LPG Price – রান্নার গ্যাস 500 টাকা মাত্র। বছরে 8টি করে সিলিন্ডার। কিভাবে পাবেন? কারা পাবেন?
রান্নার গ্যাসের দাম (LPG Price) যেন বর্তমানে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের এক অন্যতম চিন্তার কারণ হয়ে গেছে। গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) বৃদ্ধি পেলে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের সংসারের খরচ সাম্লান একদমই মুশকিল হয়ে যায় (Liquefied Petroleum Gas). দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলছে। মূল্য বৃদ্ধির (Inflamation) বাজারে সাধারন মানুষদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
LPG Price is Only 500 Rupees for PMUY Customers.
তার মধ্যে LPG সিলিন্ডারের দামও আকাশ ছুলে তো আর কোন কথাই নেই। দাম বৃদ্ধির ফলে গ্যাস সিলিন্ডার কেনা দুষ্কর হয়ে উঠছে। তবে আজ আপনাদেরকে খুশির খবর দেব। কম দামে রান্নার গ্যাস (LPG Price) পেতে চলেছে দেশবাসী। আর এর ফলে তাদের অনেকটাই সাশ্রয় হতে চলেছে আর মাসের শুরুতেই এই সম্পর্কে জেনে নিয়ে তবে বাকি সকল প্ল্যান করুন।
৫০০ টাকায় রান্নার গ্যাস পাবেন
কিছু দিন আগেই নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের জন্য নতুন সরকার গঠন করেছে। আর সরকার গঠন করার সাথে সাথে গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price) নিয়ে এলো সুখবর। এবার মাত্র 500 টাকার বিনিময়ে পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার। দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাই সহ বেশ কিছু রাজ্যে গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) উপরে 30 টাকা দাম কমবে।
রান্নার গ্যাসের দাম কমবে
তবে এই দাম ঘরোয়া গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে (LPG Price) কমবে না এই দাম বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial Gas Cylinder) ক্ষেত্রে এই দাম কমবে। বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার এর দাম আগেই কমেছে 300 টাকা শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojna) গ্রাহকদের জন্য। আর এই ছাড় এখন পর্যন্ত চলবে বলেই জানানো হয়েছে সরকারের তরফে।
রান্নার গ্যাসের নতুন দাম কত হল?
দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 803 টাকায়। বানিজ্যিক সিলিন্ডারের দাম ছিল 1676 টাকা এখন এই দাম কমে হয়েছে 1646 টাকা। কলকাতায় ঘরোয়া সিলিন্ডারের দাম 829 টাকা। আর বানিজ্যিক সিলিন্ডারের দাম 31 টাকা কমে হয়েছে 1756 টাকা। চেন্নাইতে ঘরোয়া সিলিন্ডার পাওয়া যায় 819 টাকায়। বানিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল 1841 টাকা এখন তা কমে হয়েছে 1810 টাকা। মুম্বাইতে ঘরোয়া সিলিন্ডারের দাম 803 টাকা। এখানেও বানিজ্যিক সিলিন্ডারের দাম (LPG Price) কমেছে 30 টাকা।
বর্তমানে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম কত?
দিল্লিতে ঘরোয়া LPG গ্যাসের দাম 803 টাকা। কলকাতায় ঘরোয়া LPG গ্যাসের দাম 829 টাকা। মুম্বাইতে ঘরোয়া LPG গ্যাসের দাম 802.50 টাকা। চেন্নাইতে ঘরোয়া LPG গ্যাসের দাম 818.50 টাকা। আর এই দামে বিগত কিছু মাস ধরে কোন ধরণের পরিবর্তন করা হয়নি কেন্দ্র সরকারের তরফে।
রেশন সামগ্রী বেড়ে গেল? কোন রেশন কার্ডে কত কিলো মাল পাবেন দেখুন
৫০০ টাকায় রান্নার গ্যাস কারা পাবে?
এই সুবিধা শুধুমাত্র তারাই পাবেন যারা বছরে 12টি গ্যাস সিলিন্ডার রিফিল নেবেন। আর যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আছেন তারাই প্রতিটি গ্যাসে 300 টাকা ভর্তুকি পাবেন। এই সুবিধা শুধু পিএম উজ্জ্বলা যোজনার গ্রাহকরাই পাবেন। সাধারন LPG সিলিন্ডার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। এই নিয়ম 1 লা এপ্রিল 2024 থেকে লাগু করা হয়েছে।
Written by Ananya Chakraborty.