অর্থনীতি

PMJDY Scheme – ব্যাংকে সেভিংস একাউন্ট থাকলে, 10 হাজার টাকা দিচ্ছে সরকার। নতুন বছরের নতুন প্রকল্প।

নতুন বছরের শুরুর আগে PMJDY Scheme নিয়ে এক দারুণ সুখবর শোনানো হল কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে। আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা আর তারপরেই শুরু হচ্ছে নতুন বছর ২০২৪ (New Year 2024). আর এই কারণের জন্য সকলেরই এখন উৎসবের মেজাজ ফিরে এসেছে। কিন্তু আমাদের সকলেরই উচিত এই নতুন খবর সম্পর্কে জেনে নেওয়া উচিত।

PMJDY Scheme Apply Process Online.

নতুন বছরে নতুন সুবিধা। Bank Account থাকলে পাবেন 10 হাজার টাকা। হ্যাঁ ঠিক শুনেছেন। আপনার কাছে যদি Zero Balance Account থাকে অথবা আপনার একাউন্টে যদি কোন ব্যালেন্স (PMJDY Scheme) না থাকে তাহলে পেয়ে যেতে পারেন 10 হাজার টাকা। কিভাবে দেখুন। আপনার কি জিরো ব্যালেন্স একাউন্ট আছে? অথবা আপনার কি ব্যাংকে কোন অর্থ নেই? তবে এই প্রতিবেদন আপনার জন্য।

বর্তমানে সরকারের পক্ষ থেকে জিরো ব্যালেন্স হোল্ডারদের Account এ 10 হাজার টাকা দেওয়া হবে। আপনার Bank Account এ কোন টাকা না থাকলে এবং আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে সরকার আপনাকে দেবে 10 হাজার টাকা। কেন্দ্র সরকারের PMJDY Scheme তরফ থেকে দেশের সাধারন নাগরিকদের জন্য এই সুবিধা প্রদান করা হল।

এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY Scheme). এই প্রকল্প দেশের নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য চালু করেছে সরকার। এই প্রকল্পের মাধ্যমেই সাধারন মানুষ তাদের Account এ পাবেন 10 হাজার টাকা। কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন জেনে নিন। এই প্রকল্পের অধিনে দেশের সাধারন মানুষ Zero Balance Account খুলতে পারবেন।

আপনি যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করেন তাহলে Direct Benefit Transfer এর মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক এ সরাসরি 10 হাজার টাকা ঢুকে যাবে। এই যোজনার অধিনে Bank Account করেন তবে জিরো ব্যালেন্স সেভিংস Account ছাড়াও বিভিন্ন ইন্সুরেন্স ও বয়সকালিন অনুদানের সুবিধা পাবেন। আবার আপনি যদি এই PMJDY Scheme অধীনে জিরো ব্যালেন্স একাউন্ট (PMJDY Scheme) না খুলে থাকেন তাহলেও 10 হাজার টাকা অব্দি Overdraft Credit সুবিধা পাবেন।

সরকারের এই প্রকল্প (PMJDY Scheme) আনার মুল উদ্দ্যেশ্য হল মানুষদের প্রয়োজন অনুযায়ী অল্প সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করা। কেন্দ্রের এই প্রকল্পে গ্রামের বহু মানুষ এই প্রকল্পের আওতায় Bank Account খুলছে। এই প্রকল্পে ঋণ পাওয়া খুব সহজ। এতে ঋণ নিতে গেলে কোন নথিপত্রের প্রয়োজন পরে না। কোন নথি পত্র ছাড়াই এই পলিসির মাধ্যমে ঋণ পেতে পারবেন। আর এরে সুদ ও কম। আগে এই প্রকল্পে 5 হাজার টাকা অব্দি ঋণ দিত। কিন্তু বর্তমানে 10 হাজার টাকা অব্দি ঋণ দেয়।

PPF Interest Rate (প্রভিডেন্ট ফান্ড সুদের হার)

করা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছর থেকে 65 বছরের মধ্যে হতে হবে।
  • আদেবনকারীর প্রধানমন্ত্রী জন ধন একাউন্টটি (PMJDY Scheme) কম পক্ষে 6 মাস চালু রাখতে হবে।
  • আবেদনকারীর অবশ্যই ব্যাংক একাউন্টের সাথে আধার লিংক থাকতে হবে।
  • পরিবারে যদি কোনো মহিলা মেম্বার যদি উপার্জনকারী হন তবে এই Overdraft Credit সুবিধা খুব সহজেই পাবেন।

বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম বদল করলো রাজ্য সরকার। 1লা জানুয়ারি থেকে কার্যকর!!

আর আপনারা যদি এখনো নিজেদের নামে Zero Balance Account খোলেননি তাহলে আপনাদের উচিত নিজেদের বা নিজেদের বাড়ির কোন মানুষদের নামে এই PMJDY Scheme একাউন্ট খুলে নিয়ে যদি আপনাদের প্রয়োজন পরে তাহলে এই টাকার জন্য আবেদন করতে পারবেন। আর এর ফলে আপনাদের কোন সময়ে টাকার প্রয়োজন পরলে আরও অনেক সুবিধা হবে।
Written by Ananya Chakraborty.

প্রধানমন্ত্রীর ‘স্বর্ণিমা প্রকল্পে’ 2 লক্ষ টাকা দিচ্ছে। কিভাবে এই টাকা পাবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *