ট্রেন্ডিং

টেট উত্তীর্ণদের ভুল তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, জেনে নিন ভুল সংশোধনের পদ্ধতি।

টেট নিয়ে একদিকে যেমনভাবে নানারকম বিতর্ক এবং গুঞ্জনের অন্ত নেই, অন্যদিকে ঠিক তেমনভাবেই পর্ষদের তরফে বারংবার টেট সংক্রান্ত দুর্নীতি বন্ধ করার চেষ্টায় এবং চাকরিপ্রার্থীদের সহায়তা করার জন্য নানাপ্রকারের নির্দেশিকা কার্যকরী করা হচ্ছে। ইতিপূর্বে সভাপতি গৌতম পাল মহাশয়ের নির্দেশে টেট পরীক্ষা এবং নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনার পাশাপাশি ২০১৪ এবং ২০১৭ সালে যেসমস্ত চাকরিপ্রার্থীরা টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফলও জানানো হয়েছিলো। এছাড়াও পর্ষদের তরফে জানানো হয়েছিল যে, খুব শীঘ্রই ২০১৪ এবং ২০১৭ সালে যে সকল চাকরিপ্রার্থীরা প্রাইমারি টেটে উত্তীর্ণ হয়েছিলেন তাদের নিয়োগ প্রক্রিয়া কার্যকরী করা হবে।

আর ইতিমধ্যেই ২০১৪ এবং ২০১৭ সালে যে সমস্ত চাকরিপ্রার্থীরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের নিয়োগ প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে পর্ষদের তরফে। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, চাকরিপ্রার্থীরা পর্ষদের তাদের সম্পর্কে যে সমস্ত তথ্যগুলি প্রদান করেছিলেন তাতে বেশ কিছু ভুল রয়ে গিয়েছে, যেগুলো সংশোধন করা প্রয়োজন। আর তাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চাকরিপ্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে, ২০১৪ এবং ২০১৭ সালে যে সমস্ত চাকরিপ্রার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের নিজেদের সমস্ত তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হলো।

স্বাস্থ্য দপ্তরে ৩৬০৮ জন কর্মী নিয়োগ। আজই আবেদন করুন।

পর্ষদের তরফে জানানো হয়েছে যে, বুধবার রাত ৮ টা থেকে রবিবার রাত ১২ টা পর্যন্ত যে সমস্ত চাকরিপ্রার্থীদের তথ্যে ভুল রয়েছে তারা তা সংশোধন করতে পারবেন। সুতরাং, চাকরিপ্রার্থীদের হাতে আর মাত্র কয়েকটি দিন সময় রয়েছে। গতকাল অর্থাৎ বুধবার এক বিজ্ঞপ্তি মারফত সমস্ত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে এই বার্তা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এর পাশাপাশি পর্ষদের তরফে এও জানানো হয়েছে যে, ২০১৪ এবং ২০১৭ সালে টেট উত্তীর্ণদের তাদের বিভিন্ন তথ্য সংশোধনের জন্য প্রথমে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbbpe.org/ -এ যেতে হবে।

এরপর হোম পেইজে থাকা Application for Recruitment-2022 এর পাশে থাকা Click Here অপশনটিতে ক্লিক করতে হবে। উক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি দুটি অপশন দেখতে পাবেন এবং তার মধ্যে থেকে আপনাকে PRIMARY TEACHER RECRUITMENT – 2022 অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন যার মধ্যে থেকে আপনি Edit Application অপশনটি বেছে নেবেন এবং পরবর্তী পেজে গিয়ে নিজের রোল নম্বর এবং জন্মতারিখ সঠিকভাবে লিখে Verify অপশনে ক্লিক করলেই আপনি আপনার তথ্যগুলি সংশোধনের সুযোগ পাবেন। যেকোনো ভুল তথ্যের বদলে সঠিক তথ্য লিখে তারপর ফর্মটি পুনরায় সাবমিট করলেই তথ্য সংশোধনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *