Holiday – দুর্গাপুজোর ছুটির নিয়ম বদল! কাদের কতদিন ছুটি থাকবে? আগেভাগে জেনে নিন।
পুজোর ছুটির (Durga Puja Holiday) নিয়মে বদল! আগে যেমন পুজোর ছুটি পেত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়ারা এবার সেই ছুটির নিয়মে পরিবর্তন আনা হয়েছে। কি পরিবর্তন আনা হল চলুন দেখে নিন। পুজোর আর এক টানা ছুটি পাবে না পড়ুয়ারা। প্রাথমিক এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল গুলোর ছুটি আর সমান থাকছে না।
Durga Puja 2024 Holiday News In West Bengal.
পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক স্কুলের (Primary School) পুজোর ছুটি অনেকটাই কমে যাবে। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল গুলো আগের মতই পুজোর ছুটি পাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফ থেকে এমন ছুটির (Holiday) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন গরম প্রতি বছর বাড়ার কারনে গরমের ছুটিও (Summer Vacation) বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা।
এই বছরও তাই হয়েছে তবে এই বছর গরমের ছুটি (Summer Holiday) বাড়ানোর মুল কারণ লোকসভা ভোট (Lok Sabha Election 2024) এমনটাই মনে করছেন অনেকে। যেখানে গরমের ছুটি পাওয়ার কথা ছিল 10 দিন সেখানে গরমের ছুটি বেড়ে হয়েছে 22 দিন। আর এই ছুটি শুরু হবে আগামী 6ই মে থেকে এবং স্কুল খুলবে 2রা জুন। আর এই দুর্গাপুজোর সময়ে ছুটির (Holiday 2024) তারতম্যের কারণের জন্য অখুশি অনেকেই।
প্রাথমিক স্কুল গুলোতে পুজোর ছুটি কমানো হয়েছে। এই বছর দুর্গা পুজো ও লক্ষ্মীপুজোর জন্য 7ই অক্টোবর থেকে বন্ধ হবে স্কুল। এরপরে স্কুল খুলবে 18ই অক্টোবর। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো উপলক্ষে প্রাথমিক স্কুল গুলোতে ছুটি থাকবে 11 দিন। এরপরে স্কুল খুলে যাবে। আবার কালীপুজো ও ভাইফোঁটায় ছুটি থাকবে প্রাথমিক স্কুল গুলোতে। কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে প্রাথমিক স্কুল গুলোতে ছুটি (Holiday) থাকবে 31শে অক্টোবর থেকে 4ঠা নভেম্বর পর্যন্ত।
তবে প্রাথমিক স্কুল গুলোতে এমন ছুটি থাকলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলোতে ছুটির (School Holiday) এমন নিয়ম থাকবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলোতে পুজোর ছুটি শুরু হবে 7ই অক্টোবর এবং স্কুল খুলবে 5ই নভেম্বর অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল গুলো টানা ছুটি পাবে পুজোর। ছুটি কমেছে কেবল মাত্র প্রাথমিক স্কুলের ক্ষেত্রেই। আর এই নিয়মই বিগত কিছু বছর ধরে বদলে দেওয়া হয়েছে।
ছুটির (Holiday) এই বৈষম্যের কারনে আসন্ন দুর্গাপূজায় রাজ্যের 50 হাজার প্রাথমিক স্কুল খোলা থাকবে। আর অন্যদিকে 9991টি মাধ্যমিক এবং 6771টি উচ্চ মাধ্যমিক স্কুলে পুজোর টানা ছুটি থাকবে। কিন্তু এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নতুন সিলেবাস আসার ফলে অভিভাবকরা এই সিলেবাস নিয়ে চিন্তায় আছে। তাই তারা মনে করছেন প্রাথমিক স্কুল গুলোর মত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল খুলে রাখা যেতে পারে।
Written by Ananya Chakraborty.
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে সংসদের কি সিদ্ধান্ত দেখুন।