ট্রেন্ডিং

LPG Gas: রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা করলো সরকার দীপাবলির আগে! কি সুবিধা পাওয়া যাবে?

রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে এমনিতেই দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের চিন্তার শেষ নেই সব জিনিসের ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে সংসারের খরচ চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে অনেকের। আর ধীরে ধীরে এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি (LPG Price Hike) হয়ে যাওয়ার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেকেকে (Liquefied Petroleum Gas).

Get Free LPG Gas on PMUY Scheme

ইতিমধ্যেই আমরা অক্টোবর মাসের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আর আগামী নভেম্বর মাস পর্যন্ত এই উৎসবের মরশুম চলবে। আর এই মরশুমের মধ্যে আগামী মাসে রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) বৃদ্ধি পায় কিনা সেই দিকেই নজর রয়েছে অনেকের। কিন্তু এবারে এই নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার।

Liquefied Petroleum Gas

উৎসবের মরশুমে দারুন খবর দেশবাসীর জন্য, সামনেই আলোর উৎসব দীপাবলি। দীপাবলি মানেই চতুর্দিকে আলোই আলো আর বাড়ি বাড়ি আলো আর মন্ডা মিঠাই খাওয়া দাওয়া। এবার এই দীপাবলির আগেই মহিলাদের জন্য দারুন খবর আনল কেন্দ্র সরকার। দীপাবলিতে মহিলাদের রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে খুবই খুশির খবর দেওয়া হল এবারে।

রান্নার গ্যাস নিয়ে সুখবর

মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (Free LPG Gas) দেবে কেন্দ্র। গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে যে পরিমান রযেছে তাতে এখন সাধারন মানুষদের পক্ষে এখন কেনা মুশকিল। তাই উৎসবের মরশুমে বিনামূল্যে সিলিন্ডার দিলে একটু হলেও চাপ কমবে মানুষদের। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বহু মানুষ উপকৃত হবেন। কারা পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার চলুন দেখে নিন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

দীপাবলির আগেই বিনামূল্যে দেওয়া হবে গ্যাস সিলিন্ডার। তবে এই গ্যাস সিলিন্ডার সবাই পাবেন না। শুধুমাত্র উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana LPG Gas) গ্রাহকরাই পাবেন এই সুবিধা। উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে সে বিষয়ে জেনে নিন। আর তাহলে এর মাধ্যমে আপনারা সুবিধা পাবেন এবং কিছুটা খরচ কমবে সংসারের।

উজ্জ্বলা যোজনার যোগ্যতা

1) আবেদনকারীকে ভারতীয় হতে হবে।
2) আবেদনকারি মহিলাকে 18 বছরের উর্দ্ধে হতে হবে।
3) ওই পরিবারের অন্য কারোর নামে LPG সিলিন্ডার এর কানেকশন থাকলে হবে না।
4) যারা তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতির (ST) এর অন্তর্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী বা BPL তালিকাভুক্ত অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনায় নাম নথিভুক্ত রয়েছে। তারাই উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প)

উজ্জ্বলা যোজনা আবেদনের নথি

  • PMUY KYC ফর্ম।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও IFSC কোড।
  • আধার কার্ড বা ভোটার কার্ডের ফটো কপি।

বিদ্যুৎ বিলের খরচ কমতে চলেছে পশ্চিমবঙ্গে! কিভাবে এই সুবিধা পাবেন?

উজ্জ্বলা যোজনা আবেদন পদ্ধতি

প্রথমে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপরে সেখানে গিয়ে উজ্জ্বলা যোজনার ফর্মটি যাবতীয় তথ্য দিয়ে ঠিক মত পূরণ করতে হবে। ফর্মটি ঠিক মত পূরণ করলে আপনার আবেদন পত্র গ্রাহ্য করা হবে আর আপনার উজ্জ্বলা যোজনা গ্যাস (Ujjwala LPG Gas) আপনার বাড়িতে পৌছে দেওয়া হবে।
Written by Ananya Chakraborty.

Related Articles