Google Pay – প্রতিদিন 2000 টাকা বাড়িতে বসে পাবে GPay গ্রাহকরা! কিভাবে পাবেন জেনে নিন
বাড়িতে বসে প্রতিদিন ২০০০ টাকা রোজগারের সুযোগ দিচ্ছে Google Pay বা গুগুল পে। এখনকার দিনে অনলাইন পেমেন্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর বেশিরভাগ মানুষই GPay, Phone Pe, Paytm, Mobikwik, Freecharge এই ধরণের পেমেন্ট অ্যাপ ব্যবহার করে থাকেন। আর এই টাকা লেনদেন (Financial Transaction) করার সঙ্গে সঙ্গে যদি রোজগার করা যায় তাহলে তো সোনায় সোহাগা।
Earn Money on Google Pay Refer & Cashback.
আজকে আমরা এই পেমেন্ট অ্যাপের অন্তর্গত একটি কাজের দারুন উপায় সম্পর্কে বলব। বিভিন্ন মানুষ সরকারি ও বেসরকারি কোম্পানিতে কাজ করে কেউ ব্যবসা করেন এই সব কাজের মাঝে যদি কিছু কাজ করে টাকা আয় করা যায় তাহলে মন্দ হয় না বলুন। আজ আপনাদের সাথে Google Pay এর মাধ্যমে কিভাবে আয় করতে পারবেন সেই ব্যাপারে বলব।
বর্তমান সময়ে সব জিনিসই অনলাইন হয়ে গিয়েছে। এই অ্যাপ গুলোর মাধ্যমে বিল জমা (Bill Payment), কাউকে টাকা লেনদেন (Financial Transaction), মোবাইল রিচার্জ (Mobile Recharge) এই সবের পাশাপাশি অর্থ আয় করা যায়। আজ আপনাদের Google Pay এর মাধ্যমে কিভাবে ঘরে বসেই 2000 টাকা আয় করতে পারবেন সে বিষয়েই বলব।
গুগুল পে বা Google Pay এর মাধ্যমে ঘরে বসে 500 থেকে 2000 টাকা আয় করার দুটি সহজ উপায় রয়েছে। একটি রেফারাল ও আর একটি GPay Cashbach Offer. আপনারা যারা এই বিষয়ে জানেন তারা অনেকেই এই পদ্ধতি অবলম্বন করে আয় করেছেন। কিন্তু অনেকেই আছে যারা জানে না এই অ্যাপটি ব্যবহার ও করে না আজ এই প্রতিবেদন তাদের জন্যে।
Earn Money From GPay Refer Process
আপনার ফোনের Google Pay নিজস্ব লিঙ্ক যদি অন্য কোনো ব্যক্তিকে শেয়ার করেন তাহলে আপনি অ্যাপের অফার (GPay Offer) অনুযায়ী 101 টাকা পেয়ে যাবেন। অনেক সময় এর ক্যাশব্যাক 201 টাকাও দেওয়া হয়। আর এই ক্যাশব্যাকটি সরাসরি আপনার GPay Account এ দেওয়া হয়। তবে এই ক্যাশব্যাকটি (Cashback) তখনই পাবেন যখন আপনার সেই ব্যক্তি ডাউনলোড করে তার একাউন্ট তৈরি করেন।
এছাড়াও কিছু সময় পর লেনদেন করেন তাহলেই এই টাকা আয় করতে পারবেন। তিনি যদি লেনদেন করেন তাহলে আপনার একাউন্ট থেকে আপনি 200 টাকা তার সাথে লেনদেন করলে 101 টাকা 201 টাকা ক্যাশব্যাক পাবেন। এইভাবে আপনি যদি এই Google Pay App 5 জনের সাথে শেয়ার করেন তাহলে আপনি 500 থেকে 1000 টাকা আয় করতে পারবেন।
Google Pay Cashback Offer to Earn Money
GPay এর আর একটি উপায়ে ঘরে বসেই আয় করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ এর বিল (Electric Bill), DTH রিচার্জ, মোবাইল রিচার্জ (Mobile Recharge), ব্রডব্যান্ড (Broadband), ল্যান্ডলাইন রিচার্জ (Landline Recharge), রান্নার গ্যাস বুকিং (LPG Gas Booking) সব করা যায়। এই সব কাজ করার সময় আপনাকে ক্যাশব্যাক দেওয়া হয়। এই কাজের মাধ্যমে আপনারা ভালো পরিমাণে টাকা সেভ বা রোজগার করতে পারবেন।
নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা নিয়ে নতুন নিয়ম আনল সরকার! কতটা লাভবান হবে সকলে?
How To Download Google Pay App?
1) প্রথমে Google Play Store গিয়ে Google Pay লিখে সার্চ করে তা Install করুন।
2) তারপরে নিজের ফোন নম্বর যা ব্যাংক একাউন্টের সাথে লিঙ্ক করা আছে তা দিয়ে বা আপনার গুগল একাউন্ট দিয়ে লগ ইন করতে হবে।
3) লগ ইন করার কাজ সম্পন্ন হলে আপনি এই অ্যাপের মাধ্যমে সব কাজ করতে পারবেন এবং আয় ও করতে পারবেন।
Written by Ananya Chakraborty.
বাড়ি বাড়ি ফ্রি ইন্টারনেট দিচ্ছে সরকার। PM Wani প্রকল্পে Free WIFI কিভাবে পাবেন?