ব্যাবসা

হাত খরচের টাকা বাঁচিয়ে এই ব্যবসা শুরু করুন, চাকরির থেকে বেশি আয়।

নতুন বছরে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন? কিন্তু জানেন না কোন পথে গেলে সহজেই ব্যবসায় মুনাফা লাভ করা সম্ভব। আজকে এই প্রতিবেদনে নতুন ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে জানানো হবে। তাই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে ভুলবেন না। তবে প্রত্যেক বিজনেস শুরু করার ক্ষেত্রে প্রয়োজন নির্দিষ্ট অঙ্কের পুঁজি, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা।

কিভাবে শুরু করবেন এই ব্যবসা? কোন কোন সুবিধা পাবেন?

তাছাড়া চাকরীজীবিরাও এই ফসল চাষ করতে পারবেন। এমন অনেকেই আছেন যাদের ব্যবসার প্রতি আগ্রহ থাকার কারণে চাকরি ছেড়ে বিজনেস বা চাষবাস করছেন এবং তারা ভবিষ্যত জীবনে সফল ব্যক্তিও। আর সবথেকে বড় বিষয় হল এই চাষ করতে তেমন পরিশ্রম করতে হবে না। আর লাখ লাখ টাকাও রোজগার করা যাবে।

সরকারের সাহায্য নিয়ে 30% কমিশনে বাড়ির ছাদে এই ব্যবসা শুরু করুন, আয় হবে লাখ লাখ টাকা।

ব্যবসার নাম- সেলারি বা জোয়ান চাষ।
সেলারি নামটি অনেকের কাছে অজানা হলেও জোয়ান নামটি অজানা নয়। এই জোয়ান বিভিন্ন খাবারে দেওয়া হয়। যাতে করে স্বাদ আরো বাড়ে সঙ্গে এর বিশেষ ঔষধি গুনও রয়েছে। প্রাচীন কাল থেকেই কলেরা, বদহজম ইত্যাদি রোগ থেকে মুক্তি দিতে জোয়ান গাছ ব্যবহার করা হত। এমনকি গলা ব্যথা, কানের ব্যথা, চর্মরোগ বা হাঁপানি ইত্যাদি রোগের ক্ষেত্রেও সমান কার্যকরী এই গাছ। বর্তমানেও এই গাছ এই ক্ষেত্রে ব্যবহার করা যায়।

দেশের কোন কোন জেলায় এই গাছ চাষ করা হয়?
পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশে বিশেষত সেলারি বা জোয়ান চাষ করা হয়ে থাকে। তার মধ্যে রাজস্থানের চিতোরগড় এবং ঝালুড়া জেলায় ব্যাপক পরিমাণে এই গাছের চাষ হয়ে থাকে।

এই চাষের জন্য অবশ্যই এই দিকগুলি দেখতে হবে?
১) সেলারি চাষ করার জন্য ভালো নিষ্কাশন এবং উর্বর মাটি প্রয়োজন। অবশ্যই দোআঁশ মাটিতে চাষ করতে হবে।
২) শীতের সময়ে জোয়ান চাষ করতে হয়। কারণ অতিরিক্ত তাপমাত্র এই চাষের জন্য ভালো নয়।
৩) চাষের জমির PH মান ৬.৫ থেকে ৮ এর মধ্যে হতে হবে।
৪) আগস্ট থেকে সেপ্টেম্বর মাস বপনের সঠিক সময়। ৩০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় এই গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে।

চাষের সুবিধা-
সেচের পরিমাণ খুব কম। তাই পরিশ্রম কম করতে হয়। তাছাড়া আজকাল চাষবাস বা ব্যবসা শুরু করতে হলে ব্যাংকের পক্ষ থেকে লোন বা ঋণ পাওয়া যায়। সেই টাকা দিয়েই বিজনেস শুরু করে ধীরে ধীরে ঋণের টাকাও মেটানো যাবে।

বাংলার ডেয়ারি ফ্রাঞ্চাইজি নেওয়ার মাধ্যমে প্রতিমাসে স্বনির্ভর হয়ে রোজগার করুন।

কত টাকা আয় করা সম্ভব?
বর্তমানে সেলারি গাছের বাজার মূল্য ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। কোনো ব্যক্তি যদি ১ একর জমিতে সেলারি চাষ করেন, তিনি কমপক্ষে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
একবার এই ব্যবসায় ভালো মুনাফা হলে পাশাপাশি অন্যান্য ব্যবসাও স্টার্ট আপ করা যাবে।
সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *