চাকরির প্রস্তুতি

ICDS recruitment 2023 – রাজ্যে 256 টি শূন্যপদে ICDS কর্মী নিয়োগ, 8 পাশেই করা যাবে আবেদন, বিশদে জানুন।

রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য দারুন সংবাদ। আবারও সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ইতিমধ্যেই ICDS recruitment হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল প্রার্থীরা বাসিন্দা উল্লেখ্য, এই আবেদন কেবলমাত্র মহিলারাই জানতে পারবেন। নিয়োগ পদের নাম, বয়সসীমা, আবেদন পদ্ধতি, বেতক্রম, আবেদনের শেষ তারিখ ইত্যাদি নিচে বিস্তারিতভাবে জানানো হল। অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশ করলেই জানাতে পারবেন আবেদন। তবে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

ICDS recruitment 2023

উল্লেখ্য, ICDS recruitment এ আবেদন কেবলমাত্র মহিলারাই জানতে পারবেন। নিয়োগ পদের নাম, বয়সসীমা, আবেদন পদ্ধতি, বেতক্রম, আবেদনের শেষ তারিখ ইত্যাদি নিচে বিস্তারিতভাবে জানানো হল।
নিয়োগ স্থান- কোচবিহার,পশ্চিমবঙ্গ।
নিয়োগ পদের নাম-
১) অঙ্গনওয়াড়ি কর্মী,
২) অঙ্গনওয়াড়ি সহায়িকা।

 পশ্চিমবঙ্গে পৌরসভাতে প্রচুর কর্মী নিয়োগ, সময় নষ্ট না করে দেখে নিন আবেদন পদ্ধতি, শেষ তারিখ।

ICDS recruitment মোট শূন্যপদের সংখ্যা- ব্লক ভিত্তিক মোট ২৫৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ব্লক অনুসারে শূন্যপদের সংখ্যা-
(তুফানগঞ্জ – I)- ৯ টি,
(তুফানগঞ্জ – I) (ADDL)- ১১ টি,
(তুফানগঞ্জ – II) (ADDL) – ১৬ টি,
(কোচবিহার– II)- ১০ টি,
(কোচবিহার – II) (ADDL)- ১২ টি,
হলদিবাড়ি- ১৪ টি,
সিতাই- ৩৪ টি,
মেখলিগঞ্জ- ১৫০ টি

শিক্ষাগত যোগ্যতা-
১) অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
২) অঙ্গনওয়াড়ি সহায়িকা- এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
বয়সসীমা-
০১ জানুয়ারি,২০২৩ তারিখ অনুসারে, দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৭ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন-
অঙ্গনওয়াড়ি পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হিসেবে ৮,২৫০ টাকা দেওয়া হবে।
অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হিসেবে ৬,৩০০ টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি-
কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন।
নীচে দেওয়া Apply Now এ ক্লিক করে Application Form পেজ ওপেন করতে হবে।
এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। সঙ্গে স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিপত্র। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র-
১) আধার কার্ড/প্যান কার্ড/ ভোটার কার্ড।
২) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেট।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
৪) বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর।
৫) ইমেইল আইডি।
৬) রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সই।

ICDS recruitment নিয়োগ পদ্ধতি-
প্রথমে আবেদনকারীদের লিখিত পরীক্ষা দিতে হবে। নেওয়া হবে ইন্টারভিউ। প্রথম ধাপে লিখিত পরীক্ষা ৯০ নম্বরে হবে। যারা উত্তীর্ন হবেন, তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের জন্য। যা হবে ১০ নম্বরের উপর। সবশেষে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই অনুযায়ী এই পদে নিযুক্ত করা হবে।

আবেদনের শেষ তারিখ- ১৭ এপ্রিল, ২০২৩.
লিখিত পরীক্ষার তারিখ- (অঙ্গনওয়াড়ি সহায়িকা) ২৯ এপ্রিল, ২০২৩.
লিখিত পরীক্ষার তারিখ– (অঙ্গনওয়াড়ি কর্মী) ৩০ এপ্রিল, ২০২৩.
অফিশিয়াল ওয়েবসাইট- https://coochbehar.gov.in/

 2023 সালে বন্ধন ব্যাংকে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, বেতন 57,000.

Apply Now-
https://www.coochbeharwb.in/online_app_frm.php
চাকরি সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *