ট্রেন্ডিং

LPG Cylinder: ফ্রিতে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা! মধ্যবিত্তের মুখে হাসি

এমনিতেই সকল গরীব ও মধ্যবিত্ত মানুষের রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম নিয়ে অনেক চিন্তা থাকে। আর মাসের শুরুতে গ্যাসের দাম (LPG Gas Price) নিয়ে তেমন কোন পরিবর্তন করা হয়নি, কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা বৃদ্ধি হয়েছে, এর ফলে ফাস্ট ফুড বা অন্য সকল হোটেল বা রেস্তোরাঁর খাবারের দাম অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এই উৎসবের মরশুমে (Liquefied Petroleum Gas).

Free LPG Cylinder Provide in Uttarpradesh

কিন্তু এবারে একদমই ফ্রিতে রান্নার গ্যাস (LPG Cylinder) দেওয়ার ঘোষণা করা হয়েছে। আর 2 দিন পর দুর্গাপুজো শুরু হবে। দুর্গাপুজোর পরই আছে কালিপুজো ও দীপাবলি। সাড়া অক্টোবর মাস জুড়েই থাকছে উৎসব। আর উৎসব মানেই সারা বছরের ক্লান্তি ভুলে আনন্দে মেতে ওঠা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে হৈচৈ করে কাটানো। আর পুজো মানে সবার প্রথমে থাকে খাওয়া দাওয়া, ভূরিভোজ তারপরে ঘোরা আড্ডা।

Free LPG Gas Provide by Government

দীপাবলির আগেই খাওয়া দাওয়া যাতে আরো জোড়তার হতে পারে আর মধ্যবিত্ত ঘরের মানুষরাও যাতে উৎসবের দিনে খুশি থাকতে পারে তার জন্য দারুন সুখবর নিয়ে এলো উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বইবে তাই উত্তরপ্রদেশের মহিলাদের মধ্যে। মোদী সরকার এখনো যাদের বাড়িতে গ্যাসের সংযোগ নেই তাদের কথা ভেবে উজ্জ্বলা যোজনা চালু করেছে। যাতে তারা বিনামুল্যে গ্যাস সিলিন্ডারের সংযোগ নিতে পারে। আর এতে পরিবেশ দূষণ কমবে।

ফ্রিতে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা!

তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার সিদ্ধান্ত নিয়েছে দীপাবলির আগেই বিনামূল্যে LPG Cylinder দেবে উত্তরপ্রদেশের নাগরিকদের। LPG সিলিন্ডার কিনতে আর খরচ করতে হবে না টাকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিদ্ধান্ত নিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামুল্যে সিলিন্ডার দেওয়া হবে মহিলাদের অর্থাৎ উজ্জ্বলা যোজনার আওতায় যে সব মহিলাদের নাম রয়েছে তারা বিনামূল্যে LPG সিলিন্ডার পাবেন।

Chit Fund (রোজভ্যালি চিট ফান্ড)

সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছে, দীপাবলির আগেই উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের বিনামূল্যে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তিনি আরো জানিয়েছেন, ইতিমধ্যে এই নিয়ে সিদ্ধান্ত কার্যকর করার জন্যে কাজ করা শুরু হয়ে গিয়েছে (LPG Cylinder). যোগী আদিত্যনাথ এই উৎসবের মরশুমে মঞ্জুর করেছে 25 টি প্রস্তাব।

পুজোর মাসে অতিরিক্ত ছুটি থাকবে! কতদিন বেশি ছুটি মিলবে?

সাধারন মানুষদের ভালোর জন্যই এই সিদ্ধান্ত গুলো নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এর ফলে লক্ষ লক্ষ মানুষদের মুখে হাসি ফুটতে চলেছে বলে মনে করছেন তারা। ফ্রিতে LPG Cylinder দেওয়ার মাধ্যমে গরীব মানুষদের অনেকটাই আর্থিক সাশ্রয় হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles