ট্রেন্ডিং

LPG Gas: ৫০০ টাকায় রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা! আমজনতার কপাল ফিরল

এবারে মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস (LPG Gas) দেওয়ার ঘোষণা করা হল। ইতিমধ্যেই উৎসবের মরশুমের কারণের জন্য সকল জিনিসের দামি একধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর এই কারণের জন্য মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ লক্ষ করা যাচ্ছে। আর এই সকল কিছুর মধ্যেই কম খরচে রান্নার গ্যাস (Liquefied Petroleum Gas) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

LPG Gas in Just Rupees 500 Announce in BJP Manifesto in Jharkhand

বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় পৌছে গিয়েছে LPG সিলিন্ডার। কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা চালু করার পর থেকে দেশের প্রায় প্রতিটি বাড়িতেই এখন রান্নার গ্যাসের মাধ্যমে রান্না হয়। কাঠ কয়লার ব্যবহার এখন অনেকটাই কমে গিয়েছে। প্রতিমাসে এই গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Cylinder Price) পরিবর্তন করা হয়। সেই মত এই মাসেও করা হয়েছিল।

LPG Gas Cylinder

তবে শুধুমাত্র বানিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। 48 টাকা বৃদ্ধি করা হয়েছে দাম। বর্তমানে 19 কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1850.5 টাকা। গতকাল হরিয়ানা ও জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটে অনেকটাই পিছিয়ে থেকেছে ভারতীয় জনতা পার্টি। আর এই থেকে শিক্ষা নিয়ে এবারে বাকি সকল রাজ্যের বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করছে বিজেপি।

৫০০ টাকায় রান্নার গ্যাস!

এই আবহে বিজেপি ঝাড়খণ্ডে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল। সেই নির্বাচনী ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে তারা ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে 500 টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas) দেবে। এর সাথে মাসে দুটো করে সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে বলে জানিয়েছে বিজেপি। এই ইস্তেহার প্রকাশ পেতেই শোরগোল পরে গিয়েছে বিভিন্ন মহলে। ইস্তেহারে আরো অনেক কিছু ঘোষনা করা হয়েছে।

Ration Items (রেশন সামগ্রীর তালিকা)

বর্তমানে রাঁচিতে ঘরোয়া রান্নার গ্যাসের দাম 860 টাকা। তবে বিজেপির দাবি তারা ক্ষমতায় এলে 500 টাকায় গ্যাস সিলিন্ডার দেবে। এই ইস্তেহারে এই 500 টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas) আর বছরে দুটি ফ্রিতে সিলিন্ডার দেবার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আর বলা হয়েছে ইস্তেহারে। এই ইস্তেহারে “গোগো দিদি যোজনা” বলে একটি স্কীমের কথা বলা হয়েছে।

কম টাকা বিনিয়োগে বেশি রিটার্ন চাই? ভারতে সেরা সঞ্চয় স্কিম 2024

এই প্রকল্পের অধিনে 11 তরিখে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে 2100 টাকা অব্দি দেওয়া হবে। এই বারের ঝাড়খণ্ডের নির্বাচনী ইস্তেহারে 5 টি জিনিসের উপরে ফোকাস করেছে বিজেপি। জ্বালানি গ্যাস, মহিলাদের নূন্যতম আয়ের ব্যবস্থা, কর্মসংস্থান, আবাস যোজনা আর বেকার ভাতা। এই দিন ঝাড়খণ্ডের নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, অন্নপুর্না দেবী।
Written by Ananya Chakraborty.

Related Articles