চাকরি

সরকারি কর্মীদের জন্য দীপাবলির অগ্রিম বোনাস ঘোষণা করলো সরকার, কবে টাকা ঢুকবে? জেনে নিন।

সরকারি কর্মীদের জন্য আবারো বড় ঘোষণা করা হল। ইতিমধ্যেই উৎসবের মরশুম শুরু হতেই সকল কর্মচারীদের জন্য অগ্রিম বেতন ও বোনাসের সঙ্গে আরও অনেক ধরণের ঘোষণা করা হয়েছিল। কিন্তু এবারে সরকারের তরফে একলাফে সরাসরি দীপাবলির বোনাস নিয়ে বড় ঘোষণা করা হল। কেন্দ্র কবে DA বাড়ানোর ঘোষনা করবে তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। গত কালই মোদি সরকার তাদের কর্মীদের DA সংক্রান্ত ঘোষনা করে দিল।

সরকারি কর্মীদের জন্য আবারো বড় ঘোষণা সরকারের তরফে।

4% মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র সরকার অর্থাৎ 46 শতাংশ DA বাড়ল তাদের। সেখান পশ্চিমবঙ্গের থেকে 40 শতাংশ ফারাক। আর এবার এই সুখবরের মাঝেই কেন্দ্র তাদের সরকারি কর্মীদের একাংশের মধ্যে বোনাস দেওয়ার কথা ঘোষনা করল। কত টাকা বোনাস পাবে সরকারি কর্মীরা? দেখে নিন। কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য অ্যাড-হক বোনাসের ঘোষণা করল। কিন্তু সবাই সেই বোনাস পাবেন না।

আধাসামরিক বাহিনী এবং সশস্ত্র বাহিনীর অফিসাররা সহ গ্রুপ ‘সি’ এবং নন গেজেটেড গ্রুপ ‘বি’ পদমর্যাদার অফিসাররা সেই বোনাস পাবেন। যা সর্বোচ্চ 7000 টাকা DA বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। তবে এই বোনাস পেতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে তাহলেই পাবেন এই অ্যাড-হক বোনাস। যে সরকারি কর্মচারীরা 2023 সালের 31 শে মার্চের নিরিখে চাকরি করছিলেন।

2022-23 অর্থবর্ষে একটানা কমপক্ষে ছয় মাস চাকরি করেছেন, তারা অ্যাড হক বোনাস পাবেন। আর ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কতদিন একটানা চাকরি করেছেন, সেটা মাসের নিরিখে হিসাব করে সংশ্লিষ্ট কর্মচারীদের বোনাস দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘বি’ র সমস্ত নন-গেজেটেড কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অ্যাড হক বোনাস মঞ্জুর করা হয়েছে।

যে সরকারি কর্মচারীরা কোনও ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড’ বোনাস পাননি। অ্যাড-হক বোনাস হিসেবে কত টাকা পাবেন? অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘বি’-র নন-গেজেটেড কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 30 দিনের বেতনের সমান অ্যাড হক বোনাস পাবেন। অ্যাড হক বোনাসের ক্ষেত্রে 7000 টাকার সর্বোচ্চসীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

গড় বেতন বা হিসাবের সর্বোচ্চসীমার নিরিখে যেটা কম হবে, সেটা বোনাস হিসেবে দেওয়া হবে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একদিনের অ্যাড হক বোনাস হিসাব করতে এক বছরের গড় বেতনকে 30.4 দিয়ে ভাগ করা হবে। সেটার যে ফল মিলবে, তার সঙ্গে সেই দিন সংখ্যাকে গুণ করতে হবে, যে দিনের জন্য বোনাস দেওয়া হবে।

Interest Rates – পুজো উপলক্ষ্যে AXIS Bank ও PNB গ্রাহকদের রাজার কপাল। বিরাট খুশি কোটি কোটি গ্রাহক।

আর সেটাই হবে আপনার প্রাপ্ত অ্যাড হক বোনাস। অতএব বোঝাই যাচ্চে এই খবরে খুশি কেন্দ্র সরকারি কর্মীরা। এই দিওয়ালির আগেই সরকারি কর্মীদের দারুন উপহার দিল কেন্দ্র। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য এই ধরণের কোন খবর এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়নি। এবারে দেখার অপেক্ষা যে এই নিয়ে কিছু ঘোষণা পুজোর পরে করা হয় কিনা।

Jan Dhan Yojana – জনধন একাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা। কিভাবে পাবেন জেনে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *