প্রকল্প

Gatidhara Prakalpa: গতিধারা প্রকল্প কত টাকা পাবেন? গতিধারা প্রকল্প ফর্ম ফিলাপ অনলাইন

পশ্চিমবঙ্গ সরকার ২০১৪ সালের আগস্ট মাসে গতিধারা প্রকল্পের (Gatidhara Prakalpa) সূচনা করেছিল। গতিধারা প্রকল্পের (Gatidhara Scheme) মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান (Employment) বৃদ্ধির জন্য চেষ্টা করা হয়েছে (Government of West Bengal). সেই জন্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের আর্থিক সহায়তা দিয়ে স্বনির্ভর করা একমাত্র লক্ষ্য (Government Scheme).

West Bengal Gatidhara Prakalpa 2024

রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পে সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের মহিলা থেকে বৃদ্ধ-বৃদ্ধা, কিশোরী ও যুবক সকলেই বিভিন্ন প্রকল্প বাবদ আর্থিক সহায়তা পেয়েছেন, তেমনি গতিধারা প্রকল্পের (Gatidhara Prakalpa) মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের জন্য এক লক্ষ টাকা সহায়তা করার চিন্তা ভাবনা করেছেন রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ গতিধারা প্রকল্প ২০২৪

মালবাহী গাড়ি, টোটো, কমার্শিয়াল গাড়ি, অটো, ট্যাক্সি ইত্যাদি ধরণের গাড়ি কিনে ব্যবসা করার উপায় করে দেওয়ার মধ্য দিয়ে আত্মনির্ভরশীল করে তোলার চেষ্টা করছেন রাজ্যের যুবক যুবতীদের। রাজ্যের এখনও অনেক যুবক যুবতী রয়েছেন, যাঁরা শিক্ষিত হয়েও বর্তমানে বেকারত্বের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। যেটি একজন যুবক যুবতীকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দিতে পারে।

গতিধারা প্রকল্প কবে চালু হয়?

এই জন্য রাজ্য সরকার চেষ্টা করছেন সেই সমস্ত যুবক যুবতীদের জন্য একটা ব্যবসার পথ খুলে দেওয়ার। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা নিতে ইচ্ছুক হন, তাহলে এই Gatidhara Prakalpa তে কি ভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে, আবেদন পদ্ধতি আরও অন্যান্য তথ্য সমূহ জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

গতিধারা প্রকল্প কি ও কাদের জন্য?

একজন বেকার যুবক যুবতীর পক্ষে ব্যবসা শুরু করার জন্য মূলধন পাওয়াটা খুবই অসম্ভব (Gatidhara Prakalpa). বিশেষ করে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের যুবক যুবতীদের পক্ষে মূলধন জোগাড় করে ব্যবসা শুরু করাটা অনেকটাই সমস্যার ব্যাপার। সেক্ষেত্রে রাজ্য সরকার আপনার এই ব্যবসা শুরু করার প্রথম ধাপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবেন।

যদি আপনি কোন গাড়ি কিনে রোজগার শুরু করতে চাইছেন, তাহলে যে গাড়িটি কিনবেন সেই গাড়ির দাম ২ লক্ষ টাকা হলে রাজ্য সরকার ১ লক্ষ টাকা আপনাকে ভর্তুকি (Gatidhara Prakalpa Subsidy) দেবে, বাকি গাড়ির যে এক লক্ষ টাকা, সেটি আপনি কোনো সমবায় সমিতি বা প্রতিষ্ঠান থেকে লোন নিতে পারেন। ব্যবসা শুরু করার পর নিজস্ব আয় থেকেই সেই লোন শোধ করতে পারবেন।

গতিধারা প্রকল্পে আবেদন যোগ্যতা

  • আবেদনকারী যুবক বা যুবতী যে কোন হতেই পারে
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর বয়স ২০ – ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • SC, ST, OBC দের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।
  • আবেদনকারীর পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে।
  • রাজ্যের Employment Bank এ আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে।

গতিধারা আবেদন জরুরি নথি

১) এই Gatidhara Prakalpa প্রকল্পের জন্য আবেদন ফর্ম।
২) পরিবারের আয়ের প্রমাণপত্র।
৩) আপনি কেন ও কিসের জন্য আবেদন করছেন সেই সম্পর্কে জানাতে হবে লিখিত ভাবে।
৪) গাড়ির পারমিটের জন্য আবেদনপত্র।
৫) রাজ্যের Employment Bank এ নিজের নাম নথিভুক্ত থাকার প্রমাণপত্র।

৬) নিজের বয়সের প্রমাণপত্র হিসাবে জন্মের শংসাপত্র।
৭) বাসস্থানের প্রমাণপত্র।
৮) আধার কার্ড, পান কার্ড ও ভোটার কার্ড প্রমাণপত্র
৯) ব্যাঙ্কের পাশ বইের প্রথম পাতার জেরক্স।
১০) নিজের বর্তমানের পাসপোর্ট সাইজের ছবি।
১১) কি গাড়ি কিনতে চান তার বিস্তারিত তথ্য।

PM Surya Ghar Yojana (পিএম সূর্য ঘর যোজনা)

গতিধারা প্রকল্প আবেদন পদ্ধতি

  • অনলাইনে আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য তার জন্য সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের ওয়েবসাইটে আবেদন করতে হবে।
  • এরপর আপনাকে এই Gatidhara Prakalpa-র জন্য দেওয়া তিনটি ফর্ম পরপর ডাউনলোড করে নিতে হবে।
  • এরপর তিনটি ফর্মে আপনার সমস্ত তথ্য পূরণ করতে হবে।
  • সর্বশেষ আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলোকে স্ক্যান করে সাবমিট করতে হবে। তাহলে আপনার আবেদন কাজ সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা প্রকল্পের সুবিধা গুলি কি কি? মুফত বিজলি যোজনায় আবেদন করুন

এছাড়া আপনি যদি আরও বিস্তারিত ভাবে জানতে চান তাহলে পৌরসভায় বা পঞ্চায়েতে গিয়েও এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর এই Gatidhara Prakalpa এর মাধ্যমে অনেক মানুষই সুবিধা পেয়েছেন এবং বর্তমানে নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Shampa Debnath

Related Articles