Higher Secondary – উচ্চমাধ্যমিকে কোন বিষয় নিয়ে পড়লে ভবিষ্যতে ভালো বেতনের চাকরি পাওয়া যাবে? জেনে নিন।
Higher Secondary পর উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে ভালো চাকরির আশা সকল পড়ুয়াই করেন। কিন্তু অনেকে একটি সমস্যার সম্মুখীন হন, তা হল বিষয় বা সাবজেক্ট নির্বাচন। মাধ্যমিক পাশের পর নম্বর অনুসারে স্ট্রিম এবং সাবজেক্ট (সায়েন্স, আর্টস, কমার্স) নিতে হয়। কিন্তু বিষয়টা আরো কঠিন হয় যখন স্নাতক ডিগ্রি পাওয়ার জন্য অনার্স এর সাবজেক্ট নির্বাচন করতে হয়। উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছেন? তাহলে নিঃসন্দেহে বেশি সুবিধা পাবেন। কারণ সায়েন্স স্ট্রিম থেকে আর্টস বা কমার্স যে কোনো স্ট্রিমের সাবজেক্ট নেওয়া যায়।
Higher Secondary এর পর কিছু কোর্স।
ভবিষ্যতে কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো চাকরি পাবেন? তা জানতে চান? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে ভুলবেন না। বিশেষত, আর্টস বা কমার্স স্ট্রিম থেকে সায়েন্স স্ট্রিমে যাওয়া সম্ভব নয়। কিন্তু আর্টস থেকে কমার্স স্ট্রিমে যাওয়া যাবে। যদিও এক স্ট্রিম থেকে অন্য স্ট্রিমে যেতে হলে যথেষ্ট নম্বরও থাকা আবশ্যক। Higher Secondary পর সায়েন্স স্ট্রিমের ছাত্র-ছাত্রীদের জন্য ক্যারিয়ার (সায়েন্সে ) নির্বাচন-
রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির শিক্ষানীতি বদল, স্নাতক পাশ করতে হলে 4 বছর সময়? কী জানানো হল?
১) বিএসসি(BSC)
২) এমবিবিএস বা ডাক্তারি (MBBS)
৩) বিএ/বিটেক (BA/BTECH)
৪) ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স (Bachelor in Computer Science)
৫) ব্যাচেলর অফ আর্কিটেকচার (BArch)
৬) বিএসসি-আইটি এবং সফ্টওয়্যার (Bachelor of Science in IT & Software)
৭) পোস্ট বেসিক নার্সিং (Post Basic BSc –
Nursing)
৮) ব্যাচেলর অফ ফার্মেসি (BPharma)
Higher Secondary পর সায়েন্স স্ট্রিমের ছাত্র-ছাত্রীদের জন্য ক্যারিয়ার (আর্টসে) নির্বাচন-
১) হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স (BA in Humanities and Social Sciences)
২) ব্যাচেলর অফ ফাইন আর্টস (Bachelor of Fine Art)
৩) বিএ ইন আর্টস (BA in Arts
(Fine/ visual/ perfirming)
৪) বিএ এলএলবি (BA LLB )
৫) বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল (Bachelor of Science in Hospitality & Travel)
৬) বিএ ইন ডিজাইন (Bachelor of Design)
৭) ব্যাচেলর ইন জার্নালিজম (Bachelor of Journalism)
৮) ব্যাচেলর অফ ম্যাস মিডিয়া (Bachelor of Mass Media)
৯) ব্যাচেলর ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (Bachelor of Journalism & Mass Communication)
১০) ডিপ্লোমা ইন এডুকেশন (DEd)
Higher Secondary র পর সায়েন্স স্ট্রিমের ছাত্র-ছাত্রীদের জন্য ক্যারিয়ার (কমার্সে) নির্বাচন-
১) বিকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড কমার্স (B.Com in accounting and Commerce)
২) বিবিএ এলএলবি (BBA LLB)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া শুরু, কারা পাবেন টাকা দেখুন তালিকা।
তবে ক্যারিয়ার নির্বাচনের পূর্বে যে বিষয়গুলি জানা আবশ্যক –
১) পরীক্ষা নেওয়ার প্যাটার্ন।
২) সংশ্লিষ্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কোন কোন দফতরে বা পদে চাকরি পাওয়া যায়।
শিক্ষা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।