ট্রেন্ডিং

DA Hike – নবান্নের নয়া বিজ্ঞপ্তি 3% নয় 6% DA, তাহলে মিনিমাম কত বাড়ছে বেতন?

AICPI হারে বকেয়া ডিএ (DA Hike) কবে মিলবে বা কবে আদালতের রায় মেনে বছরে বছরে ডিএ ঘোষণা হবে? তা জানা নেই। তার মাঝেই একের পর এক নয়া সিদ্ধান্ত নেওয়া হল। প্রথমত কেন্দ্রীয় হারে ডিএ এর দাবি জানাল রাজ্য সরকারি কর্মীরা। তারপর রাজ্যের বাজেটে 3% DA Hike. সম্প্রতি DA বৃদ্ধি এবং কর্মীদের প্রদান, এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। গত 15 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

DA Hike Calculation:

সেখানে রাজ্য সরকারি কর্মীদের 3% DA Hike করে মোট 6% ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু কর্মীদের দাবি, তারা ভিক্ষাবৃত্তি নেবেন না। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কি জানানো হয়েছে? বিজ্ঞপ্তিতে অনুসারে, রাজ্য সরকারের তরফে সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ও স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছে।

বকেয়া এর দাবিতে এবার শুধু কর্মবিরতি নয়, রাজ্য জুড়ে ধর্মঘট, কবে জানুন।

চলতি বছরের আগামী ১ মার্চ থেকে এই সকল কর্মীরা ৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। গত ২০২১ সালের জানুয়ারি মাসে সরকারিভাবে কর্মীদের 3% মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়েছিল। চলতি বছরে আবারও 3% মহার্ঘ্য ভাতা বৃদ্ধি। যদিও ডিএ বৃদ্ধি হলেও কর্মীরা তাদের দাবিতে অনড়। ইতিমধ্যে বকেয়া বৃদ্ধির জন্য কর্মীরা অনশনে যোগদান করেছেন।

যার জেরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কয়েকজন কর্মী। ডিএ এর দাবিতে গত ২১ এবং ২২ ফেব্রুয়ারি (সোমবার এবং মঙ্গলবার) সরকারি কর্মীরা রাজ্য জুড়ে মোট দুদিনের কর্মবিরতি পালন করেছেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আন্দোলন আরো জোরদার করতে আগামী ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছে।

এ নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল জানান, রাজ্য সরকারের এই ডিএ তারা প্রত্যাখ্যান করতে চান। সরকারের বেতন সংক্রান্ত যে পোর্টাল রয়েছে কর্মীদের তাতে 3% ডিএ প্রত্যাখ্যান করার সুযোগ করে দেওয়া হোক। তাছাড়া সংবাদ মাধ্যমে কো-অর্ডিনেশন কমিটি কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানান, কর্মীরা তাদের অধিকারের জন্য লড়াই করছেন।

তাই 3% ডিএ ঘোষণা করার পরেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তেমনভাবে বিজ্ঞপ্তি জারির পরেও সিদ্ধান্ত একই থাকবে। সরকারি কর্মীদের 35% হারে ডিএ দিতেই হবে, এটাই তাদের দাবি।
|
নতুন ডিএ বৃদ্ধিতে কত বাড়ছে বেতন?
রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে আগের 3% মিলিয়ে মত 6% ডিএ পাবেন কর্মীরা। অর্থাৎ কোনো কর্মীর বেসিক 20000 টাকা হলে 1200 টাকা ডিএ বাবদ মত পাবেন, যেখানে আগে পেতেন 600 টাকা।

রাজ্য সরকারী কর্মীদের DA Hike এর বিজ্ঞপ্তি প্রকাশ, কত টাকা বাড়ছে বেতন, নতুন নিয়ম টা জেনে নিন।

নতুন ঘোষণার ফলে 600 টাকা বেতন বাড়লো। যাদের 30000 টাকা বেসিক তারা 1800 টাকা মোট ডিএ পাবেন। নতুন ঘোষণায় বাড়লো 900 টাকা। এইভাবে নয়নের বেসিক দিয়ে নিজের ডিএ এর পরিমাণ হিসাব করতে পারবেন।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

2 Comments

  1. 3% ডিএ মুখ্যমন্ত্রী ও তার চাটুকারদের নামে উৎসর্গ করা উচিৎ । এম.এল . এ এবং মন্ত্রীদের সাম্মানিক বৃদ্ধি হচ্ছে আর রাজ্যসরকারী কর্মচারীরা হকের পাওনা চেয়ে কেন্দ্রীয় হারে চাইলে চাটুকারগন বলছেন কেন্দ্রীয় সরকারের চাকরি করুন ।আমার মত হল যে , যখন আপনারা রাজ্য চালাতে পারছেন না তখন ছেড়ে দিন ।এটা কি নিজের ব্যক্তিগত সম্পত্তি ভাবছেন ? যা খুশি তাই ভাট বকছেন । পরীক্ষা দিয়ে চাকরি করছেন আপনারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন । এখানে কারা নির্ভেজাল ও উত্তম একটু ভাববেন ? আর সেই ক্ষমতা না থাকে তবে আশেপাশে কাউকে জেনে নেবেন । লজ্জাহীনভাবে যা তা পাগলের প্রলাপ বকবেন না । যত সব উন্মাদ !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *