Gold Price – সপ্তাহ শুরুতে সোনার দাম বাড়ল? রুপোয়ও পাচ্ছেন স্বস্তি, প্রতি গ্রামে কত খরচ পড়ছে?
সোনা বা রুপোর অলংকার যে শুধুমাত্র মহিলারাই পছন্দ করেন তা নয়। যেকোনো উৎসব বা অনুষ্ঠানে সোনা রুপোর অলংকার জুয়েলারি শপে রাখা হয়, Gold Price কম হলে সকল গ্রাহকের সুবিধাও হয়। কিন্তু বর্তমানে দিন দিন যেভাবে বাড়ছে সোনার দাম, তাতে করে সাধারণ মধ্যবিত্ত মানুষের গহনা কেনা প্রায় মুশকিল হয়ে উঠেছে। প্রত্যেক মানুষই পরিশ্রমের টাকা জমিয়ে গহনা কিনে থাকেন। সেখানে যদি প্রতি গ্রামে 30 বা 40 টাকা করে দাম বাড়ে, পকেটে টান পড়ে। আজকে কলকাতায় প্রতি গ্রামে সোনা ও রুপোর দাম কত হল? দেশের অন্যান্য রাজ্যেই বা সোনার দাম কত হল? বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Gold Price, Silver Price
রাষ্ট্রীয় কর, আবগারি শুল্ক, মেকিং চার্জ এবং অন্যান্য নানা কারণের জন্য সোনার বাজারে প্রতি ক্যারেট সোনার দামে পরিবর্তন লক্ষ্য করা যায়। গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, গত বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম ছিল 56,950 টাকা। সেই তুলনায় গত পরশু 10 গ্রাম সোনার দামে 400 টাকা কমলেও, আজ (14 মে, 2023) আবারও 100 টাকা দাম বেড়েছে প্রতি 10 গ্রামে, অতিরিক্ত খরচ পড়বে।
একইভাবে গত বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম ছিল 62,130 টাকা। সেই তুলনায় গতপরশু 10 গ্রাম সোনার দামে (Gold Price) 440 টাকা কমলেও, আজ (14 মে, 2023) আবারও 110 টাকা প্রতি 10 গ্রামে অতিরিক্ত খরচ পড়বে। গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, আজ (14 মে, 2023) কলকাতায় 22 ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম 5,665 টাকা। 10 গ্রাম সোনার দাম 56,650 টাকা।
গতকাল (13 মে, 2023) প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল 56,550 টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে প্রতি গ্রামে 10 টাকা দাম বেড়েছে। আজকে 24 ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম 6,180 টাকা। 10 গ্রাম সোনার দাম 61,800 টাকা। গতকাল 24k সোনা (13 মে, 2023) প্রতি 10 গ্রামের দাম ছিল 61,690 টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে প্রতি গ্রামে 11 টাকা দাম বেড়েছে।
অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম নিয়ে বড় খবর, গহনা কেনা ও বিনিয়োগ করার আগে দেখুন।
গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে 14 মে, 2023 দেশের অন্যান্য রাজ্যে 22 ক্যারেট সোনার 10 গ্রামের Gold Price-
চেন্নাই- 47,927 টাকা।
মুম্বাই- 56,550 টাকা।
দিল্লি- 56,800 টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- 56,650 টাকা।
ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং ভাদোদ্রা- 56,600 টাকা।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ- 56,650 টাকা।
24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের Gold Price-
চেন্নাই- 52,250 টাকা।
মুম্বাই- 61,990 টাকা।
দিল্লি- 61,840 টাকা।
ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং ভাদোদ্রা- 61,740 টাকা।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ- 61,840 টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- 61,690 টাকা।
সর্ষের তেল সহ সকল ভোজ্য তেলের দাম মধ্যবিত্তের নাগালে, নতুন দাম সম্পর্কে জানুন।
গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, কলকাতায় আজকে রুপোর প্রতি 10 গ্রামের দাম 748 টাকা। প্রতি 100 গ্রামের দাম 7480 টাকা। গত 13 মে, 2023 প্রতি গ্রামের দাম ছিল 10 গ্রাম 748 টাকা। অর্থাৎ প্রতি গ্রামে 0.20 টাকা দাম কমেছে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।