Gold Price Drop – সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম, কলকাতায় প্রতি গ্রাম সোনা ও রুপোতে কত খরচ করতে হবে?
মধ্যবিত্তের কাছে গহনা মানেই বিশেষত সোনার গহনা। বিবাহ থেকে পুজো পার্বন বা যেকোনো শুভ অনুষ্ঠানে সোনার অলংকার কিনতেই ক্রেতারা পছন্দ করেন। Gold Price Drop করলে সকলে খুশি হন। কিন্তু প্রতি গ্রামে সোনা বা রুপোর দাম বাড়লেই সাধারণ মানুষের পকেটে টান পড়ে। অল্প অল্প করে জমানো টাকার উপরও অতিরিক্ত খরচ করতে হয়। সাধারণত রাষ্ট্রীয় কর, আবগারি শুল্ক, মেকিং চার্জ ও অন্যান্য নানা কারণের জন্য সোনার বাজারে প্রতি ক্যারেটে সোনার দামের পরিবর্তন হতে দেখা যায়। ফলে প্রতি ভরিতে ব্যাপক দাম লক্ষ্য করা যায়।
Gold Price Drop কত হল আজকের দাম?
আজকে কলকাতায় প্রতি ক্যারেটে সোনার দাম কত? প্রতি গ্রামে রুপোর গহনায় কত খরচ পড়ছে? গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, আজ (30 মে, 2023) কলকাতায় 22 ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম 5,550 টাকা। 10 গ্রাম সোনার দাম 55,500 টাকা। গতকাল (29 মে, 2023) প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল 55,550 টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে সোনার দাম প্রতি 10 গ্রামে 50 টাকা কমেছে (Gold Price Drop)। আজকে 24 ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম 6,055 টাকা। 10 গ্রাম সোনার দাম 60,550 টাকা।
গতকাল (29 মে, 2023) প্রতি 10 গ্রামের দাম ছিল 60,600 টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে প্ৰতি গ্রামে 5 টাকা দাম কমেছে (Gold Price Drop)। গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, 13 মে, 2023 দেশের অন্যান্য রাজ্যে 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম-
চেন্নাই- 55,880 টাকা ।
বিনিয়োগকারীদের জন্য সুখবর সেনসেক্স লাখের গন্ডি ছুঁয়ে ফেলবে, সুখবর দিলেন ব্রোকারেজ ফার্মের প্রধান।
মুম্বাই- 55,500 টাকা।
দিল্লি- 55,650 টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- 55,500 টাকা।
ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং ভাদোদ্রা- 55,500 টাকা।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ- 55,650 টাকা।
24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম-
চেন্নাই- 60,960 টাকা।
মুম্বাই- 60,550 টাকা।
দিল্লি- 60,700 টাকা ।
ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং ভাদোদ্রা- 60,600 টাকা।
ষ্টেট ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, জুন মাস থেকে নতুন নিয়ম লাগু হতে চলেছে।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ- 60,700 টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- 60,550 টাকা।
গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, কলকাতায় আজকে রুপোর প্রতি গ্রামের দাম 73 টাকা। প্রতি 10 গ্রামের দাম 730 টাকা। গতকাল 29 মে, 2023 প্রতি গ্রামের দাম ছিল একই ছিল। অর্থাৎ গতকালের তুলনায় আজকে দামের কোনো পরিবর্তন হয়নি।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।