Jio-Airtel গ্রাহকদের জন্য বড় খবর! সিম কার্ড বাঁচাতে চাইলে দেখুন
বর্তমানে দেশের দুই সবচেয়ে বড় টেলিকম কোম্পানি হল Reliance Jio এবং Bharti Airtel. এই দুই কোম্পানিকে মিলিয়ে প্রায় ৮০ কোটির কাছাকাছি সিম কার্ড (SIM Card) গ্রাহক আছে বর্তমানে ভারতে। আর কিছু দিন আগে এই দুই কোম্পানির সঙ্গে আরও এক বেসরকারি টেলিকম কোম্পানি VI-র তরফেও প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়েছিল, আর এর ফলে গ্রাহকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
Jio Airtel Customers Should Know This
দিন দিন যে হারে জিনিস পত্রের দাম বাড়ছে ততে নাভিশ্বাস উঠে যাচ্ছে মানুষের। এরই মধ্যে আবার মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে দেশের সব বেসরকারি টেলিকম সংস্থা গুলো তাতে আরো অসুবিধায় পড়তে হয়েছে সাধারন মানুষদের। আজ আপনাদের এই প্রতিবেদনে জিও ও এয়ারটেলের সাশ্রয়ি মূল্যের রিচার্জ প্ল্যানের ব্যাপারে বলব।
Minimum Mobile Recharge
যারা খুব বেশি টাকা খরচ না করে শুধু সিম কার্ড চালু রাখতে চান, আর যাদের নেট প্ল্যাকের বেশি প্রয়োজন হয় না তাদের জন্যে এই রিচার্জ প্ল্যান গুলো সেরা। চলুন প্ল্যান গুলোর ব্যাপারে জেনে নিন। জিও ও এয়ারটেল তাদের গ্রাহকদের কথা ভেবে 200 টাকার কমে রিচার্জ প্ল্যান অফার করছে। আর এই সকল প্ল্যান জেনে নেওয়ার মাধ্যমে আপনারা নিজেদের খরচ বাঁচাতে পারবেন।
Jio Recharge Plan
জিওর একটি রিচার্জ প্ল্যান আছে যার দাম 200 টাকারও কম। এই এই রিচার্জ প্ল্যানের মেয়াদ 28 দিন। এতে গ্রাহকরা আন লিমিটেড ভয়েস কল, মোট 2 GB ডেটা, 300 টি SMS, আর এরই সঙ্গে Jio Cinema, Jio Cloud, Jio TV-টর ফ্রি সাবক্রিপ্সন পেয়ে যাবেন। এই প্ল্যানটির দাম 189 টাকা। যারা অল্প খরচে সিম কার্ড চালু রাখতে চান তাদের জন্য সেরা বিকল্প।
Airtel Recharge Plan
এয়ারটেলের সাশ্রয়ি মূল্যের রিচার্জ প্ল্যানের দামও 200 টাকার কম। এই প্ল্যানটির মেয়াদ 28 দিন। এতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, মোট 2 GB ডেটা, 100 টি SMS. এছাড়া পাবেন Xtream-র সাবস্ক্রিপ্সন বিনামূল্যে। এই প্ল্যানটি প্রায় 7.10 টাকার দৈনিক খরচেই পেয়ে যাবেন, তাই এটিকে বাজেট বান্ধব বিকল্প বলা যায়। তাহলে যে কোন একটি প্ল্যান বেচে নিলে আখেরে আপনাদেরই সুবিধা হতে চলেছে।
জিও ও এয়ারটেল উভয়ই গ্রাহকদের কথা চিন্তা করে কম দামে রিচার্জ প্ল্যান অফার করছে। যাদের নেট প্যাকের দরকার হয় না শুধু মাত্র কল আর সিম চালু রাখার জন্যে রিচার্জ করতে লাগে তাদের জন্যে জিও আর এয়ারটেলের 189 আর 199 টাকার রিচার্জ প্ল্যান ভালো বিকল্প। এই রিচার্জ প্ল্যান গুলো তাদের জন্যে উপযোগী যারা দুটি সিম ব্যবহার করেন।
Written by Ananya Chakraborty.