LPG Gas Price: রান্নার গ্যাসের দাম বাড়ল মাসের শুরুতেই। আপনার এলাকায় নতুন দাম দেখুন
অবশেষে আশঙ্কাই সত্যি হল! রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) নতুন মাস শুরু হতেই ফের একবারের জন্য একধাক্কায় ৬২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেল এবং মাসের শুরুতেই এই খবর দেশের সকল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলোর তরফে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং এই দাম ইতিমধ্যেই কার্যকর হয়েও গেছে। আর দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং কালিপুজো বা দীপাবলি উপলক্ষে অনেকটাই খরচা বৃদ্ধি পেয়েছিল সকলের (Liquefied Petroleum Gas).
LPG Gas Price Hike Again in November 2024
আর এবারে নভেম্বর মাসেও খুব একটা উৎসব কম আছে সেটা বলা যায় না। কারণ আগামী রবিবার ভাইফোঁটা আর এই সময়ের আগেই এই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) বৃদ্ধি পাওয়ার ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেককে। আর এই সময়ে অনেকেই রেস্টুরেন্ট বা হোটেল যে কোন জায়গায় মানুষের আনাগোনা বেড়ে যায়। বাড়িতে থেকে একই রান্না করা থেকে পুজোর দিন গুলোতে বেশির ভাগ মানুষ বাড়ির বাইরে খেতে বেশি পছন্দ করেন।
রান্নার গ্যাসের দাম বাড়ল
তাই রেস্টুরেন্ট বা হোটেল যেখানেই হোক গ্যাস সিলিন্ডার ব্যবহারের মাত্রা অনেকটাই বেড়ে যায়। এই দিকে সম্প্রতি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বৃদ্ধি পেল। আর এটিই সকল গ্রাহকদের কাছে একটি শান্তির খবর। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Cylinder) কিছুটা বৃদ্ধি পেয়েছে। অতএব বলা যায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের পকেটে অনেকটাই চাপ বাড়তে চলেছে।
যদিও ১৪.২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি চাপ পড়ে খাওয়ার দোকান গুলোতে। নভেম্বর মাসে রয়েছে দীপাবলি, ছটপুজো, জগদ্ধাত্রী পূজা, এই দিকে দেখে নেওয়া যাক কলকাতা সহ অন্যান্য জায়গায় কত টাকা বৃদ্ধি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial LPG Gas Price).
জানা যাচ্ছে, কলকাতা শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যে পরিমাণে বেড়েছে তার থেকেও বেশি টাকা বেড়েছে মুম্বাই বা চেন্নাই এর মতন শহর গুলোতে (LPG Gas Price). কলকাতায় এক ঝটকায় ৬১ টাকা বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, অন্য দিকে মেট্রো শহর দিল্লি এবং মুম্বাইয়ের বেড়েছে ৬২ টাকা। চেন্নাই শহরে বেড়ে হয়েছে ৬১.৫ টাকা।
বর্তমানে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৯১১.৫ টাকা। তবে অক্টোবরে এই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৮৫০.৫ টাকা। দিল্লিতে উল্টো হয়েছে, অক্টোবরের দাম কম ছিল সেটা নভেম্বরে বেড়ে গেছে অনেকটাই। অক্টোবর মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৭৪০ টাকা। পহেলা নভেম্বর থেকে এই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১,৮০০ টাকা।
নভেম্বরে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে ১,৮০২ টাকা হয়েছে। মুম্বই শহরে ১,৭৫৪.৫ টাকা এবং চেন্নাই শহরে ১,৯৬৪.৫ টাকা হয়েছে। যদিও ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় এখনো পর্যন্ত ৮২৯ টাকা পড়ছে। তবে উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার গ্রাহকদের জন্য ভর্তুকির (LPG Gas Price) পরিমাণ দেওয়া হয়। অন্য দিকে দিল্লিতে ১৪.২ কেজি রান্না গ্যাস সিলিন্ডারের দাম ৮০৩ টাকা।
এইমাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন? জেনে নিন এই পদ্ধতিতে
মুম্বাইয়ের ১৪.২ কেজি রান্না গ্যাস সিলিন্ডারের দাম ৮০২ টাকা এবং চেন্নাইয়ে ১৪.২ কেজি গ্যাস ৮১৮.৫ টাকা। তাই রান্নার গ্যাস সিলিন্ডার গ্রাহকদের জন্য এটাই সুখবর যে মার্চ মাস থেকে এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price). তবে বাণিজ্যিক সিলিন্ডারের কারণে বাইরের খাবারের দাম অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে বলে মনে করছেন অনেকে।
Written by Shampa debnath