Holiday: বাড়তি ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। কিসের জন্য এই ছুটি?
পশ্চিমবঙ্গে ফের একবারের জন্য একটি বাড়তি ছুটি (Holiday) দেওয়ার ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). ছোট থেকে বড় সকলেই ছুটি পেতে খুবই ভালোবাসে, আর টানা একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ছুটির খুবই দরকার বলেই মনে করেন অনেকে। সবেমাত্র দুর্গাপুজো কাটিয়ে উঠেছে সবাই, দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে আরও অনেক প্রতিষ্ঠান ছুটি ছিল।
Extra Public Holiday for Assembly Election
আর এখন সরকারি স্কুল ও কলেজ ছুটি (Holiday) থাকতে চলেছে আগামী ভাইফোঁটা পর্যন্ত। আর আগামীকাল রয়েছে দীপাবলি এবং তারপর ভাইফোঁটা। সেই উপলক্ষ্যে ছুটিতো থাকবেই সরকারি অফিস কাছারি। তবে এর মধ্যে আবারও আরেকটি নতুন ছুটি ঘোষণা করলো নবান্ন (Nabanna). কোন সেই বিশেষ ছুটি থাকতে চলেছে? কবে সেই ছুটি?
অতিরিক্ত ছুটি ঘোষণা!
উৎসবের আবহের মধ্যেই চলছে উপনির্বাচন, সে কারণেই জেলায় জেলায় উপনির্বাচনের দিন সমস্ত সরকারি অফিস আদালত, পঞ্চায়েত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা অর্থাৎ সরকারি সমস্ত কর্ম ক্ষেত্রে ছুটি (Holiday) দেওয়ার নির্দেশনা দিল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় উপনির্বাচন শেষ হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং সিতাইয়ে আগামী ১৩ নভেম্বরে বিধানসভা উপনির্বাচন রয়েছে।
সেই কারণেই এই সমস্ত জেলার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর এই যে আগামী ১৩ নভেম্বর একটি দিন বিশেষ ছুটি থাকতে চলেছে। শুধু সরকারি ক্ষেত্রেই নয়, উপ নির্বাচন হওয়া জেলার সমস্ত দোকান, চা বাগান, শিল্প বাণিজ্যিক সংস্থার কর্মীদেরও শ্রম দপ্তরের তরফে ছুটি (Holiday) দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে উক্ত দিনের জন্য পারিশ্রমিক তাদের কাটা যাতে না হয় সেটাও জানানো হয়েছে।
সর্বোপরি, এইবারের উপ নির্বাচন নিয়ে অনেকটাই টানটান উত্তেজনা বজায় থাকতে চলেছে। যেহেতু একুশের নির্বাচনে এই ৬ টি আসনের মধ্যে ৫ টি জায়গায় তৃণমূল জয়লাভ করেছিল তাই এইবারের উপ নির্বাচনে একই দল জয়লাভ করে কিনা নাকি খেলা ঘুরে গিয়ে বিরোধী দল আসন গ্রহণ করে সেটাই দেখার এখন!
3 মাস ফ্রি ইন্টারনেট পাবেন। দীপাবলির আগে Jio দিচ্ছে দারুণ সুযোগ
১৩ নভেম্বরের ভোটের উত্তেজনা সেই সাথে একদিনের পাওয়া বিশেষ ছুটি সেই সাথে আসন্ন দীপাবলি ও ভাইফোঁটার আনন্দ, সরকারি কর্মচারীদের ছুটির ওপর ছুটি যেন বলাই যায় একবারে পোয়াবারো। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।Written by Shampa Debnath