আজকে আমরা কীভাবে ও কোথায় সস্তায় LED TV (Light Emitting Diode) পাওয়া যাবে। বর্তমানে টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ঘরের স্টাইল স্টেটমেন্টও বটে। আপনার বাজেট যদি হয় মাত্র ৪৯৯৯ টাকা, তাহলেও এখন বাজারে কিছু দুর্দান্ত LED TV মডেল রয়েছে যেই গুলো সাশ্রয়ী দামেই উন্নত ফিচার দিচ্ছে। চলুন দেখে নিই কোন কোন মডেল এই দামে পাওয়া যাচ্ছে এবং তাদের বিশেষত্ব কী।
৫০০০ টাকায় LED TV কেনার দারুণ সুযোগ!
Redmi 32 Inch LED TV – বাজেটের মধ্যেই ব্র্যান্ডেড কোম্পানির জিনিস পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে ব্র্যান্ডের গ্যারান্টি, HD Ready Display এবং Clear Sound Output, USB ও HDMI পোর্ট সাপোর্টেড। Redmi র এই মডেলটি অনেক সময় ফ্ল্যাশ সেলে বা বিশেষ অফারে মাত্র ৪৯৯৯ টাকার কাছাকাছি পাওয়া যায়। তাই ডিসকাউন্ট চেক করতে থাকুন রেগুলারলি।
Thomson B9 Pro – ছোট ঘরের জন্য আদর্শ এই LED TV টি যারা ছোট ঘরের জন্য টিভি খুজছেন, তাদের জন্য দারুণ। 24 Inch LED Screen, Noise Reduction টেকনোলজি, Wall Mount সাপোর্ট, উপযুক্ত তাদের জন্য যারা বাচ্চাদের পড়ার ঘরে বা রান্নাঘরে ছোট TV চান বা বেশি বাজেট যাদের নেই তাদের জন্য এই জিনিস সেরা সেটা বলাই যায়।
Smart Tech Mini LED – স্মার্ট প্রাইসে স্মার্ট চয়েস ৪৯৯৯ টাকার মধ্যে যারা একটু স্মার্ট ফিচার চান, তাদের জন্য এটি আদর্শ। HDMI, AV In, USB Port, Energy Efficient Design, Sleek & Slim Build, Mini Remote Control, Power Saving Mode, Built in Speaker with Bass Boost. এছাড়াও আরও অনেক কোম্পানির টিভি বিভিন্ন সেলের সময়ে
Pre Owned TV বা Refurbished LED TV
যদি আপনি একদম নতুন না নিয়ে Slightly Used অথবা রিফারবিসড LED TV নিতে রাজি থাকেন, তাহলে অনেক ভালো ব্র্যান্ডের মডেল ৪৯৯৯ টাকায় পাওয়া সম্ভব। কিন্তু ৫০০০ এ নতুন জিনিস পেলে এই গুলো কি নেওয়ার দরকার আছে? সেই সম্পর্কে জেনে নেওয়া সম্ভব। Amazon বা Flipkart এর মতো ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে কিনুন, কমপক্ষে 6 মাসের ওয়ারেন্টি থাকছে কিনা দেখে নিন, ডিসকাউন্ট সিজনে বা ফেস্টিভ সেলে আরও কম দামে পাবার সম্ভাবনা থাকে।
Amazon Great Summer Sale এ দারুণ অফারে Air Cooler শুরু মাত্র 5000 থেকে
৫০০০ টাকায় LED TV কিনতে এখন আর অসম্ভব নয়। একটু স্মার্টলি অফার খুজে কিনলেই পেয়ে যাবেন দারুণ কিছু মডেল। তবে কেনার আগে ভালোভাবে রিভিউ, ওয়ারেন্টি ও সার্ভিস সেন্টার যাচাই করে নিন। আর যদি অনলাইন থেকে কিনে থাকেন, তাহলে রিটার্ন পলিসিটাও একবার দেখে নেবেন। এই নিয়ে আপনাদের কোন মত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।