প্রকল্প

ফেব্রুয়ারী মাসে কোন ক্যাটাগরীর রেশন কার্ডে কি পরিমান রেশন দেবে? তালিকা দেখে নিন।

রেশন কার্ড এর মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী পান দেশের ৮০ কোটি জনগন। অতিমারীর আবহে বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফে। বর্তমানে এখনও সেই প্রকল্প চালু রয়েছে। বিশেষত, সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবেই আজকের প্রতিবেদনে জানানো হবে চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কোন কার্ডে মাথা পিছু কত কিলো করে রেশন মিলবে।

কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন দেওয়া হবে? জেনে নিন।

ফেব্রুয়ারি মাসে বাজেটে আগামী 1 বছর বিনামূল্যে রেশন প্রদান করা হবে সেই নিয়ে ঘোষণা করা হয়েছে। মোট 5 টি ক্যাটাগরীর ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যেগুলি হল AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II. কিন্তু কোন ক্যাটাগরীর রেশন কার্ডে কত কিলো করে রেশন মিলবে তা জেনে নেওয়া যাক। এর মধ্যে AAY ক্যাটাগরি বলতে অন্তদয় ক্যাটাগরিকে বোঝায়।

পুরো এক বছর পাবেন বিনামূল্যে চাল, ডাল, তেল থেকে মুদি মাল, সরকারের বিরাট ঘোষণা, আজই নাম লেখান।

ফেব্রুয়ারীতে কত কিলো রেশন মিলবে?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে,
১) চলতি মাসে AAY ক্যাটাগরীর কার্ডে বিনামূল্যে 21 কেজি চাল এবং 13 কেজি 300 গ্রাম আটা বা 14 কেজি গম পাওয়া যাবে। সঙ্গে এই কার্ডের অন্তর্ভুক্ত প্রত্যেক পরিবারকে 1 কেজি করে চিনি দেওয়া হবে (13 টাকা 50 পয়সার বিনিময়ে)।
২) PHH রেশন কার্ডে বিনামূল্যে কার্ডপিছু 3 কেজি করে চাল এবং 1 কেজি 900 গ্রাম করে আটা বা 2 কেজি গম দেওয়া হবে।

৩) SPHH রেশন কার্ডে মাথা পিছু 3 কেজি করে চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা বা 2 কেজি করে গম দেওয়া হবে।
৪) RKSY-I কার্ডে ফেব্রুয়ারি মাসে বিনামূল্যে মাথা পিছু 5 কেজি করে চাল দেওয়া হবে।
৫) RKSY-II কার্ডে ২ কেজি করে চাল দেওয়া হবে।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

বাজেট ঘোষনা হতেই বদলে গেল রেশন তোলার নিয়ম, এই 3 টি নিয়ম না মানলে রেশন পাবেন না।

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *