DA Hike – বকেয়া ডিএ বৃদ্ধির তারিখ নির্ধারণ করলো সরকার, এই সিদ্ধান্তের অপেক্ষা করছিলেন সরকারি কর্মীরা।
বকেয়া ভাতা বৃদ্ধি (DA Hike) কবে হবে? এই একটি প্রশ্ন বিগত অনেক দিন ধরে সকল সরকারি কর্মীদের (Government Employees) মনে ঘোরা ফেরা করছিল। কিন্তু এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত জানতে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এবারে এই মর্মে এক গুরুত্বপূর্ণ আপডেট কিছু সংবাদ মাধ্যম সুত্রে পাওয়া যাচ্ছে। যেই খবর জানতে পারলে সকল কর্মীদের এই পুজোর মরশুমে খুশি বয়ে আনবে। এবারে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
DA Hike Latest News In India.
অবশেষে মহার্ঘ ভাতা (DA Hike) পাওয়ার দিন ঠিক হয়ে গেল। 1 লা জুলাই এর হিসেবে বর্ধিত মহার্ঘ ভাতা পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees). দীর্ঘ দিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা চলছিল। কেন্দ্রীয় সরকারি কর্মীরা অপেক্ষা করছিলেন কবে তাদের বর্ধিত DA নিয়ে ঘোষনা করবে মোদি সরকার। তবে এবার অপেক্ষার অবসান হবে। দীপাবলির আগেই বর্ধিত DA নিয়ে ঘোষনা করবে কেন্দ্র সরকার। দীপাবলির আগেই খুশির খবর দেবে সরকার।
বর্তমানে কেন্দ্র সরকারের কর্মীরা 42 শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA Hike) পান। তবে সপ্তম পে কমিশনের (7Th Pay Commission) ঘোষনা অনুযায়ী এক লাফে এবার DA পরিমাণ বেশ কিছুটা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। গত 12 মাসে AICPI-IW-এর গড় হল 382.32. সূত্র অনুযায়ী মোট মহার্ঘ ভাতা হবে 46.24 শতাংশ। বর্তমান মহার্ঘ ভাতার হার 42 শতাংশ।
এমন পরিস্থিতিতে, 1লা জুলাই 2023 থেকে DA 46.24 শতাংশ – 42 শতাংশ = 4.24 শতাংশ বৃদ্ধি (DA Hike) পাবে। অনুমান করা হচ্ছে , প্রতি বছর দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে সুখবর পেয়ে থাকেন। এবারও সেই প্রক্রিয়ার ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে। শুধু মহার্ঘ ভাতা বৃদ্ধি নয়ে যে ঘোষনা হবে তা নয় করোনার মহামারির সময় যে 18 মাসের মহার্ঘ ভাতা বাকি ছিল তা নিয়েও ঘোষনা করা হবে।
এই বাকি থাকা 18 মাসের DA যদি দেওয়া হয় সেক্ষেত্রে প্রত্যেকটি সরকারি কর্মচারীর অ্যাকাউণ্টে প্রায় 2 লক্ষ টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে। যদি দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা (DA Hike) নিয়ে বড় সুখবর পান, সে ক্ষেত্রে কম বেশি 1 কোটির বেশি মানুষ এর সুবিধা ভোগ করবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় 63 লাখ অ্যাক্টিভ কর্মচারী এবং 37 লাখের মতো পেনশন ভোগী কর্মচারী রয়েছে।
Govt Scheme – রাজ্য সরকারের বড় উদ্যোগ নাগরিকদের জন্য। এখন থেকে আরও সুবিধা পাবেন।
যারা সরাসরি সরকারের এই সিদ্ধান্তের সুবিধা ভোগ করবেন। দীপাবলির আগে এই DA পেলে খুশি হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিন্তু এই DA Hike বা বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা (West Bengal Government Employees) কোন খবর পাবেন না। কারণ এই মামলার পরবর্তী শুনানি আগামী নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) হতে চলেছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Finance Department – রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের বড় আপডেট। এক ধাক্কায় অনেক