Weather Forecast – তাপপ্রবাহের তীব্র সতর্কতা জারি রাজ্যে। শনিবার পর্যন্ত সাবধানে থাকুন! বৃষ্টি কবে হবে?
শীতকাল যেতে না যেতেই গরমের দাবদাহ শুরু। বৈশাখ মাস পড়ার আগেই গরমে হাসফাঁস করছে মানুষ (Weather Forecast). আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে খবর এসেছে আরো বাড়তে পারে গরম। এর ফলে চিন্তা ও ভয় দুই চলছে মানুষের মনে। এর আগের বছরই আবহাওয়াবিদরা বলেছিল 2024 সালে গরম আরো বাড়তে পারে। প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে গরম।
Heat Wave Alert By IMD Weather Forecast.
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে হিট ওয়েভ অ্যালার্ট (Heat Wave Alert Weather Forecast) জারি করা হয়েছিল দক্ষিনবঙ্গের জেলা গুলোতে। এবার এই হিট ওয়েভ থেকে কলকাতা (Kolkata Weather) বাদ রইল না। আগামী কিছুদিন তাপপ্রবাহের (Heat Wave) ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির কোনো সম্ভবনা নেই দক্ষিনবঙ্গে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিনবঙ্গে গরমের দাবদাহ থাকলেও উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির সম্ভবনা দিয়েছে আবহাওয়া দফতর। টর্নেডো বিধ্বস্ত উত্তরবঙ্গে এখন দুর্যোগের অশনি সঙ্কেত কাটেনি। বাংলাদেশের (Bangladesh) উপর দিয়ে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সেই জেরেই আবার একবার ঝড় বৃষ্টির সম্ভবনা দিয়েছে আবহাওয়া দফতর। ঘন্টায় 40 কিমি গতিতে বইবে ঝড়ো হাওয়া। তাপমাত্রা বাড়ার কারণেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টির (Weather Forecast) পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে।
তেমনই ঘাটতি পূরণে বঙ্গোপসাগর (Bay Of Bengal) থেকে জলীয় বাষ্পের জোগান ঘটতে চলেছে আর তাতেই অশনি সঙ্কেত দেখছেন আবহাওয়াবিদরা। আবার বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভবনা তৈরি হওয়ায় আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বলেন, বর্তমানে আবহাওয়ার পরিবর্তন (Weather Forecast) ঘটতে চলেছে।
বৃহস্পতিবার থেকে পাহাড়ে ঝড় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বওয়ার ও সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর শুক্র ও শনিবার থেকে পাহাড় সহ সমতলের ও আবহাওয়ার পরিবর্তন (Weather Forecast) ঘটবে। বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় ঝড়ের গতিবেগ অনেকটাই বৃদ্ধি পেতে পারে।
বৃষ্টির পাশপাশি শনিবারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।কোথাও কোথাও ঝড়ের গতিবেগ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। আর ২৪-৪৮ ঘণ্টা এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কিন্তু আগামী শনিবারের পর থেকে আবহাওয়ার (Weather Forecast) পরিবর্তন হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে স্কুল ছুটি থাকবে রাজ্যে। টানা ছুটি থাকবে? আবার কবে খুলবে?
আর এই গরমের মধ্যে অল্প বৃষ্টি হলেও কোন ধরণের সুরাহা খুব একটা হবে না বলে জানানো হয়েছে। কিন্তু আর এই গরমের সময়ে আপনারা ভালো করে নিজেদের খেয়াল রাখা খুবই জরুরি। আর এই গরমে বাইরে বেরোনোর সময়ে হাত, মুখ ঢেকে বেরোবেন, পরজাপ্র পরিমাণে জল খাবেন, দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত খুব দরকার না হলে কোনমতেই বাইরে বেরবেন না। এই Weather Forecast নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। Written by Ananya Chakraborty.
মাসের শুরুতেই 32 টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম। পশ্চিমবঙ্গে নতুন দাম কত?