স্কলারশিপ

Aikyashree: রাজ্যে পড়ুয়াদের জন্য পুজোর আগে বড় ঘোষণা! মুখ্যমন্ত্রী দিলেন দারুণ ‘উপহার’

পশ্চিমবঙ্গে পড়ুয়াদের জন্য দারুণ ঘোষণা (Aikyashree) করলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). আমাদের রাজ্যে এমন বহু ছেলে মেয়ে আছে যারা আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে। এর ফলে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাই রাজ্য সরকার এই সব গরীব ছেলে মেয়েদের পড়াশোনা যাতে আটকে না যায় তার জন্যে বিভিন্ন প্রকল্প চালু করেছেন।

Aikyashree Scholarship for Minority Students

নবম থেকে কলেজ পর্যন্ত পাঠরত ছাত্রীদের দেওয়া হয় কন্যাশ্রী প্রকল্প। তপশিলি জাতি উপজাতি ও সংখ্যা লঘু সম্প্রদায় ছেলে মেয়েদের জন্যেও রয়েছে অনেক প্রকল্প। আজ আপনাদের সাথে সংখ্যা লঘু পড়ুয়াদের জন্য চালু করা একটি প্রকল্পের ব্যাপারে বলব আপনাদের, এই প্রকল্পের নাম হল ঐক্যশ্রী প্রকল্প (Aikyashree Scheme). এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

Aikyashree Scholarship in West Bengal

সংখ্যা লঘু পড়ুয়াদের জন্যে চালু করা রাজ্য সরকারের প্রকল্প হল ঐক্যশ্রী প্রকল্প। এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, মুসলিম, শিখ সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা। এই প্রকল্পে আবেদন করার জন্যে অনলাইনে আবেদন করতে হবে। ঐক্যশ্রী প্রকল্পের (Aikyashree) মাধ্যমে রাজ্য সরকার প্রি মাধ্যমিক থেকে উচ্চ শিক্ষার জন্যে আর্থিক সহায়তা করে থাকে সংখ্যা লঘু সম্প্রদায়ের পড়ুয়াদের।

ঐক্যশ্রী স্কলারশিপ

তবে চলতি বছরে এই প্রকল্পে আবেদনের প্রক্রিয়া কিছুটা আলাদা করা হয়েছে। আবেদন সংক্রান্ত কোনো সমস্যার জন্য ফোন করা যেতে পারে 8017444111 নাম্বারে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, 2023-24 শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে পড়ুয়ারা ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবার এই প্রকল্পে আবেদন করতে হবে না।

যারা যোগ্য পড়ুয়া তাদের রিনিউয়ালের জন্য SMS পাঠানো হবে ফোনে। এখন চলতি বছর যারা প্রথম শ্রেণী বা নতুন স্কুল অথবা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারাই আবেদন করতে পারবেন। Aikyashree প্রকল্প বা স্কলারশিপ সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

Ration Card (পশ্চিমবঙ্গে রেশন কার্ড)

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন কারা করবেন?

1) প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর সংখ্যা লঘু হতে হবে।
2) সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া হতে হবে।
3) আবেদনকারীকে বিগত পরীক্ষায় নূন্যতম 50% পেতে হবে।
4) ম্যাট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের আওতায় যে প্রার্থীদের পরিবারের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার কম তারাই আবেদনের যোগ্য। মেরিট কাম মিনস স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম।

টানা ১৭ দিন বন্ধ থাকবে সব! স্কুল-কলেজ সরকারি অফিসের ছুটির তালিকা

আবেদন করার জন্য পড়ুয়াদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আধার কার্ড ও প্যান কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। তারপরে সেখানে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে। এই সম্পর্কে কোন মত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles