Dearness Allowance – বকেয়া ডিএ নিয়ে সুখবর শোনালো সরকার। পুজোর আগেই পকেট ভরবে সরকারি কর্মীদের।
আর হাতে গোনা কয়েক দিন বাকি পুজোর। তার আগেই বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দেওয়া নিয়ে সরকারের তরফে সরকরি কর্মীদের জন্য কিছু দিনের মধ্যেই খুব ভালো একটি সুখবর আসতে চলেছে। নবরাত্রির আগেই খুশির খবর পেতে পারেন সরকারি কর্মীরা। আর কিছু দিনের মধ্যেই আসতে চলেছে DA বৃদ্ধির খবর (DA Hike News). তবে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু ঘোষনা কর হয়নি। DA বাড়বে 45%. বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 42% হারে DA পান। বিভিন্ন রিপোর্টে দিকে তাকালে দেখা যাচ্ছে এবার মহার্ঘ ভাতা 42% থেকে বেড়ে 45% হতে পারে।
Dearness Allowance Breaking News.
যার অর্থ মহার্ঘ ভাতা (Dearness Allowance) 3 শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। এমনকি অনেক বিশেষজ্ঞদের দাবি এই বৃদ্ধির হার 4 শতাংশও হতে পারে। 3% DA বাড়লে বেতন কত হবে? যদি একজন কর্মচারীর বেতন প্রতি মাসে 50,000 টাকা হয় এবং তার মূল বেতন হয় 25,000 টাকা। এই ধরনের একজন কর্মচারী বর্তমানে প্রতি মাসে 10,500 টাকা DA পাবেন।
মহার্ঘ ভাতা (Dearness Allowance) 3 শতাংশ বৃদ্ধির পরে, কর্মচারীর DA বেড়ে 11,250 টাকা হবে। এভাবে প্রতি মাসে বেতন 750 টাকা (বার্ষিক 9000 টাকা) বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে, যদি একজন কর্মচারীর বেতন প্রতি মাসে 50000 টাকা হয়, তবে তিনি বার্ষিক 9000 টাকা DA পাবেন। সেই অনুযায়ী পেনশনভোগীরাও উপকৃত হবেন। জুলাই 2023 সালে প্রকাশিত তথ্য অনুসারে, CPI স্কোর 3.3 পয়েন্ট বেড়ে 139.7 পয়েন্টে পৌঁছেছে।
DA বৃদ্ধির বিষয়ে, অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক, শিব গোপাল মিশ্র জানিয়েছিলেন ফেডারেশন মহার্ঘ ভাতা (Dearness Allowance) 4 শতাংশ বৃদ্ধির দাবি করছে। তবে এবার সরকার মহার্ঘ ভাতা 3 শতাংশ বাড়াতে পারে। 2024 সালে DA 50 শতাংশ ছড়িয়ে যাবে, আশা করা হচ্ছে, আগামী বছরের জুলাই থেকে ডিসেম্বরের মহার্ঘ ভাতা বৃদ্ধির হার 50 শতাংশ ছাপিয়ে যেতে পারে।
Gold Price – সোনার দাম আরও কমলো, টানা 3 দিন দাম কম থাকবে জানালো সরকার।
এমনটা হলে পে কমিশনের (7Th Pay Commission) নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতার প্রাপ্ত টাকা বেতন হিসেবে যোগ করা হবে ও মহার্ঘ ভাতা 0 শতাংশে নেমে আসেব। ধরুন কোন কেন্দ্রীয় সরকারি কর্মচারী 18000 টাকা বেতন পান, তবে আগামী বছরের মধ্যে তাঁর বেতন 9000 টাকা বেতন পারতে পারে। এর সাফ অর্থ হল তার বেতন (Dearness Allowance) একলাফে বেড়ে 9000 টাকা হয়ে যেতে পারে এবং DA 50% বাড়ার ফলে তা আবার 0 তে নেমে আসবে।
Free Ration – পশ্চিমবঙ্গে রেশন কার্ড নিয়ে চালু নতুন নিয়ম। খুশি হলো 9 কোটি রেশন গ্রাহক।