Cyclone Mocha Landfall – ঘূর্ণিঝড় মোচা কোথায় আছড়ে পড়বে, গতিবেগ কত হবে, এই মাত্র জানা গেল।
আতঙ্কের নাম মোকা (Cyclone Mocha), কবে কোথায় হিট করতে চলেছে সাইক্লোন মোকা বা মোচা?
রীতিমতো আতঙ্ক ছড়াতে শুরু করেছে Cyclone Mocha নামটি। মোকা বা মোচা ই হোক, সেটা নিশ্চিত না হলেও পশ্চিমবঙ্গবাসীকে মনে পড়িয়ে দিচ্ছে পুরনো স্মৃতির কথা। কিভাবে একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাংলা, কতখানি ভয় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, সেই কথা মনে পড়ে যাচ্ছে রাজ্যবাসীর। কারণটা কি? হাওয়া অফিসের পূর্বাভাস সূত্রে জানা গিয়েছে, আসতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) আর এই খবর জানার পরেই রাজ্যবাসীর মনের ভিতর প্রশ্ন উঠতে শুরু করেছে।
কবে আসবে ঘূর্ণিঝড় মোকা? কত সর্বোচ্চ গতিবেগ হবে? কোথায় ল্যান্ডফল (Cyclone Mocha Landfall) করতে পারে? কতখানি ক্ষয়ক্ষতি হতে পারে বাংলায়? কি প্রভাব পড়তে পারে রাজ্যে? এই প্রশ্নগুলোই এখন ঘুরেফিরে রাজ্যবাসীর মনের ভিতর উঁকি দিচ্ছে। যদিও হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনই স্পষ্ট ভাবে জানানো যাচ্ছে না ঘূর্ণিঝড় মোকা কোথায় ল্যান্ড ফল (Cyclone Mocha Landfall) করতে পারে? কোন এলাকায় হিট করতে পারে? কতখানি বিধ্বংসী হতে পারে?
তবে আইএমডির পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, ঘূর্ণিঝড় মোকা যথেষ্ট শক্তিশালী হতে পারে। ৬ মে দক্ষিণ- পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। ৭ মে পূর্ব বঙ্গোপসাগরে ওই ঘূর্ণাবর্তটি নিম্নচাপের চেহারা নেবে। তারপরের দিন ৮ মে গভীর নিম্নচাপের আকার নেবে। তারপর একটু একটু করে উত্তরের দিকে অগ্রসর হবে এবং তারপরেই ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ল্যান্ডফল করতে পারে। IMD সূত্রে যদিও ঘূর্ণিঝড় নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো পূর্বাভাস দেওয়া যায়নি ।
কতখানি শক্তিশালী হতে পারে, ঠিক কোন জায়গায় হিট করতে পারে (Cyclone Mocha Landfall Time, Place Prediction) এই সাইক্লোন, সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ৯ মের পরে সাইক্লোন মোকা নিয়ে স্পষ্ট আভাস দেওয়া যাবে বলে জানা গিয়েছে। কিন্তু বাংলাদেশ বা ভারতের সুন্দরবন সংলগ্ন এলাকায় ল্যান্ডফল করলে দুই দেশের উপকুল সংলগ্ন এলাকাই ক্ষতিগ্রস্ত হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে আয় করুন বার্ষিক 7 লক্ষ টাকা পর্যন্ত। সুবর্ণ সুযোগ।
তারপরেই ঘূর্ণিঝড় মোকা বিধ্বংসী রূপ নিতে পারে। ইতিমধ্যেই ওড়িশা সরকার সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা (Coastal Area) ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় মোকার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তীব্র ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবার বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ উপকূলেই ঘূর্ণিঝড় মোকা হিট করতে পারে। সেখানেই তীব্র ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত তাপমাত্রা ফের ঊর্ধমুখী হবে। এই সময়ের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা রাজ্যে নেই। তবে ঘূর্ণিঝড় মোকা বাংলায় কি প্রভাব ফেলতে পারে, সেই বিষয়ে স্পষ্ট কোনো আভাস দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর।
মাসে মাত্র 75 টাকায় পান 2 GB ডেটা, আনলিমিটেড কলিং সহ অন্যান্য সুবিধা।
IMD-র তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকার গতিবিধির ওপরে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে কতখানি বিধ্বংসী হয়ে উঠতে পারে এই সাইক্লোন, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। যদিও ঘূর্ণিঝড় মোকা যথেষ্ট শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে আমপান, ইয়াস ফনির স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ফের কি পশ্চিমবঙ্গে সাইক্লোন মোকার প্রভাবে লন্ডভন্ড পরিস্থিতি হতে পারে? পুরোটাই নির্ভর করছে ঘূর্ণিঝড় মোকা কোন জায়গায় হিট করতে চলেছে সেই অবস্থার উপরে। তবে হাওয়া অফিসের সূত্রে প্রতিনিয়ত এই সাইক্লোনের গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।