চাকরি

সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। অবশেষে সব দাবি পূরণ হল। খুশিতে আত্মহারা সকলে।

Government Employees বা সরকারি কর্মীদের জন্য আবার এক দারুণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে DA এর জন্য বাংলার রাজনীতি উত্তপ্ত। মহার্ঘ ভাতা বাড়ানর দাবিতে একের পর এক আন্দলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু মুখ্যমন্ত্রী বাড়াচ্ছে না DA. মুখ্যমন্ত্রীর কথায় ‘DA বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়। আর এদিকে কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়ে যাচ্ছে আর কেন্দ্রের সাথে পাল্লা দিয়ে অনেক রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়িয়েছে।

সরকারি কর্মীদের সব মনস্কামনা পূর্ণ হল।

তবে গত বছরের শেষের দিকে 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত বছর পুজোর সময় অক্টোবর মাসে কেন্দ্র সরকার সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছিল। এর পরে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতা দাঁড়ায় 46%. এবার আবার খবর পাওয়া যাচ্ছে 2014 সালে জানুয়ারিতে আবার ও DA বাড়তে পারে কেন্দ্রের কর্মীদের, এর সাথে বাড়তে পাড়ে বাড়ি ভাড়ার ভাতাও (HRA).

Mamata Banerjee (মমতা ব্যানার্জি)

যদি DA বাড়ে তাহলে তাদের মহার্ঘ ভাতার পরিমাণ দাড়াবে 50%. এদিক থেকে দেখলে সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গই অনেকটা পিছিয়ে আছে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে (DA Hike). তাদের এই মুহুর্তে মহার্ঘ ভাতার পরিমান 10%. কেন্দ্রের থেকে ব্যবধান 36%. এবার ঠিক এর মাঝেই বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার আবার তাদের বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াল।

জানুয়ারি মাসের ছুটির তালিকা। কতগুলো ছুটি বাড়ল?

সেই রাজ্যের এক লাফে 16% DA বৃদ্ধি হল। এবার কথা হল উত্তরাখণ্ডের কর্মীদের 4% DA বৃদ্ধির পর কত টাকা বেতন পাবেন তারা? প্রথমেই জানিয়ে রাখি, মহার্ঘ ভাতা বাবদ কত টাকা দেওয়া হবে তা নির্ভর করে বেসিক বেতনের উপর অর্থাৎ কোনও কর্মচারীর বেসিক বেতন যদি 17 হাজার হয় তাহলে এই বেতনের উপর 10% অতিরিক্ত বেতন দেওয়া হবে DA বাবদ। এই খবরটি উত্তরাখণ্ডের সরকারি কর্মীদের জন্য।
Written by Ananya Chakraborty.

নতুন বছরে অবশেষে এক দফায় বাড়ল ডিএ! বাংলার সরকারি কর্মীরা কত টাকা পাবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *