Electricity Bill: বাড়িতে বিদ্যুতের বিল কিভাবে কমাবেন? এই ৭ উপায় আজই জানুন
এখনকার দিনে ইলেকট্রিক (Electric) ছাড়া কোন যন্ত্রই চলবে না। আর এই কারণের জন্য ইলেকট্রিক বিল (Electricity Bill) একধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে সকলের বাড়িতে। ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়ার আগ পর্যন্ত বিদ্যুৎ এর অনেক জিনিস ব্যবহার করি আমরা। আর এই উৎসবের মরশুমের সময়ে তো এই বিল (Electric Bill) আরও বৃদ্ধি পেয়ে যায়।
Electricity Bill Reduce Tips in Bengali
কিভাবে বিদ্যুৎ বিল (Electricity Bill) কম আসবে এই চিন্তা সব সময় মাথায় ঘরে। আজ এই নিয়েই আপনাদের বলব। কিছু ছোট ছোট জিনিস পরিবর্তন করেই অতিরিক্ত বিদ্যুৎ বিলের হাত থেকে বাঁচতে পারবেন। পড়াশোনা, রান্না করা, কাপড় কাচা, সব কিছুতেই বিদ্যুতের দরকার। এখন বিদ্যুৎ চালিক স্কুটি, বাইক, 4 চাকার গাড়ি (Electric Vehicle) বেরিয়েছে।
এই গুলো বেরনোর ফলে যেমন পরিবেশ দূষণ মুক্ত হচ্ছে তেমন বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচও বাড়ছে। এর ফলে মানুষের বিল দিতে গিয়ে পকেটে টান পরছে। বিদ্যুতের বিল কিভাবে কমবে এই নিয়ে অনেকে অনেক ধরনের মত পোষণ করেন। আজ আপনাদের এমন কয়েকটি টিপস (Electric Bill Savings Tips) দেব যা আপনাদের কাজে আসবে।
বিদ্যুতের বিল কমানোর উপায়
1) বাড়িতে বিদ্যুৎ বিল কমাতে টিউব লাইট সরিয়ে LED বাল্ব লাগান।
2) বাজারে 2 ওয়াট থেকে 40 ওয়াট ক্ষমতার LED বাল্ব পাওয়া যায় যা আপনি আপনার প্রয়োজন অনুযায়ি কিনতে পারবেন।
3) ফ্রিজ খালি থাকলে বিদ্যুৎ খরচ হয় বেশি তাই ফ্রিজে সব সময় জিনিস রাখুন।
4) ফ্রিজ সব সময় নর্মাল মোডে রাখুন এতে বিদ্যুৎ সাশ্রয় হয়।
5) রাতে ঘুমোনোর আগে অনেকেই লাইট জালিযে রাখে।
6) এতে অপ্রয়োজনীয় ভাবে বিদ্যুৎ বিল (Electricity Bill) বেড়ে যায়।
7) তাই প্রয়োজন ছাড়া বাড়ির লাইট, ফ্যান বন্ধ রাখুন।
8) আপনার বাড়িতে যদি পুরনো ফ্যান থাকে তাহলে তা সরিয়ে BLDC ফ্যান লাগান।
9) বর্তমানে বিদ্যুৎ বিল সাশ্রয় করানোর জন্য এই নতুন ধরনের BLDC ফ্যান এসেছে।
10) আগের পুরনো ফ্যান গুলো 100 থেকে 140 ওয়াটের হয়।
11) কিন্তু BLDC ফ্যান গুলো 40 ওয়াট পর্যন্ত হয় তাই এই গুলোতে বিদ্যুৎ বিল কম আসে।
12) সোলার প্যানেল থেকে উৎপন্ন সৌরশক্তি ব্যবহার করুন।
13) এর মাধ্যমে আপনারা ঘরে বিদ্যুৎ খরচ মেটাতে পারবেন।
14) সৌর প্যানেল বসিয়ে আপনি সারাদিন আপনার Electricity Bill কমাতে পারবেন।
15) বর্তমানে নিজে খরচ করে সৌর প্যানেল ক্রয় করতে হয় না।
রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা গ্রাহকদের জন্য! কতটা সুবিধা হবে এবারে?
16) এখন কেন্দ্র সরকার এই সৌর প্যানেল কেনার জন্যে ভর্তুকি প্রদান করছে।
17) আপনার বাড়িতে যদি সাধারন জানালা বা স্প্লিট AC থাকে তাহলে তা সরিয়ে ইনভার্টার AC ইন্সটল করুন।
18) এতে বিদ্যুৎ বিল (Electricity Bill) কম আসবে। এই পদ্ধতি গুলো অবলম্বন করে চললে আপনারা বিদ্যুৎ বিল অনেকটাই কমাতে পারবেন।
Written by Ananya Chakraborty.