ব্যাবসা

Business Idea: মাসে ১ লক্ষ টাকা আয়! কম পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়া

বর্তমানে চাকরি পাওয়া যেন ভগবান দর্শনের সমান হয়ে উঠেছে! আর এই জন্য অনেকেই ব্যবসা (Business Idea) করার দিকে ঝুকছে। কিন্তু ব্যবসা করার আগে সেই সম্পর্কে সকল তথ্য বিস্তারিত জেনে নেওয়া খুবই আবশ্যক। নইলে ভবিষ্যতে এই থেকে বেশি পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব হয় না। তাই আজকে এমন এক ব্যবসার (Tree Plantation Business) কথা যার মাধ্যমে কম পরিশ্রমে বেশি টাকা উপার্জন হবে।

Coconut Tree Plantation Business Idea 2024 in India.

অনেক ছেলে মেয়ে বেকার হয়ে বাড়িতে বসে আছে। দিন দিন বাড়ছে বেকার এর সংখ্যা। আর এই কারণের জন্য এখন সরকারের তরফে ব্যবসা (Business Idea) করার জন্য অনেক ধরণের সাহায্য করছে। আর এছাড়াও MSME Loan ও Business Loan দেওয়ার ঘোষণাও করা হয়েছে এইবারের বাজেট অধিবেশনে। তাহলে এবার এই ব্যবসার আইডিয়া (Business Idea) সম্পর্কে জেনে নেওয়া যাক।

কম পুঁজিতে সেরা ব্যবসার আইডিয়া

কিন্তু ব্যবসা (Business Idea) করতে গেলে প্রথমে দরকার পুঁজির (Business Capital). তাছাড়া ব্যবসা করতে গেলে এমন ব্যবসা করা উচিৎ যার চাহিদা থাকবে সারা বছর। তাই এমনই একটি ব্যবসায়িক বুদ্ধি (Business Plan) দিয়েছেন ভারত সরকারের কেন্দ্রীয় রোপণ ও ফসল অনুসন্ধান সংস্থার মোহিত নগর ফার্মের প্রধান বৈজ্ঞানিক অরুণ কুমার শীট।

নারকেল ব্যবসা কি লাভজনক?

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন খুব কম জায়গায় এই গাছের চাষ করে সারা বছর ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তাই প্রতি মাসে অল্প পরিমান টাকা খরচ করেই বছরে একবার এই ফসল বিক্রি করে ভালো লাভ হবে আপনার (Business Idea). আমরা যে গাছের কথা বলছি তা হল নারকেল গাছ। এই নারকেল গাছ লাগিয়ে সেই নারকেল বিক্রি করে ভালো লাভ করতে পারবেন।

Central Scheme (কেন্দ্রীয় সরকারি প্রকল্প অটল পেনশন যোজনা)

দুর্গাপুজোর আগে লাভজনক ব্যবসার আইডিয়া

সাধারণত একতি নারকেল গাছ থেকে কমপক্ষে 100 টি ডাব পাওয়া যায়। আর সেই ডাব বা নারকেল বিক্রি করে বছরে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। নারকেল গাছ এমন একটি গাছ যারা কিছুই ফেলা যায় না। সব অংশই ব্যবহার করা যায় (New Business Idea). নারকেল বা ডাবের জল যেমন বাজার জাত করা হয় তেমন নারকেলের দড়ি, চারা গাছ রোপণের সময় নারকেলের ছোবড়া ব্যবহার করা হয়।

রান্নার গ্যাস 500 টাকা মাত্র। বছরে 8টি করে সিলিন্ডার। কিভাবে পাবেন? কারা পাবেন?

এছারা ঘর সাজানোর নানা জিনিস তৈরি করা হয়। আবার নারকেল গাছের পাতার শিরা দিয়ে ঝাড়ুও তৈরি করা হয়। নারকেল গাছের যেহেতু সব জিনিসই ব্যবহার করা যায় তাই এই নারকেল গাছের চাষ করে ভালো টাকা উপার্জন করতে পারবেন। একবার এই নারকেল গাছের চাষ শুরু করলে 20 থেকে 25 বছর কিম্বা তার বেশি সময় পর্যন্ত ফলন মেলে। আর উৎসবের মরশুমে এই ব্যবসার (Business Idea) চাহিদা অনেক বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।
Written by Ananya Chakraborty. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *