ট্রেন্ডিং

LPG গ্যাসে 300 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার! গ্রাহকরা কিভাবে পাবেন দেখুন

রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) নিয়ে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের সর্বক্ষণ চিন্তা থাকে। আর এই দাম প্রতিমাসের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলোর তরফে এই দাম নির্ধারণ করা হয়ে থাকে (Liquefied Petroleum Gas). আর বিগত কিছু সময় ধরে এই দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর এই কারণের জন্য কেন্দ্র সরকারের তরফে গ্রাহকদের জন্য এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Pradhan Mantri Ujjwala Yojana).

Ujjwala Yojana LPG Gas Subsidy Update.

কেন্দ্র সরকারের বিখ্যাত প্রকল্প উজ্জ্বলা যোজনার কথা সবাই জানেন। এই প্রকল্পের মাধ্যমে গরিব পরিবারের মহিলাদের বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হয়। আর প্রতি সিলিন্ডার প্রতি 300 টাকা করে ভর্তুকি দেওয়া হয়। চলতি বছর এই উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana LPG Gas) ভর্তুকি দেওয়ার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্র সরকার গরিব নাগরিকদের কথা ভেবে এই ভর্তুকির মেয়াদ বাড়িয়েছে। 2025 সালের মার্চ মাস পর্যন্ত ভর্তুকির (LPG Gas Subsidy) মেয়াদ বাড়িয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY 2.0)

তবে এই ভর্তুকি প্রতি বছরে শুধুমাত্র 12 টি সিলিন্ডার এই পাওয়া যাবে। উজ্জ্বলা যোজনার অধীনে এখনো 9 কোটির বেশি মহিলা যুক্ত আছে। দেশের সকল মহিলাদের উনুনের এবং কাঠ কয়লার ধোঁয়া থেকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প শুরু করেন। আপনিও যদি এই প্রকল্পে নাম লিখিয়ে 300 টাকা ভর্তুকি (LPG Subsidy in Ujjwala Yojana 2.0) পেতে চান তাহলে নাম নথিভুক্ত করুন।

PM উজ্জ্বলা যোজনা

তবে একটি বিষয় মাথায় রাখবেন, 12 টি সিলিন্ডার প্রতি 300 টাকা করে ভর্তুকি পাওয়ার জন্য প্রথমে আপনাকে বাজার দরেই গ্যাস সিলিন্ডার কিনতে হবে। তারপরেই 300 টাকা করে ভর্তুকি পাওয়া যাবে। আর এবারে জেনে নেওয়া যাক যে যারা এখনো পর্যন্ত এই ভর্তুকি পাওয়ার জন্য আবেদন করেননি তারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন সেই সম্পর্কে জেনে নিন।

নতুন উজ্জ্বলা 2.0 সংযোগের জন্য আবেদন করুন

বলে রাখা ভালো যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম BPL Ration Card থাকতে হবে। না হলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের গ্যাস এজেন্সির নাম সিলেক্ট করে রেশন, আধার কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে। তারপর নিজের সকল তথ্য দিয়ে সাবমিট করলে আপনাদের আবেদন গ্রাহ্য করে নেওয়া হবে। এবারে দেশে রান্নার গ্যাসের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতের বিভিন্ন শহরে LPG সিলিন্ডারের দাম কত?

1) দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 803 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1676 টাকা।
2) কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকা, বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1787 টাকা।
3) মুম্বইয়ে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 802 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1629 টাকা।
4) চেন্নাইয়ে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 818 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Gas) দাম 1845 টাকা।

5) গুরুগ্রাম ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 811 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1684 টাকা।
6) নয়ডাতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 800 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1667 টাকা।
7) বেঙ্গালুরু ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 805.50 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1755 টাকা।
8) ভুবনেশ্বরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price) 829 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1824.50 টাকা।

SBI FD (স্টেট ব্যাংক ফিক্সড ডিপোজিট)

9) চণ্ডীগড় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 812.50 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1697 টাকা।
10) হায়দ্রাবাদে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 855 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1904.50 টাকা।
11) জয়পুর ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 806 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1698 টাকা।
12) লখনউ ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas) 840.50 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1789 টাকা।

পোস্ট অফিস সেভিংস স্কিমে সুদ বাড়তে চলেছে! PPF, FD, RD, SSY সব কিছুতেই

13) পাটনাতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 892.50 টাকা, আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1932 টাকা।
14) ত্রিভান্দ্রমে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 812 টাকা, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1706.50 টাকা। আর আপনারা অনলাইনের মাধ্যমে সমগ্র দেশের LPG গ্যাসের দাম সম্পর্কে জেনে নিতে পারবেন। আর এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনারা এই সুবিধা পেতে চাইলে শীঘ্রই আবেদন করুন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *