষগুলির উচ্চতা ভালো হয় এবং অন্যান্য জাতের তুলনায় এই মহিষগুলি বেশি দুধও দেয়। এই প্রজাতির মহিষের লালন পালন করার মাধ্যমে দুগ্ধজাত বিজনেস করা সম্ভব।

শুরু করুন এই ব্যবসা। অর্ধেক টাকা দেবে সরকার।

বর্তমানে শরীর-স্বাস্থ্য সকলেই সুস্থ রাখার চেষ্টা করে থাকেন। বিশেষত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে এই দিকে নজর দেওয়া প্রয়োজনীয়। তাছাড়া বাজারে দুগ্ধজাত পণ্যের চাহিদাও নেহাতই কম নয়। এমতবস্থায় যদি এই নতুন ব্যবসা পরিকল্পনা মাফিক করা যায়, তাহলে বিজনেস শুরুর পর পরই মুনাফা অর্জন করতে বেশি সময় লাগবে না। মুররাহ প্রজাতির মহিষ প্রতিদিন ২০ লিটার পর্যন্ত দুধ দেয়। ভালোভাবে যত্ন নিতে পারলে মহিষগুলি ৩০ থেকে ৩৫ লিটার পর্যন্ত দুধ সক্ষম।

মহিষ

পুঁজি কত লাগবে?
অনেকেই জানেন না এই প্রজাতির মহিষ কেমন দেখতে হয়। তবেই জানিয়ে রাখি, মুররাহ মহিষকে সহজেই চেনা সম্ভব। এই মহিষের গায়ের রং হয় গাঢ় কালো হয় এবং মাথার গঠন খুবই ছোট। শিংগুলি সম্পূর্ণ বাঁকানো ও লেজ অন্যান্য মহিষের তুলনায় লম্বা। এদেশে মুররাহ প্রজাতির মহিষ হরিয়ানা, পাঞ্জাবের মতো এলাকায় বেশি লালন পালন করা হয়।

শারীরিক গঠন ভালো হওয়ার জন্য এই প্রজাতির মহিষের দাম সাধারণ জাতের মহিষের তুলনায় বেশ দাম। মুররাহ প্রজাতির মহিষের দাম সাধারণত ৪ থেকে ৫ লাখ টাকা। এমনকি এর দাম ৫০ লাখ টাকাও ছুতে পারে।

বিনা খরচে শুরু করুন এই ব্যবসা গুলি লাভ করুন ইচ্ছা মতন।

কিন্তু দুগ্ধজাত বিজনেসে লাভ অর্জন করতে চাইলে এই মহিষ যেকোনো ব্যক্তি কিনতে পারবেন। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই নতুন ব্যবসা সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

2 Comments

  1. I am Avishek saha.i am interested.any govt schemes if you know .any centralized scheme plz inform.any subsized loan scheme

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *