Solar Panel – সরকারের সাহায্য নিয়ে 30% কমিশনে বাড়ির ছাদে এই ব্যবসা শুরু করুন, আয় হবে লাখ লাখ টাকা।
Solar Panel Business Ideas:
চাকরি হোক বা ব্যবসা, বেঁচে থাকতে হলে ভবিষ্যতের কথা ভেবে উপার্জন করতেই হয়। কিন্তু ব্যবসা করার আগে জানতে হয় কোন ব্যবসায় কত টাকা পুঁজি লাগবে? সহজেই সেই ব্যবসা থেকে মুনাফা অর্জন করা যাবে কিনা? আজকে এমন একটি ব্যবসার সম্পর্কে আইডিয়া দেওয়া হবে, যেটির জন্য বাড়ির বাইরে আলাদা করে কোনো জায়গা থাকতেই হবে, তা নয়। বাড়ির ছাদেই এই ব্যবসা করা যাবে। আর এই ব্যবসা শুরু করার জন্য খরচ করতে হলে কেন্দ্রীয় সরকারের তরফে আবেদনকারী পাবেন ৩০% কমিশনও।
কিভাবে শুরু করবেন Solar Panel Business Ideas ব্যবসা? কত টাকা পুঁজি লাগবে?
ব্যবসার নাম – সোলার প্যানেল ব্যবসা বা Solar Panel Business Ideas.
কি এই ব্যবসা? অনেকেই সোলার প্যানেলের নাম শুনেছেন, কিন্তু এটি নিয়ে যে ব্যবসাও করা যায়, সেই সম্পর্কে কোনো ধারণাই নেই। তাহলে চলুন বিশদে জেনে নেওয়া যাক। গ্রাম থেকে শহর, প্রায় প্রত্যেক বাড়িতেই এখন বিদ্যুতের কানেকশন রয়েছে। আর এই নিয়েই মূল ব্যবসা। আরো ভালো করে বোঝাতে গেলে, ব্যক্তি বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারেন এবং বিদ্যুৎ বিভাগে সরবরাহ করতে পারেন। এই ব্যবসা করে মাসিক মোটা টাকাও উপার্জন করা যাবে।
ব্যবসা করার নতুন আইডিয়া মাত্র 1 বছরেই লাখ লাখ টাকা আয় হবে।
Solar Panel Business এর জন্য খরচ কত?
কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে সৌর ব্যবসার প্রচার করা হচ্ছে। এই ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন সোলার প্যানেলের। ইতিমধ্যেই রাজ্যের বহু শিল্পক্ষেত্রেও এই প্ল্যান্ট বাধ্যতামূলক করা হয়েছে। যে কোনো ব্যক্তি ইচ্ছে করলেই সোলার পিভি, সোলার থার্মাল সিস্টেম, সোলার এটিক ফ্যান, সোলার কুলিং সিস্টেমের ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু এই সোলার প্যানেল স্থাপনের জন্য প্রায় ১ লাখ টাকা খরচ করতে হবে। যদিও সরকারের তরফে ভর্তুকি বা কমিশন পাওয়া যায়। এই ভর্তুকি পাওয়ার পর ১ কিলোওয়াট সোলার প্ল্যান্ট বসাতে খরচ করতে হবে মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকা।
এই ব্যবসার সুবিধা-
১) বাড়ির ছাদে এই প্যানেলটি ইন্সটল করা যাবে।
২) বিনামূল্যে বিদ্যুৎ মিলবে। সেক্ষেত্রে ধরা যাক, ২ কিলোওয়াট সোলার প্যানেল ইন্সটল করলে, দিনে ১০ ঘণ্টা সূর্যালোকে প্রায় ১০ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে। আর মাসে প্রায় ৩০০ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে।
৩) বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে সরকার বা কোনো কোম্পানীর কাছে বিক্রয় করা যাবে।
৪) সোলার প্যানেলের আয়ু ২৫ বছর। প্রতি ১০ বছর অন্তর অন্তর এর ব্যাটারি পরিবর্তন করা হয়।
৫) সোলার প্যানেল পোর্টেবেল অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। তাছাড়া রক্ষণাবেক্ষনেও কোনো সমস্যা নেই।
Solar Panel Business এ পুঁজি বিনিয়োগের উপায় –
এই ব্যবসা শুরু করার ইচ্ছে রয়েছে, কিন্তু আর্থিক দিক থেকে স্বচ্ছলতা নেই। সেক্ষেত্রে ব্যাংক থেকে সাহায্য নেওয়া যাবে। সৌর ভর্তুকি যোজনা, কুসুম যোজনা, জাতীয় সৌর শক্তি মিশনের অধীন দেশের ব্যাংকগুলি থেকে SMS লোন নেওয়া যাবে।
দিনে মাত্র 5 ঘন্টা এই ব্যবসা করুন, বাকি সময় আরাম, ইনকাম মাসে 50
তাছাড়া যেহেতু এই ব্যবসায় প্রাথমিক বিনিয়োগ খুবই কম। পাওয়া যাবে মোটা অঙ্কের মুনাফা। তাই অনেকেই এই ব্যবসা করতে ইচ্ছুক থাকেন।
কত টাকা আয় করা যাবে?
এই ব্যবসার মাধ্যমে মাসিক ৩০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ধীরে ধীরে ব্যবসা বড় হলে আয়ের পরিমান বাড়বে।
ব্যবসা সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
I will do this