চাকরি

DA Hike – বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে দারুণ খবর, খুশি সরকারি কর্মীরা।

নিজেদের প্রাপ্য বকেয়া ডিএ বৃদ্ধির (DA Hike) জন্য সরকারি কর্মীরা অনেকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। কিন্তু সরকারের তরফে মাসের পর মাস চলে যাওয়ার পরেও কোন ধরণের ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি। আর এই কারণের জন্য অনেক কর্মীরাই অনেকটাই হতাশ হয়েছেন। কিন্তু এই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষনা করতে চলেছে বলে অনেকেই মনে করছে।

DA Hike News In October By Central Government.

পুজোর মরশুমে মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike News) নিয়ে কী ঘোষনা করবে কেন্দ্র সরকার সেই দিকে তাকিয়ে আছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees). অনেকেই আসা করেছিলেন যে ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে এই নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। কিন্তু সেটা হয়নি, অতএব এই অক্টোবর মাসের মধ্যেই এই নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

কোন দিন তাদের মহার্ঘ ভাতা (DA Hike) অনুমোদিত হবে এবং কখন তারা এর সুবিধা পাবেন তা এখনও নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত যে মহার্ঘ ভাতা 4 শতাংশ বৃদ্ধি পাবে এবং 2024 সালের 1লা জুলাই থেকে প্রযোজ্য হবে। ইনডেক্স নম্বর বাড়লে সেটা পুজোর আগে উপহার হবে সরকারি কর্মীদের কাছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 4 শতাংশ বৃদ্ধি পাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

মহার্ঘ ভাতা বাড়িয়ে (DA Hike) 46 শতাংশ করা হবে। এখন পর্যন্ত তাদের 42 শতাংশ হারে বেতন দেওয়া হচ্ছে। তবে 30শে সেপ্টেম্বর সন্ধ্যায় আগস্ট মাসের AICPI (All India Consumer Price Index) IW নম্বর আসবে। এখন পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী মহার্ঘ ভাতা 47 শতাংশ অতিক্রম করেছে। আগামী দিন গুলোতে তা 48 শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Food Safety (খাদ্য সুরক্ষা)

এই সংখ্যা গুলি মহার্ঘ ভাতার (DA Hike) সংখ্যা গুলি নিশ্চিত করবে যা আগামী বছরের জানুয়ারী থেকে কার্যকর হবে। এই সংখ্যাগুলি জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সূচকের মধ্যে থাকবে। 2023 সালের জুলাই মাসে AICPI সূচকের সংখ্যায় 3.3 পয়েন্টের বড় উত্থান হয়েছিল। 2023 সালের জুলাই মাসে সূচকটি 139.7 পয়েন্টে পৌঁছেছে।

Free Ration – বিনামূল্যে রেশন সামগ্রী নিয়ে বড় ঘোষণা সরকারের, অক্টোবরেই মেয়াদ শেষ?

এর ভিত্তিতে মহার্ঘ ভাতার স্কোর (DA Hike) বেড়ে হয়েছে 47.14 শতাংশ। এখন আগস্টের সংখ্যাই নির্ধারণ করবে মহার্ঘ ভাতার স্কোর কতটা লাফিয়ে উঠেছে। তবে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের পর এর চূড়ান্ত সংখ্যা গণনা করা হবে। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারির মধ্যে ডিএ 50 শতাংশের সীমা অতিক্রম করবে।
এই খবরে খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

Future Business Trends – রাস্তার পাশে বাড়ি থাকলে গাড়ির চার্জিং স্টেশন দিন। আগামী 50 বছর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *